শিক্ষা খবর

বাংলাদেশে প্রথম (সাধারণ জ্ঞান)

বাংলাদেশে প্রথম (সাধারণ জ্ঞান)

১) বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ?
– ঢাকা বিশ্ববিদ্যালয় ।
২) বাংলাদেশের প্রথম কলেজ ?
– ঢাকা কলেজ ।
৩) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ?
– শেখ মুজিবুর রহমান ।
৪) বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ?
– তাজউদ্দীন আহমদ ।
৫) বাংলাদেশের প্রথম সেনাবাহিনী প্রধান ?
– কে এম সফিউল্লাহ
৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ?
– স্যার পি. জে. হার্টগ ।
৭) বাংলাদেশের সিনেমার প্রথম অভিনেত্রী ?
– পূর্ণিমা সেনগুপ্তা ।
৮) বাংলাদেশের প্রথম স্পিকার ?
– মোহাম্মদ উল্লাহ ।
৯) বাংলাদেশের প্রথম জাদুঘর ?
– বরেন্দ্র গবেষণা জাদুঘর ।
১০) বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজ ?
– বাংলার দূত ।
১১) বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী ?
– আ.স.ম. আব্দুর রব ।
১২) বাংলাদেশের পতাকার মূল ডিজাইনার ?
– শিবনারায়ণ দাস ।
১৩) বাংলাদেশের প্রথম নারী ভিসি ?
– ফারজানা ইসলাম ।
১৪) বাংলাদেশের প্রথম ডিজিটাল টেলিফোন চালু ?
– ৪ জানুয়ারি , ১৯৯০ ।
১৫) বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করে ?
– ভুটান ।
১৬) বাংলাদেশর প্রথম গনপরিষদ অধিবেশন বসে ?
-১০ এপ্রিল , ১৯৭২ ।
১৭) বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ ?
– ফৌজদারহাট ক্যাডেট কলেজ ।
১৮) বাংলাদেশের প্রথম ছায়াছবি ?
– মুখ ও মানুষ ।
১৯) বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার /
– মুজিব নগর সরকার ।
২০) বাংলাদেশের প্রথম ঢাকা সিটি করপরেশন মেয়র ?
– আনন্দ চন্দ্র রায় ।
২১) বাংলাদেশের প্রথম ক্রিকেট অধিনায়ক ?
– গাজী আশরাফ ।
২২) বাংলাদেশ প্রথম অলিম্পিক অংশগ্রহণ করে ?
– ১৯৮৪ ।
২৩) বাংলাদেশের প্রথম জাতীয় ফুটব্ল দলের অধিনায়ক ?
– মোহাম্মদ জাকারিয়া পিন্টু ।
২৪) বাংলাদেশের প্রথম নারী স্পিকার ?
– শিরীন শারমিন চৌধুরী ।
২৫) বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ?
– বেগম খালেদা জিয়া ।
২৬ ) বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় ?
– ১৯৯৬ সালের ৬ জুন ।
২৭) বাংলাদেশে প্রথম কম্পিউটার চালু হয় ?
– ১৯৬৪ ।
২৮) বাংলাদেশে প্রথম ডিজিটাল ফোন চালু হয় ?
– ১৯৭৩ ।
২৯) বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী ?
– মুহাম্মদ ইউনূস ।
৩০) বাংলাদেশের প্রথম মহিলা কবি ?
– চন্দ্রাবতী ।
৩১) বাংলাদেশের প্রথম সংবাদপত্র ?
– চন্দ্রাবতী ।
৩২) বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী ?
– মুসা ইব্রাহীম ।
৩৩) বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ?
– বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group