শিক্ষা খবরশিক্ষা নিউজ

২০২৪ সালের রমজান কত তারিখ বাংলাদেশ

২০২৪ সালের রমজান কত তারিখ ? দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট (আইএসিএডি) ওয়েবসাইটে প্রকাশিত হিজরি ক্যালেন্ডার অনুসারে, দেশটিতে রমজান শুরু হবে ২০২৪ সালের ১২ মার্চ। খবর খালিজ টাইমসের। সে হিসেবে বাংলাদেশে ১২ মার্চ ২০২৪ রমজান মাস শুরু হবে।

গতকাল মঙ্গলবার প্রকাশিত খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আরব আমিরাতে বসন্ত শুরু হওয়ায় রমজানে তাপমাত্রা শীতল থাকবে। ২০২৩ সালের তুলনায় দেশটিতে এবার রোজার সময় কমছে। এ বছর রমজান মাসের প্রথম দিনে আমিরাতের মুসলমানরা ১৩ ঘণ্টা ১৬ মিনিট রোজা রাখবেন।

হিজরি ক্যালেন্ডারের অন্য সব মাসের মতো এ মাসের শুরুও চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তবে প্রকৃত তারিখ চাঁদ দেখা সাপেক্ষে এবং কর্তৃপক্ষের ঘোষণার ওপর নির্ভর করে। এ ছাড়া জ্যোতির্বিজ্ঞানের গণনা মোটামুটি সঠিকভাবে সম্ভাব্য তারিখের পূর্বাভাস দিতে পারে।

এবার পবিত্র রমজান মাস ২৯ দিনের হবে বলে আশা করা হচ্ছে। রোজা শেষ হবে এপ্রিল মাসের নয় তারিখ মঙ্গলবার। রোজা শেষে পালন করা হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

Read old news: আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল থেকে রমজান শুরু।আজ সন্ধ্যায় দেশের পশ্চিম আকাশে চাঁদ দেখা গেলে আগামীকাল শুরু হবে রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। পাশাপাশি রাতের এশার নামাজের সঙ্গে তারাবি আদায় ও রাতে সাহরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমান। ইসলামিক ফাউন্ডেশন গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন নম্বরে অথবা ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে

অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ।পবিত্র রমজান মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ বাদ মাগরিব বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় ১৪৪৩ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

If the moon is seen this evening, Ramadan will start tomorrow. If the moon is seen in the western sky of the country this evening, the holy month of mercy, blessings, forgiveness, and salvation will start tomorrow. Besides, devout Muslims will fast by performing Tarabi with Esha prayers at night and eating Sahri at night. The Islamic Foundation said in a press release yesterday that if the moon of the holy month of Ramadan is seen anywhere in the sky of Bangladesh, it can be seen on 02-223371725, 02-41050912, 02-41050917 and 02-41050917 telephone numbers or 02-22338395সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group