ডিগ্রী উপবৃত্তি ২০২৩ | প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ডিগ্রি উপবৃত্তির অনলাইনে আবেদন করার নিয়ম ২০২3 নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে । ডিগ্রী উপবৃত্তির অনলাইনে আবেদন গত ৯ জানুয়ারী ২০২২ শুরু হলেও, আজও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সার্ভার জটিলতা (“Error! Data Load failed from NU server!!”) জন্য আবেদন করতে পারছেন না স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে ১ম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তি বিজ্ঞপ্তি ২০২৩।
২০২২-২৩ অর্থবছরে ডিগ্রি (পাস) ও সমমান পর্যায়ের উপবৃত্তির জন্য আবেদন করা যাবে ১৫/০৩/২০২৩ ইং হতে ০৬/০৪/২০২৩ ইং তারিখ পর্যন্ত। চলতি বছর উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে শুধুমাত্র ডিগ্রি ১ম বর্ষ (২০২০-২১)। উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে অনলাইনে আবেদন করে স্ব স্ব কলেজে কাগজপত্র জমা দিতে হবে। উপবৃত্তির পরিমাণ ৪৯০০/-। আবেদন করার বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট কলেজ নোটিশের মাধ্যমে জানতে পারবেন।। অনুগ্রহ করে কয়েকদিন অপেক্ষা করে আবেদন করুন। উপবৃত্তির জন্য আবেদন করা যাবে ১০ ফেব্রুয়ারী 2022 পর্যন্ত।
Online আবেদন করার ওয়েবসাইট লিংকঃ http://estipend.pmeat.gov.bd
এক নজরে অনলাইনে Stipend আবেদন করতে যা যা লাগবেঃ
১. শিক্ষার্থী এইচএসসি রেজিষ্ট্রেশন ও রোল নাম্বার;
২. ডিগ্রির রেজিষ্ট্রেশন নাম্বার;
৩. শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্ম নিবন্ধন নিবন্ধনের নম্বর;
৪. অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নম্বর;
৫. পাসপোর্ট সাইজের এক কপি ছবি;
৬. শিক্ষার্থীর ব্যাংকের নাম ও একাউন্ট নম্বার।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে ২০২২-২৩ অর্থবছরে সারা দেশের স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি।
ডিগ্রী উপবৃত্তি ২০২৩ | ডিগ্রি উপবৃত্তির অনলাইনে আবেদন করার নিয়ম 2023

(উল্লেখ্য,ব্যাংক একাউন্টের ক্ষেত্রে শিক্ষার্থী যেকোনো ব্যাংক একাউন্ট নম্বর ব্যবহার করতে পারবেন! কোনো শিক্ষার্থীর ব্যাংক একাউন্ট না থাকলে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে (শুধুমাত্র #বিকাশ,#রকেট) একাউন্ট নম্বর দিয়ে আবেদন করতে পারবে)
বি দ্রঃ অনলাইনে আবেদন করার পর, আবেদনের প্রিন্ট কপির সাথে কলেজ কর্তৃক নির্দেশিত বিভিন্ন কাগজপত্র, কলেজ কর্তৃপক্ষকে নিদিষ্ট তারিখের মধ্যে জমা দিতে হবে।
কলেজে আবেদন জমাদানের সময় যা যা লাগতে পারেঃ
১. ডিগ্রির রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি;
২. সর্বশেষ পরীক্ষার মার্কসিটের কপি;
৩. এক কপি পাসপোর্ট সাইজের ছবি;
৪. শিক্ষার্থীর জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি;
৫. অনলাইনে আবেদন করা প্রিন্ট কপি।
শর্তাবলীঃ
১. উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার কম হতে হবে।
২. অভিভাবক/পিতামাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী ০.০৫ শতাংশ, পৌরসভা এলাকায় ০.২০ শতাংশ এবং অন্যান্য এলাকায় ০.৭৫ শতাংশের কম থাকতে হবে।
জেনে রাখুনঃ
যাদের নিবন্ধন করার সময় “Error! Not Eligible! Annual Income more than 100000” লিখাটি আসবে,তারা উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন না! কারণ ডিগ্রির ভর্তির সময় অভিভাবকের বার্ষিক আয় ১ লক্ষ টাকার বেশি দিয়েছিলেন তাই!
শুধুমাত্র ডিগ্রি ১ম বর্ষ(২০১৮-১৯),(২য় বর্ষ ২০১৭-১৮) এবং (৩য় বর্ষ ২০১৬-১৭) শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন! অর্নাসের কোনো শিক্ষার্থী উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন নাহ।
১,২,৩ বা ৪ সাবজেক্ট F প্রাপ্ত শিক্ষার্থীও আবেদন করতে পারবেন।
Not promoted প্রাপ্ত কোনো শিক্ষার্থী আবেদন করতে পারবে না।
ইতিপূর্বে উক্ত সেশনের ডিগ্রি (পাস) পর্যায়ে উপবৃত্তির অর্থ পেয়েছে তাদেরকেও পুনরায় অনলাইনে আবেদন করতে হবে।
এনইউ, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান /কলেজের ডিগ্রির উপবৃত্তি আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীর কোনো ব্যাংক একাউন্ট না থাকলে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে একাউন্ট ধারীর নাম,একাউন্ট নম্বর ও ( বিকাশ / রকেট ) সিলেক্ট করে আবেদন করতে পারবেন। Degree Scholarship Stipend Online Application Process method 2020.