ভর্তি তথ্যভর্তি রেজাল্ট

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু ৭ এপ্রিল

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু ৭ এপ্রিল।ফলাফল অনুযায়ী সরকারি কলেজে ১ হাজার ৮৮৫ জন ছাত্র এবং ২ হাজার ৩৪৫ জন ছাত্রী ভর্তি হতে পারবেন।পরীক্ষায় ৯৩ দশমিক ৫ সর্বোচ্চ নম্বর পেয়েছেন সুমাইয়া মোসলেম মীম নামে এক শিক্ষার্থী। ২০২১-২২ সালের এমবিবিএস পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছে। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর পেয়েছে মেয়ে।
মেডিকেল কলেজের ২০২১-২২ সালে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে৷ প্রকাশিত ফলাফলে যারা কাঙ্ক্ষিত ফলাফল পায়নি তাদের ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। আগামী ৭ থেকে ১২ এপ্রিল পর্যন্ত এ আবেদন করা যাবে।এবারের পরীক্ষায় পাস করেছেন ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।

According to the results, 1,085 students and 2,345 female students will be admitted to the government college. A student named Sumaiya Moslem Meem got the highest mark of 93.5 in the examination. The MBBS exam for 2021-22 has gone smoothly. Girls have passed more than boys. The girl got the highest number. The results of the MBBS admission test of a medical college in 2021-22 have been published Those who did not get the desired results in the published results have been given the opportunity to apply for a review of the results. This application can be made from 6 to 12 April. 69 thousand 339 students have passed this exam. The pass rate is 55.13 percent.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group