বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি তথ্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫ম ধাপে মেধাতালিকা প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫ম ধাপে মেধাতালিকা প্রকাশ।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ সালে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ৫ম মেধাতালিকা (সাধারন আসন) এবং ৫ম পর্যায়ের প্রাথমিক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।একটি খামের উপর ভর্তি পরীক্ষার রোল, প্রাপ্ত নম্বর, মেধাক্রম, ভর্তিচ্ছুকের বিষয়ের নাম ও মোবাইল নম্বর লিখে জমা দিতে হবে। খামের সাথে পরীক্ষার্থীর স্বাক্ষরসহ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।

এসএসসি-এইচএসসির মূল রেজিষ্ট্রেশন কার্ড, মার্কসীটের মূল কপি, সত্যায়িত ৮ কপি পাসপোর্ট সাইজের ছবি, অভিভাবকের বার্ষিক আয়ের সনদ, এনআইডি অথবা জন্মসনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিএ (সম্মান) প্রথম বর্ষে যে সকল শিক্ষার্থী মেধাক্রম অনুযায়ী ‘বি’ ইউনিটে ও বি১ উপইউনিটে সাধারণে ৫ম পর্যায়ে ও কোটায় ৩ পর্যায়ে বিষয় মনোনয়ন পেয়েছেন তাদেরকে কলা ও মানববিদ্যা অনুষদ কার্যালয়ে উপস্থিত হয়ে আগামী ১৩ মার্চের মধ্যে শিক্ষা সহায়ক ফি ও অনুষদ উন্নয়ন ফিসহ মোট ৩ হাজার ৫০০ টাকা জমা দেয়ার জন্য বলা হলো

The merit list of Chittagong University will be published in the 5th phase. The 5th merit list (general seat) of the first year ‘B’ unit of graduation (honors) and the preliminary admission notification of the 5th level has been published in 2020-21 of Chittagong University (CHB). On an envelope, the role of the admission test, the marks obtained, the merit order, the name of the subject of the admission seeker, and the mobile number should be entered and submitted. Admission test entrance with the signature of the examinee along with the envelope.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group