ক্যাম্পাসশিক্ষা নিউজ

বন্ধ হচ্ছে না শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

দেশে করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হলেও আপাতত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) বন্ধের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তবে এ ক্ষেত্রে সরকারের কোনো সিদ্ধান্ত এলে তা কার্যকর করা হবে। গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন তিনি।

উপাচার্য বলেছেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। প্রয়োজনে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তিনি বলেন, আমি দেখেছি, অনেকেই মাস্ক পরেন না। এরই মধ্যে আমরা এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সবার জন্য নির্দেশনা দিয়েছি। এ ছাড়া যারা টিকা নেননি, তাদের দ্রুত টিকা নিতে বলা হয়েছে।

উপাচার্য আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান আবারও বন্ধ হতে পারে। এ জন্য আমি বিভাগীয় প্রধানদের অনুরোধ করে বলেছি, আমাদের ল্যাব এবং প্রজেক্টগুলো আগে দ্রুত শেষ করার উদ্যোগ নিতে হবে। যেন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলেও অনলাইনে চলমান সেমিস্টার শেষ করতে পারি। গৃহীত পরীক্ষার ফল দ্রুত প্রকাশের জন্য বলা হয়েছে।

Although the Corona situation in the country is getting worse, there is no plan to close Shahjalal University of Science and Technology (SUSTU) for now, said Vice Chancellor of the University, Professor Farid Uddin Ahmed. However, if any decision of the government comes in this case, it will be implemented. He gave this information on Wednesday.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group