প্রিমিয়াম সাজেশন Premium Suggestionশিক্ষা খবর

সালিড স্টেট ফিজিক্স প্রিমিয়াম সাজেশন মাস্টার্স ফাইনাল বর্ষ ২০২৪ পদার্থবিজ্ঞান ( বিষয় কোড: ৩১২৭০৩)

মাস্টার্স ফাইনাল বর্ষ ২০২৪
পদার্থবিজ্ঞান
(সালিড স্টেট ফিজিক্স বিষয়কোড: ৩১২৭০৩)
প্রিমিয়াম সাজেশন

খ-বিভাগ
১। ফেরোচৌম্বকের ডোমেইন তত্ত্ব বর্ণনা কর। ১০০%
২। অর্ধপরিবাহীর আলোকীয় শোষণ ব্যাখ্যা কর। ১০০%
৩। অর্ধপরিবাহীর ভেজাল অবস্থা ব্যাখ্যা কর। ১০০%
৪। চৌম্বক ক্ষেত্রে অরবিটের কোয়ান্টাইজেশন আলোচনা কর। ১০০%
৫। তরল কেলাসের আলোকীয় বৈশিষ্ট্যাবলি আলোচনা কর। ১০০%

৬। ফেরোচৌম্বক এবং এন্টিফেরোচৌম্বক পদার্থের মধ্যে পার্থক্য নিরূপণ কর। ১০০%
৮। তরল কেলাসের দশা পরিবর্তনের হার্ড রড মডেল কী? ১০০%
৯। আলোর শোষণ পদ্ধতিতে কেলাস রঙিনকরণ আলোচনা কর। ১০০%
১০। তরল কেলাসের উপর চৌম্বক প্রভাব আলোচনা কর। ৯৯%
১১। কঠিন পদার্থের শক্তি ব্যান্ড ব্যাখ্যা কর। ৯৯%
১২। ফার্মিতলের ভৌত তাৎপর্য ব্যাখ্যা কর। ৯৯%
১৩। তরল ক্রিস্টালের দশা পরিবর্তন কী? ৯৯%

১৪। প্রায় মুক্ত ইলেকট্রন মডেল এবং মুক্ত ইলেকট্রন মডেলের মধ্যে তুলনা কর। ৯৮%
১৫। দেখাও যে, সরল ঘনকীয় ল্যাটিসের ক্ষেত্রে শক্তি ব্যান্ড K² এর সমানুপাতিক। ৯৮%

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

গ-বিভাগ
১। (ক) ডি-হ্যাস ভ্যান আলফেন ক্রিয়ার মাধ্যমে কীভাবে ফার্মিতল নির্ণয় করা যায়? ১০০%
(খ) চৌম্বক ভাঙ্গনের শর্ত নির্ণয় কর। ১০০%
২। (ক)সহজাত ও বহির্জাত অর্ধপরিবাহীর পার্থক্য কর। ১০০%
(খ) পরিবহণ ব্যান্ডে ইলেকট্রনের ঘনত্বের উপর তাপমাত্রা প্রভাব আলোচনা কর। ১০০%
৩। (ক) নিউক্লিয় চতুর্পোল অনুনাদ ব্যাখ্যা কর। ১০০%
(খ) ব্লকের গতির ব্যবকলনীয় সমীকরণগুলো প্রতিপাদন কর। ১০০%
৪। (ক) নাইট শিফ্ট এর রাশিমালা বের কর। ১০০%
(খ) প্রমাণ কর যে, পীড়ন টেন্সরের ফাংশন হবে রৈখিক। ১০০%
৫। (ক) মোচড় বিকৃতি ও দৃঢ়তা ব্যাখ্যা কর। ১০০%
( খ) কিউবিক কেলাসের স্থিতিস্থাপক তরঙ্গ সমীকরণটি [110] দিকে সমাধান নির্ণয় কর। ১০০%
৬। (ক) বিনিময় মিথস্ক্রিয়া ব্যাখ্যা কর। ১০০%
( খ) ঘূর্ণন তরঙ্গর জন্য বিচ্ছুরণ সম্পর্ক প্রতিপাদন কর। ১০০%
৭। (ক) সিউডো বিভব ও মুফিনটিন বিভবের মধ্যে পার্থক্য আলোচনা কর। ১০০%
(খ) প্রায় মুক্ত ইলেকট্রন মডেলের সীমাবদ্ধতা আলোচনা কর। ১০০%
৮। (ক) বিভিন্ন ধরনের চৌম্বক অনুনাদের নাম লিখ। ১০০%
(খ) এন্টিফেরোচৌম্বক পদার্থের সংবেদনশীলতার রাশিমালা বের কর। ১০০%
৯। (ক) ঘনক কেলাসের স্থিতিস্থাপক তরঙ্গের সমীকরণ নির্ণয় কর। ১০০%
(খ) কিউবিক কেলাসের স্থিতিস্থাপক দৃঢ়তা ধ্রুবক নির্ণয় কর। ১০০%
১০। ইলেকট্রনের দৃঢ় বন্ধন সন্নিকর্ষ মডেল অনুসারে একটি সাধারণ কিউবিক ল্যাটিসের শক্তি ব্যান্ডের
রাশিমালা নির্ণয় কর এবং ব্যান্ড প্রস্থ নির্ণয় কর। ৯৯%
১১। (ক) একমাত্রিক আইসিং মডেল বর্ণনা কর। ৯৯%
(খ) ম্যাগননের তাপীয় উত্তেজনা বলতে কী বুঝ? এ থেকে ব্লক এর T’ সূত্র প্রতিপাদন কর। ৯৯%
১২। (ক) তরল কেলাসের দশা পরিবর্তনের ল্যান্ডাউ তত্ত্বের মূল বক্তব্য কী? ৯৯%
(খ) তরল কেলাসের প্রয়োগ লিখ। ৯৯%
(গ) ডি-হ্যাস-ভ্যান আলফেন ক্রিয়া বর্ণনা ও ব্যাখ্যা কর। ৯৯%
১৩। (ক) ভেজাল অর্ধপরিবাহীর সৃষ্ট বিভবের রাশিমালা প্রতিষ্ঠা কর। ৯৯%
(খ) আলোকীয় শোষণের জন্য একটি তত্ত্ব আলোচনা কর। ৯৮%
১৪। (ক) অর্ধপরিবাহীর ক্ষেত্রে দেখাও যে, Ef = Ec+ Ev/2 [যেখানে সংকেতগুলো প্রচলিত অর্থ বহন করে। ৯৮%

(খ) তরল কেলাসের বিভিন্ন রকম দশাসমূহ বিশদভাবে আলোচনা কর। ৯৮%

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group