ভর্তি তথ্যশিক্ষা নিউজ

মেডিকেলে ভর্তি পরীক্ষা পুরো সিলেবাসে হবে

মেডিকেলে ভর্তি পরীক্ষা পুরো সিলেবাসে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে অনুষ্ঠিত হবে। তবে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস থেকে প্রশ্ন বেশি থাকবে। এভাবেই খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে। খসড়া নীতিমালা অনুযায়ী ২০১৯ বা ২০২০ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় এবং ২০২১ বা ২০২২ সালে এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিদ্যাসহ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা ভর্তির আবেদন করার যোগ্য হবেন। ২০১৯ সালের পূর্বে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। একঘণ্টা সময় থাকবে। এই এক ঘণ্টায় ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। ১০০ নম্বরের মধ্যে জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থে ২০, ইংরেজিতে ১৫ এবং বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ থেকে ১০ নম্বরের প্রশ্ন থাকবে।

লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বর প্রাপ্তরা অকৃতকার্য বলে গণ্য হবে। শুধুমাত্র কৃতকার্য পরীক্ষার্থীদের মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

মেডিকেলে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া একজন ভর্তিচ্ছুর পাঁচ (০৫) নম্বর কাটা হবে। তবে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী যদি কোনো সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজ/ইউনিট-এ ভর্তি হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে ৭.৫ নম্বর কাটা হবে। এছাড়া আগের মতোই লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।

পুরো সিলেবাসে ২০২১-২২ সালের মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১ এপ্রিল সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার সংক্ষিপ্ত সিলেবাসে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ায় চলতি বছরের এমবিবিএস ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে হওয়া উচিত বলে বিভিন্ন অনুষ্ঠানে মত দিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত। আগামী ১ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাদেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির বলেন, মেডিকেলের ভর্তি পরীক্ষা প্রতিযোগিতামূলক। যোগ্যতায় যে উত্তীর্ণ হওয়ার সেই হবে, না হয় হবে না। এখানে আংশিক কিংবা পূর্ণ সিলেবাস বলে কিছু নাই। আগে থেকেই জানানো হয়েছে। ভর্তি কমিটি যা সিদ্ধান্ত দেবে, এটাই চূড়ান্ত।

ইতিমধ্যে নীতিমালাও তৈরি হয়ে গেছে। ফলে এটি সংশোধনের আর সুযোগ নেই। তাছাড়া নির্ধারিত তারিখে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন বলেন, ভর্তি বিজ্ঞপ্তিতে বিষয়টি পরিষ্কার করা আছে। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নাই। গত ২৪ ফেব্রুয়ারি মেডিকেলের ২০২১-২২ সালের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ২৮ ফেব্রুয়ারি থেকে মেডিকেল ভর্তি আবেদন শুরু হয়।

সর্বশেষ, গত শুক্রবার (৪ মার্চ) রাজধানী গুলশানের এক বেসরকারি হোটেলে ‘স্টাডি ইন ইন্ডিয়া এডুকেশন ফেয়ার-২০২২’—এর উদ্বোধন শেষে তিনি বলেন, শিক্ষার্থীরা যে পুর্ণবিন্যাসকৃত (সংক্ষিপ্ত) সিলেবাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছে সে সিলেবাসেই তাদের ভর্তি পরীক্ষা হওয়া উচিত।তবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, চলতি বছরের এমবিবিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত কমিটির বৈঠকে পূর্ণ সিলেবাসে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়।

The medical admission test will be in the entire syllabus. Medical admission test 2021-22 will be held in the entire syllabus. The MBBS admission test for all government and private medical colleges will be held on April 1. This Time The Education Minister Has Been Opening On Various Occasions That This Year’s Mbbs Admission Test Should Also Be In The Short Syllabus As This Year’s Hsc And Equivalent Examination Should Also Be In The Short Syllabus. Deepu Mani.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group