শিক্ষা খবরশিক্ষা নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস শুরু হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস শুরু হয়েছে।করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের পরিস্থিতিতে ৩৩ দিন বন্ধ থাকার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সশরীর ক্লাস শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণ ফিরে পায় ক্যাম্পাস। এদিন পূর্বঘোষিত অনুযায়ী, সকাল থেকে সব বিভাগে ক্লাস শুরু হয়।সকাল থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি সিয়ে ক্যাম্পাসে আসতে থাকেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাসে ছিল শিক্ষার্থীদের ভিড়। ক্লাসরুমগুলোতেও ৮০% শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

শিক্ষার্থীদের টিকার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম জানান, আমরা সিটি করপোরেশনের সাথে কথা বলেছি। পূর্বের ন্যায় আবার আমরা বিশ্বিবদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকা না পাওয়া শিক্ষার্থীদের টিকা দেয়ার ব্যবস্থা করব। এটা খুব শীগ্রই শুরু হবে বলে জানান তিনি।২০ জানুয়ারি করোনার প্রকোপে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায়, ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পরবর্তীতে আরও ১৫ দিন একই সিদ্ধান্ত বহাল রাখে বিশ্ববিদ্যালয় প্রশাসন।দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে ভাল অনুভূতি হচ্ছে জানিয়ে দর্শন বিভাগের জারিন তাসনিম বলেন, দীর্ঘ একমাস সশরীরে ক্লাস বন্ধ থাকার পর আবার ক্লাসে উপস্থিত হতে পেরে ভালোই লাগছে। তাছাড়া সামনে মাসেই পরীক্ষা, তাই অনলাইনের তুলনায় সশরীরে ক্লাস অনেক বেশি কার্যকরী বলে জানান এই শিক্ষার্থী।

In-person classes have started at Rajshahi University. After being closed for 33 days due to the situation of the new variant of coronavirus, Omikron, the physical classes have started in Rajshahi University (Rabi). On Tuesday (February 22) morning, the campus came back to life in the presence of the students. According to the previous announcement, classes started in all the departments from the morning. Since morning, the students of different departments started coming to the campus with the necessary preparations. There was also a crowd of students on the university bus. Classrooms also saw 80% attendance of students.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group