ক্যাম্পাসপরীক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস ও পরীক্ষা সশরীরে চলবে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সকল ক্লাস ও পরীক্ষা সশরীরেই চলবে। আজ বুধবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দুপুর আড়াইটায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। সভায় বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন এবং ভর্তি কমিটির সদস্য অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল বলেন, আমাদের সকল ক্লাস ও পরীক্ষা বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে যেভাবে চলছে সেভাবেই চলবে। যদি করোনা রোধে সরকারি কোন নির্দেশনা আসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের জন্য তখন অনলাইনে ক্লাস-পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এর আগে, করোনার প্রকোপ বাড়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সশরীরে ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে। যদিও এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তারা বলেছেন, এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয় সশরীরে ক্লাস চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো বলছে, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে তারা ক্লাস-পরীক্ষা চালু রাখবেন। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সেবিষয়ে কঠোরভাবে তদারকি করবেন তারা।

এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধের বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৯৫ ভাগ শিক্ষক-শিক্ষার্থী করোনার ভ্যাকসিন নিয়েছেন। সুতরাং বিশ্ববিদ্যালয় বন্ধের কোনো যৌক্তিকতা নেই।

সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে করোনার প্রকোপ বেড়েছে সারাদেশে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে শনাক্তের হার। করোনার নতুন ধরন ওমিক্রনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩০ জন। মন্ত্রিপরিষদ বিভাগ ১১টি বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছেন। প্রজ্ঞাপনে মাস্ক ব্যবহারে কঠোরতা, সভা-সমাবেশ বন্ধ ও গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলার বিষয়ে জোর দেয়া হয়েছে।

All classes and examinations at Jagannath University (JU) will be conducted in person. The decision was taken at a meeting of the university administration on Wednesday (January 12). The meeting was held at half past noon. It was presided over by Vice-Chancellor Prof. Imdadul Haque. Deans of different faculties were present in the meeting.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group