ভর্তি তথ্যশিক্ষা খবর

এমবিবিএস ভর্তি পরীক্ষায় রেকর্ড শিক্ষার্থী

এমবিবিএস ভর্তি পরীক্ষায় রেকর্ড শিক্ষার্থী।দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ সালে এমবিবিএস প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ শিক্ষার্থী। যা বিগত যে কোনো বছরের তুলনায় সর্বোচ্চ। দেশের ৫৭টি ভেন্যুতে পরীক্ষা শুরু হয়। এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা চলে ১১টা পর্যন্ত। ১৮টি মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজে ১৯টি কেন্দ্রের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪ হাজার ৩৫০টি আসনের বিপরীতে এবারের এমবিবিএস মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় আবেদন করেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ শিক্ষার্থী।

‘প্রশ্নপত্র বহনকারী গাড়িটিও আমরা ডিজিটাল মনিটরিংয়ের আওতায় রেখেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লোক ভুয়া প্রশ্নপত্র তৈরি করে প্রশ্নফাঁস সংক্রান্ত ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তার আগেই আমরা সেরকম দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তারা এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে রয়েছে। অভিভাবকদের শুধু এটুকু বলতে চাই, তারা যেন বাইরের কোনো উসকানিতে কান না দেন। স্বাস্থ্য মন্ত্রণালয় অত্যন্ত নিয়মতান্ত্রিক ও কঠোরতার মাধ্যমে এই পরীক্ষায় শতভাগ স্বচ্ছতার সঙ্গে ফলাফল প্রকাশ করবে।’

এর মধ্যে ঢাকায় অংশ নিয়েছেন ৬১ হাজার ৬৭৮ জন প্রার্থী। মেডিকেল কলেজের একটি আসনের বিপরীতে ৩৩ জন করে প্রার্থী অংশ নিয়েছেন। যা বিগত যে কোনো বছরের তুলনায় বেশি। ‘পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো। পরীক্ষার প্রশ্নপত্র মানসম্পন্ন হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। পরীক্ষা নিয়ে কোনো কোনো মহল প্রপাগান্ডা ছড়াতে তৎপর থাকতে পারে। এ ব্যাপারে শিক্ষার্থীসহ অভিভাবকদের সতর্ক থাকতে হবে।

Record students in the MBBS admission test. 1 lakh 43 thousand 915 students took part in MBBS first-year admission test in government-private medical colleges of the country in 2021-22. Which is higher than any previous year. Tests started at 56 venues across the country. The MCQ test lasts till 11 o’clock. The test was conducted in 19 medical colleges and one dental college under 19 centers. 1 lakh 43 thousand 915 students applied for the MBBS Medical College admission test against 4,350 seats.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group