শিক্ষা খবরশিক্ষা নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস ১৫ মার্চ থেকে

শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস ১৫ মার্চ থেকে।আগামী ১৫ মার্চ (মঙ্গলবার) থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণীকক্ষে সশরীরে পুরোদমে ক্লাস চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।১২ মার্চ রাজধানীর টিকাটুলিতে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।মহামারি পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকায় যারা টিকা পেয়েছে এবং যারা টিকা পায়নি সবাই নিজেদের স্কুলে যেয়ে ক্লাস করতে পারবে।

৪ মার্চ রাজধানীর একটি হোটেলে ‘স্টাডি ইন ইন্ডিয়া- এডুকেশন ফেয়ার ২০২২’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, মাধ্যমিক স্তরে চলতি মাসের মাঝামাঝি পুরোদমে ক্লাস শুরু হতে পারে।শিক্ষামন্ত্রী আরও বলেছিলেন, ‘শ্রেণিকক্ষে যারা কোনো কারণে আসতে পারছে না, তারা অ্যাসাইনমেন্ট কার্যক্রমের আওতায় থাকবে। যেখানে মনে হবে দরকার আছে, সেখানেই অ্যাসাইনমেন্ট দেওয়া হবে।

এ মাসের ২ তারিখে প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হয়। এছাড়া ১৫ মার্চ থেকে প্রাক-প্রাথমিকে সশরীরে ক্লাস শুরু হবে।এতোদিন শিক্ষাপ্রতিষ্ঠান খুলা থাকলেও বেশ কিছু শর্ত আরোপ ছিল। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শুধুমাত্র স্বাস্থ্যবিধি ছাড়া অন্য শর্তগুলো তুলে দেওয়া হবে। ‘আমরা চাই না শিক্ষার্থীরা কোন চাপে থাকুক। তাদের পাঠ আনন্দদায়ক করার জন্য আমরা কাজ করছি। নতুন কারিকুলামের আলোকে পড়াতে পারলে শিক্ষার্থীদের কোচিংয়ে যাওয়া লাগবে না।’করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এ বছরের ২১ জানুয়ারি থেকে ২য় বারের মতো দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। পরে করোনার প্রভাব কমে আসায় এ বছরেই ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকসহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয় সরকার।

Classes in full force in educational institutions from March 15. From next March 15 (Tuesday) in all classrooms in all educational institutions, the classes will be in full swing physically. Dipu Moni said this after inaugurating the building of Sher-e-Bangla Girls’ College at Tikatuli in the capital on March 12. As the epidemic situation is now under control, all those who have been vaccinated and those who have not been vaccinated will be able to go to their school and take classes.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group