বিশ্ববিদ্যালয় ভর্তিশিক্ষা খবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন ধাপে ভর্তি শেষেও ৬৭২ আসন ফাঁকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন ধাপে ভর্তি শেষেও ৬৭২ আসন ফাঁকা।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ সালে তৃতীয় ধাপের প্রাথমিক ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এই ধাপের ভর্তি শেষে আরও ৬৭২টি আসন ফাঁকা রয়েছে। তবে চতুর্থ পর্যায়ের ভর্তি কার্যক্রমে সব আসন পূর্ণ হবে বলে আশাবাদ চবি প্রশাসনের। এছাড়া দুইটি উপ-ইউনিটের ‘বি১’-তে ১২৫ আসনের বিপরীতে খালি ২৫টি আসন। তবে ‘ডি১’ ইউনিটের ৩০টি আসনের বিপরীতে কোনো আসন খালি নেই বলে জানায় চবির আইসিটি সেল।

এ বিষয়ে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম গণমাধ্যমকে জানান, তৃতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি কার্যক্রম শেষে এখন পর্যন্ত ৬৭২টি আসন খালি রয়েছে। আশা করছি, চতুর্থ পর্যায়ের ভর্তি কার্যক্রমে সব আসন পূর্ণ হয়ে যাবে। চবির আইসিটি সেল থেকে গণমাধ্যমকে দেওয়া তথ্যানুসারে, ‘এ’ ইউনিটে ১ হাজার ২১২টি আসনের বিপরীতে খালি রয়েছে ২১৮টি আসন।

‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে খালি রয়েছে ২৩৮টি আসন। ‘সি’ ইউনিটে ৪৪১টি আসনের বিপরীতে খালি রয়েছে ৩৬টি আসন আর ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৬০টি আসনের বিপরীতে খালি রয়েছে ১৫৩টি আসন।২০২০-২১ সালে চবির ৪ ইউনিট ও দুটি উপ-ইউনিট মিলে মোট ৪ হাজার ৯২৬টি আসন ছিল। তিন ধাপে ভর্তি শেষে এসব আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি হয়েছে ৪ হাজার ২৫৪টিতে। ফাঁকা রয়েছে আরও ৬৭২টি আসন।

Even after the admission in three stages of Chittagong University, 72 seats are vacant. At the end of this phase, 72 more seats are vacant. However, the CU administration is hopeful that all the seats will be filled in the fourth phase of the admission process. Besides, there are 25 vacant seats in B1 of the two sub-units as against 125 seats. However, unlike the 30 seats in the D1 unit, there are no vacancies, said the ICT cell of Chair.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group