সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের এমএ/এমএসএস/এমবিএ/এমএসসি/এম মিউজ প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার আবেদন ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অন-লাইনে সম্পন্ন হবে। পরীক্ষার আবেদন म বি পূরণ ও জমাদানের তারিখস নিয়মাবলী নিম্নে প্রদত্ত হলো। পরীক্ষার বিস্তারিত সময়সূচী এবং অন্যান্য যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পরে জানানো হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স ওয়েব সাইট।
আবেদন ফরম পূরণ, বিবরণী ফরম জমাদানের সময়সূচী/ নিয়মাবলী ।
আবেদনকারী পরীক্ষার্থীদের On-line-এ আবেদন ফরম ডাউনলোড করার সময়সীমাঃ
২৪/০৫/২০১৩ হতে ১৫/০৬/২০২৩) আবেদন ফরম কলেজ কর্তৃক নিশ্চয়নের শেষ তারিখ
গ) Payslip বিস্তারিত- ০৮(খ) দ্রষ্টব্য) ২০/০৬/২০২৩ হতে ২২/০৬/২০২৩ উল্লিখিত তারিখ সমূহে আবেদন ফরম পূরণকৃত পরীক্ষার্থীদের অন-লাইনে এন্ট্রিকৃত বিবরণী ফরম, হিসাব বিবরণী ফরম এবং ইনকোর্স ও মাঠকর্ম নম্বরের মূল ম্যানুয়াল কপি ও প্রিন্ট কপির ০১ (এক) কপি বিষয়ওয়ারী আলাদাভাবে সিলগালা করে বিশ্ববিদ্যালয়ে স্ব-স্ব আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়ার প্রযোজন নেই। তবে স্ব-স্ব কলেজ/ বিভাগ ০৬ মাস (ফলাফল ঘোষণা পরবর্তী ৪ মাস পর্যন্ত) সংরক্ষণ করবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার আবেদন ফরম পূরণ আজ থেকে শুরু।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি।
ক. শুধুমাত্র মৌখিক / ব্যবহারিক/ মাঠকর্ম পরে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর ক্ষেত্রে বিঃ দ্রঃ- নির্ধারিত সময়ের পরে জরিমানার মাধ্যমে ফরম পূরণের সুযোগ থাকবে না।
** কেন্দ্র ফি হিসেবে আদায়কৃত মোট অর্থের পরীক্ষার্থী প্রতি ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা নিজ কলেজের পরীক্ষা সংক্রান্ত খরচের জন্য রেখে পরীক্ষার্থী প্রতি ৩০০/- (তিনশত) টাকা হারে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট রোল / রেজিষ্ট্রেশন বিবরণীসহ পরীক্ষা অনুষ্ঠানের ০৩ (তিন) দিন পূর্বেই জমা দিতে হবে।
বিঃ- (১) অনলাইনে এন্টিকৃত মূল ম্যানুয়াল কপির বাইরে কোন নম্বর গ্রহণ করা হবে না। (২) মৌখিক / ব্যবহারিক/ মাঠকর্ম নম্বরসমূহ প্রেরণের নির্দেশনা পরবর্তীতে জানানো হবে। (৩) রেজি কার্ড ও প্রবেশপত্রে উল্লিখিত পত্রকোড ব্যতীত অন্য কোন পত্রকোডে পরীক্ষায় অংশ গ্রহণ করলে পরীক্ষার ফলাফল প্রকাশ
করা হবে না। এমনকি পরীক্ষার পরে বেশি কার্ড ও প্রবেশপত্রে পত্রকোষ কোনভাবেই সংশোধন করা যাবে না। ক) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের নিয়মিত ও প্রাইভেট পরীক্ষার্থীরা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে।
পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা ও প্রয়োজনীয় শর্তাবলী
খ) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের যেসব পরীক্ষার্থী ২০১৯ সালের পরীক্ষায় অংশগ্রহণ করেনি তারা ২০২০ সালের অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে সকল গ) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের যেসব পরীক্ষার্থী ২০১৯ সালের পরীক্ষায় অংশগ্রহণ করে এক বা একাধিক পরে ‘F’ গ্রেড পেয়ে অকৃতকার্য হয়েছে তারা ২০২০
পারেন/ কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।২০২০ সালের পরীক্ষায় সে সকল পত্রে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা।জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮-২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা আগামী ১০ মে ২০২২ তারিখ থেকে শুরু হবে। বিস্তারিত সময়সূচি আগামী সপ্তাহে প্রকাশ করা হবে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।এছাড়া একই সালের প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্সের শিক্ষার্থীদের আবেদন ফরম পুরণ আগামী ১৬ মার্চ থেকে শুরু হবে। এই দুইটি কোর্সের সকল শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ করেছে।২০১৯ সালে অক্টোবরে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয় জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ২০১৮-১৯ শিক্ষাবর্ষের। ১ বছর পর ২০২০ সালে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে তা সম্ভব হয়নি। উল্লেখ্য, ২০১৮ সালে এক লাখ ৩০ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থী ২৯টি বিষয়ে মাস্টার্স শেষ পর্ব পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৮৮ হাজার ৪২৯ জন। পাসের হার ৬৭ দশমিক ৮৪ শতাংশ।