বিশ্ববিদ্যালয় ভর্তিশিক্ষা খবর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪র্থ মেধাতালিকা প্রকাশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪র্থ মেধাতালিকা প্রকাশ।চতুর্থ মেধাতালিকা থেকে আগামী ১৩ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের সাধারণ কোটায় ২৯৫৬- ৪১৫৫ পর্যন্ত মেধাক্রম ডাকা হয়েছে। তাছাড়া ১৪ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের সাধারণ কোটায় বিজ্ঞান থেকে ৮২১-১১২০, বাণিজ্য থেকে ২৬৪-৩৬৩ এবং মানবিক থেকে ৯৭৫-১২৭৪ পর্যন্ত মেধাক্রম ডাকা হয়েছে।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)

২০২০-২১ সালে স্নাতক প্রথম বর্ষে ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীদের চতুর্থ মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি এ মেধাতালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় এসব তথ্য জানা গেছে।তাছাড়া ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি সংক্রান্ত সব তথ্য শাবিপ্রবির ওয়েবসাইট (https://admission.sust.edu.bd)-এ গিয়ে জানতে পারবেন।সাক্ষাৎকারে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র নিতে বলেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি। তাছাড়া ভর্তি ফি ৮ হাজার ১০০ টাকা বলে জানানো হয়েছে।

4th merit list released at Shahjalal University of Science and Technology. From the fourth merit list, the merit order from 2956-4155 has been called in the general quota of ‘A’ unit on February 13. Moreover, on February 14, the general quota of ‘B’ unit has been called from 821-1120 from science, 264-363 from commerce and 975-1274 from humanities. Shahjalal University of Science and Technology (Shabiprabi)

The fourth merit list of students applying for admission in the first year of graduation in 2020-21 has been published. The students selected in the merit list will be interviewed on February 13 and 14. The university has reported this information. Apart from this, the students will be able to know all the information related to admission by visiting the website (https://admission.sust.edu.bd) of Shabiprabi. The admission committee of the university has asked to take the necessary documents for admission in the interview. In addition, the admission fee is said to be Rs 8,100.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group