বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি তথ্য

জেনে নিন কোন বিশ্ববিদ্যালয়ে কবে ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলতি বছরের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন চলছে।

জেনে নিন কোন বিশ্ববিদ্যালয়ে কবে কীভাবে ভর্তি পরীক্ষা।করোনাভাইরাসের কারণে দুই বছর স্বাভাবিক ভর্তি প্রক্রিয়ায় যেতে পারেনি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। তবে চলতি বছর স্বাভাবিক নিয়মে ভর্তি কার্যক্রম চলবে। আগামী জুনে পুরোদমে ২০২১-২২ সালের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। ইতিমধ্যে অধিকাংশ বিশ্ববিদ্যালয় তারিখ ও কীভাবে পরীক্ষা হবে, তা জানিয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে। তবে এখনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি অধিকাংশ বিশ্ববিদ্যালয়। এ বছর তিনটি গুচ্ছ ছাড়াও শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো আলাদভাবে ভর্তি পরীক্ষা নেবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি): তিনটি ইউনিটে রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত। প্রতি ইউনিটে ৭২ হাজার ভর্তি-ইচ্ছুক অংশগ্রহণ করতে পারবেন। চারটি শিফটে প্রতি ইউনিটের পরীক্ষা হবে। আগামী ২৫ মে থেকে ৯ জুন পর্যন্ত প্রাথমিক আবেদন গ্রহণ করতে পারবেন প্রার্থীরা। এতে নির্বাচিতদের ১৫ থেকে ২৮ জুনের মধ্যে করতে হবে চূড়ান্ত আবেদন।

প্রকৌশল গুচ্ছ: তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ৬ আগস্ট অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত নীতিমালা শিগগিরই জানানো হবে।

কৃষি গুচ্ছ: আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করতে পারেনি আয়োজক কমিটি। সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হলে কৃষি গুচ্ছের তারিখ জানানোর কথা বলেছে কর্তৃপক্ষ। চলতি শিক্ষাবর্ষে এ গুচ্ছে যুক্ত হয়েছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে ৯০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

সাধারণ গুচ্ছ: ২১টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৩ সেপ্টেম্বর শুরু হবে। তিনটি ইউনিটে আগামী ৩, ১০ ও ১৭ সেপ্টেম্বর এই পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে কোন ইউনিটের পরীক্ষা কবে, তা জানানো হয়নি।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়: আগামী ১২ আগস্ট বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে বিশ্ববিদ্যালয়টি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট): বুয়েটে ২০২১-২২ সালের ভর্তি পরীক্ষা হবে আগামী ৪ জুন শুরু হবে। এবার দুই ধাপে পরীক্ষা হবে। ৪ জুন প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করতে পারবেন ২০ হাজার শিক্ষার্থী। পরে উত্তীর্ণ ছয় হাজার জন চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। ১৮ জুন বুয়েটে চূড়ান্ত ভর্তি পরীক্ষা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়েরভর্তি পরীক্ষা আগামী ৩ জুন শুরু হবে। এর আগে ২০ এপ্রিল থেকে অনলাইনের মাধ্যমে প্রার্থীরা আবেদন এবং ফি জমা দিতে পারবেন। এ কার্যক্রম চলবে ১০ মে পর্যন্ত। আর শেষ হবে ১৭ জুন। বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৩ জুন হবে। এ ছাড়া ‘খ’ ইউনিট ৪ জুন, ‘ক’ ইউনিটের ১০ জুন, ‘ঘ’ ইউনিটের ১১ জুন এবং ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ জুন অনুষ্ঠিত হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): আগামী ৩১ জুলাই জাবির ভর্তি পরীক্ষা শুরু হবে। এ কার্যক্রম শেষ হবে আগামী ১১ আগস্ট। এর আগে আগামী ১৮ মে থেকে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আবেদন শেষ হবে ১৬ জুন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৬ আগস্ট। তবে কোন ইউনিটের পরীক্ষা কবে হবে তা জানানো হয়। ভর্তি পরীক্ষার তারিখ ১৬ থেকে ২৫ আগস্ট পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

Find out when and how admission tests in any university. Public universities could not go through the normal admission process for two years due to coronavirus. However, the admission process will continue as usual this year. Admission process for 2021-22 is starting in full swing next June. Most universities have already announced the date and how the test will be conducted. Universities have finalized the date of the admission test. However, most universities have not yet published the notification. This year, in addition to the three clusters, the top universities will take admission tests separately.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group