বিশ্ববিদ্যালয় ভর্তিশিক্ষা খবর

সাড়ে ১৭ হাজার টাকা ভর্তির ফি যবিপ্রবিতে

সাড়ে ১৭ হাজার টাকা ভর্তির ফি যবিপ্রবিতে।যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২০-২১ সালে ভর্তি হতে সাড়ে ১৭ হাজার টাকা। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তির এ খরচকে অস্বাভাবিক বলছেন ভর্তিচ্ছু ও অভিভাবকরা। ভর্তিচ্ছুদের অভিযোগ উন্নয়নের নামে অস্বাভাবিক ফি নিয়ে শিক্ষার্থীদের পকেট কাটছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভর্তির সার্বিক খরচ তুলে ধরা হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীদের কাছ থেকে দুইটি পৃথক খাতে সর্বমোট ১৭ হাজার ৬৫০ টাকা নেয়া হচ্ছে। এর মধ্যে ভর্তি ফি এক হাজার ৫০০ টাকা, বেতন (১ম সেমিস্টার) ৯০০ টাকা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ফি ৬০০ টাকা, বার্ষিক ফি ১৫০ টাকা, খেলাধুলা ফি ২০০ টাকা , চিকিৎসা ফি ২০০ টাকা, পরিবহন ফি ৭০০ টাকা, সিলেবাস ফি ২০০ টাকা, বিদ্যুৎ ফি ২০০ টাকা , ধর্মীয় ফি ৫০ টাকা, এ্যাস্টাবলিশমেন্ট ফি ১০০ টাকা, সাহিত্য ও সাংস্কৃতিক ফি ৩০০ টাকা, জামানত ১০০০ টাকা, ক্লাব ও সোশ্যাল এক্টিভিটিজ ২০০ টাকা, জরুরি সাহায্য ৫০ টাকা, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ সেবা ৬০০ টাকা, একাডেমিক ক্যালেন্ডার বাবদ ৩০০ টাকা। এছাড়াও ব্যবহারিক এবং কোর্স ফি এক হাজার ৫০০ টাকা, গ্রেডশিট ও মার্কসিট ভেরিফিকেশন ফি ৫০০ টাকা, ল্যাবরেটরি উন্নয়ন ফি ৪ হাজার টাকা, লাইব্রেরি ফি ১ হাজার ৫০০ টাকা, ছাত্র কল্যাণ ফি ৫০ টাকা। অনুষদ উন্নয়ন ফি ২ হাজার টাকা, হল সংযুক্তি ফি ৭৫০ টাকা, স্বাস্থ্য পরীক্ষা ফি ১০০ টাকা।

এ বছর যবিপ্রবিতে সাতটি অনুষদের অধীনে ২৬টি বিভাগে মোট ৯৩০টি আসনের জন্য ৫২ হাজার ৬৪০ জন ভর্তিচ্ছু আবেদন করেছিলেন। আবেদন করতে তাদের প্রত্যেককে গুণতে হয়েছে মাথাপিছু ৬৫০ টাকা। এতে করে বিশ্ববিদ্যালয়ের আয় হয়েছে তিন কোটি ৪২ লাখ ১৬ হাজার টাকা। এরপরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন উন্নয়নের নামে ও বিভিন্ন খাত দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি বাবদ নিচ্ছে ১৭ হাজার ৬৫০ টাকা। এতে করে মোট ৯৩০টি আসনে জমা হবে আরো এক কোটি ৬৪ লাখ ১৪ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে প্রথম বর্ষে ইঞ্জিনিয়ারিং অনুষদে ভর্তি হতে আসা একজন শিক্ষার্থীর বাবা বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একটি মাত্র ইউনিটে আবেদন করে একবার টাকা দিয়েই হয়ে গেছে। যেমন, হাবিপ্রবিতে একটি ইউনিট করেই আবেদন করতে হচ্ছে কিন্তু যবিপ্রবিতে বিজ্ঞানের চারটি অনুষদে আলাদা আলাদা আবেদন করতে হয়েছে। এছাড়াও ভর্তি ফিতেও কিছু জায়গায় আমার কাছে অসঙ্গতি আছে বলে মনে হচ্ছে। এমনিতেই স্কুল কলেজের বিভিন্ন ফি দিতে দিতে আমাদের মতো মধ্যবিত্ত পরিবার ক্লান্ত। একটা সন্তানকে এই পর্যন্ত আনতেই আমাদের অনেক অর্থ ও শ্রম ব্যয় করতে হয়। শেষমেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে এসে মনে হচ্ছিলো, এবারই হয়তো এ ফিয়ের বোঝা শেষ কিন্তু এখানেও রয়েছে নানা সমস্যা’।

যেখানে বিশ্ববিদ্যালয় ভর্তি ফি, বেতন (১ম সেমিস্টার) ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ফি হিসেবে মোট ৩০০০ টাকা নিচ্ছে সেখানে আবার ব্যবহারিক এবং কোর্স ফি এর নামে ১ হাজার ৫০০ টাকা গুণতে হচ্ছে। ব্যবহারিক এবং কোর্স ফিয়ের জন্য ১ হাজার ৫০০ টাকা নিয়েও আবার ল্যাবরেটরি উন্নয়নের জন্য ৪ হাজার টাকা ধার্য করা হয়েছে। যেটা কোনভাবেই যৌক্তিক নয় এবং পরস্পর সাংঘর্ষিক। এরপরেও অনুষদ উন্নয়নের নামেও নেয়া হচ্ছে ২ হাজার টাকা। গ্রেডশিট ও মার্কসিট ভেরিফিকেশনের জন্য নেয়া হচ্ছে ৫০০ টাকা নেয়া হলেও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অনলাইনে ভেরিফিকেশন করা সম্ভব।

Admission fee of 16 thousand rupees in Javiprabi. Jessore University of Science and Technology (Javiprabi) to be admitted in 2020-21 16 thousand rupees. Admission seekers and parents say the cost of admission to a public university is unusual. The university administration is cutting the pockets of the students with unusual fees in the name of developing the complaints of the students. A circular signed by the University’s Registrar Engineer Ahsan Habib outlined the overall cost of admission.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group