ক্যাম্পাসশিক্ষা খবর

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধের তথ্য সঠিক নয়

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) সশরীরে ক্লাস বন্ধের যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়ে তা সঠিক নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়টিতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার স্বাভাবিক পরিস্থিতি চলমান রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

এর আগে, আজ বুধবার সন্ধ্যায় সশরীরে ক্লাস বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এ ঘোষণার পরে বেশকিছু অনলাইন সংবাদমাধ্যমসহ একাধিক গণমাধ্যমে ভুলবশত বুয়েটের বিজ্ঞপ্তিকে বুটেক্স মনে করে প্রচার করা হয়েছে। যা মোটেও সঠিক নয়।বুটেক্স রেজিস্ট্রার শাহ আলিমুজ্জামান বেলাল বুধবার রাত নয়টায় জানান, এখানে অনলাইনে ক্লাস-পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কিছু গণমাধ্যম হয়তো বুয়েটের বিজ্ঞপ্তিকে বুটেক্স মনে করেছে। আমরা বুটেক্সে শিক্ষার্থীদের পাঠদান শেষ করে সশরীরে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি।

আমাদের ক্লাস বন্ধের কোন সভা হয়নি।বিষয়টি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকেও ভুল প্রচার বলে নিশ্চিত করা হয়েছে। প্রকাশিত সংবাদের লিংক শেয়ার করে বুটেক্স সাংবাদিক সমিতি জানিয়েছে, ‘‘বুয়েটের নোটিশকে বুটেক্সের নোটিশ ভেবে যমুনা টিভির ভুল সংবাদ প্রকাশ।’বুধবার বিকেলে বুয়েটে ক্লাস বন্ধের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪৭৪তম অধিবেশনের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে জুলাই-২০২১ টার্মের সকল লেভেল/টার্মের শিক্ষার্থীদের থিউরি ক্লাস, ক্লাস টেষ্ট এবং ল্যাবরেটরি ক্লাস আগামী ১৫ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে।দেশে বর্তমানে শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান বন্ধ রয়েছে।

গত বুধবার (০৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক সভায় চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর আজ বুধবার বুয়েটের পক্ষ থেকেও একই ধরনের সিদ্ধান্ত আসে।

The university administration has said that the news published in the media about the physical closure of Bangladesh Textile University (Butex) is not correct. It has been ensured that the normal situation of education is going on in the university in compliance with the hygiene rules.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group