শিক্ষা খবরশিক্ষা নিউজ

চাকরি গাছে ধরে না: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শুধু কাগুজে সনদ অর্জন করলে চাকরি পাওয়া যাবে না। চাকরি গাছে ধরে না। চাকরি পেতে হলে মাদ্রাসা শিক্ষার্থীদের বাংলা, ইংরেজির পাশাপাশি আরবি ভাষা ও কম্পিউটারে দক্ষতা অর্জন করতে হবে। আররি ভাষায় দক্ষতা অর্জন করা গেলে মধ্যপ্রাচ্যের বিশাল শ্রমবাজারে আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে।

শনিবার বেলা ১১ টায় চট্টগ্রামের লোহাগাড়ায় ইসমাঈল আঞ্জুমান আরা ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এক শোকরানা মাহফিলে এসব কথা বলেন তিনি।

চাকরি গাছে ধরে না: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

মাদ্রাসায় ছাত্রী শাখার উদ্বোধনসহ কামিল শ্রেণিতে পাঠদানের অনুমতিপ্রাপ্তি উপলক্ষে এ শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়।

উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা – দীনি শিক্ষা বিস্তারে কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষা বিস্তার ও আধুনিকায়নে কাজ করে যাচ্ছে। সরকার প্রতি অর্থ বছরে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে প্রায় ৩ হাজার ৮শত ৪০ কোটি টাকা ব্যয় করছে।

তিনি আরো বলেন, যারা দীনের অপব্যাখ্যা করে তাদের প্রতিহত করার জন্য মাদ্রাসা শিক্ষার্থীদের সত্যিকারের দীনি জ্ঞান অর্জন করতে হবে। দীনের অপব্যাখ্যাকারীদের প্রতি সবাইকে সচেতন থাকতে হবে।

।শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মহামারি করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান আবারও বন্ধ করতে চাই না।

Educational institutions will no longer be closed due to the corona pandemic. Education Minister Dr. Deepu Mani said he does not want to close down educational institutions again due to the pandemic of Corona. He said this while virtually inaugurating the piloting program of the new curriculum in 62 educational institutions on Tuesday (February 22). Deputy Minister of Education Mohibul Hasan Chowdhury was present online at the virtual opening ceremony.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group