শিক্ষা খবরশিক্ষা নিউজ

চিঠি লেখার নিয়ম How To Writer In Letter In Bangla

চিঠি লেখার নিয়ম How To Writer In Letter In Bangla. চিঠি হল মনের ভাব প্রকাশের মাধ্যম। কোন একজন ব্যক্তি অন্যজনকে তার মনের ভাব প্রকাশের জন্য চিঠি প্রদান করতে পারে। দূরের এবং কাছের প্রাপকের সাথে সংযোগ স্থাপনের জন্য চিঠি ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন ব্যবহারিক কাজে চিঠি প্রয়োজন। কোনো ব্যক্তির কাছে মনের ভাব প্রকাশ করে কোনো বিষয় নিয়ে লেখাকেই পত্র লিখন বলে।

চিঠি সাধারণত দুই ধরনের হয়ে থাকেঃ

ব্যক্তিগত চিঠি – যা ব্যক্তিগতভাবে আত্মীয়-স্বজন প্রিয়জনদের পাঠানো হয়।

বৈষয়িক চিঠি – সংবাদপত্রের প্রকাশ বা অন্যান্য কাজে ব্যবহার হয়।

বৈষয়িক চিঠি বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমনঃ

প্রশাসনিক বা সরকারি পত্র।
ব্যবসায়িক বা বাণিজ্যিক পত্র।
আবেদন-নিবেদন মূলক পত্র।
সামাজিকতা সংশ্লিষ্ট পত্র।
সংবাদপত্রে প্রকাশ পত্র।
এছাড়াও বিভিন্ন কোয়ালিটির চিঠি হয়ে থাকে যেমন ব্যক্তিগতভাবে আপনারাঃ

আমন্ত্রণ-নিমন্ত্রণ পত্র।
অভিনন্দন পত্র।
প্রেম পত্র

চিঠি/পত্র লেখার নিয়ম: চাকরির দরখাস্ত লেখার সময় নিম্নের দিকগুলাে একান্ত বিবেচ্যঃ

১. প্রাপকের নাম-ঠিকানা: প্রাপকের নাম-ঠিকানা অংশে চাকরিদাতা প্রতিষ্ঠানের ঠিকানা লিখতে হয়।

২. বিষয়: প্রাপকের নামের পর বিষয় হিসেবে যে পদে আবেদন করা হচ্ছে তা উল্লেখ করতে হয়।

৩. সম্বােধন: আনুষ্ঠানিক সম্বােধন হবে ‘জনাব’ অথবা মহােদয়’ শব্দটি।

৪. আবেদনের সূত্র: পত্রিকা মারফত নিয়ােগ দানের খবর জানা গেলে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখসহ সংশ্লিষ্ট পত্রিকার সূত্র উল্লেখ করতে হয়।

৫. আবশ্যিক তথ্য: আবেদনপত্রে আবেদনকারীর পূর্ণ নাম, পিতা-মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, নাগরিকত্ব, শিক্ষাগত যােগ্যতা ইত্যাদি সম্পর্কে যথাযথ তথ্য লিপিবদ্ধ করতে হয়।

৬. অতিরিক্ত তথ্য: অতিরিক্ত কোনাে প্রশিক্ষণ কিংবা অতিরিক্ত যােগ্যতা বা অভিজ্ঞতা থাকলে আবেদনপত্রে তা উল্লেখ করা প্রয়ােজন।

৭. সংযুক্তি: দরখাস্তের শেষে আবেদনপত্রে বর্ণিত তথ্যের প্রামাণ্য দলিল হিসেবে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদপত্র, প্রাপ্ত নম্বর, প্রশংসাপত্র এবং নাগরিকত্ব, যােগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি সংক্রান্ত প্রত্যয়নপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে দিতে হয়।

চিঠি লেখার নিয়ম How To Writer In Letter In Bangla

চিঠি লেখার নিয়ম How To Writer In Letter In Bangla
চিঠি লেখার নিয়ম How To Writer In Letter In Bangla
চিঠি লেখার নিয়ম How To Writer In Letter In Bangla
চিঠি লেখার নিয়ম How To Writer In Letter In Bangla

চিঠি লেখার নিয়ম How To Writer In Letter In Bangla

Letter writing rules How To Writer In Letter In Bangla. A letter is a means of expressing the mind. One person can give a letter to another to express his feelings. Letters are used to connect with distant and near recipients. Letters are also needed for various practical purposes.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group