প্রিমিয়াম সাজেশন Premium Suggestionশিক্ষা নিউজ

এইচএসসি পরীক্ষা সাজেশন ২০২৪ বিষয়: আইসিটি

এইচএসসি পরীক্ষা সাজেশন ২০২৪ বিষয়: আইসিটি। এইচএসসি পরীক্ষার সাজেশন নিম্নে দেয়া হলো। আর যারা শুধুমাত্র পরীক্ষায় পাস নাম্বার চাচ্ছেন তারা বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো সলভ করবেন। এতো আপনি পাশ নাম্বার কমন পাবেন আশাবাদি এবং যারা মোটামুটি একটা ভালো নাম্বার কম পেতে চাচ্ছেন তারা বোর্ড প্রশ্ন সলভ করবেন। বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো আপনি বিভিন্ন সাজেশন গাইডে পাবেন এছাড়া আপনার সিনিয়র ভাইবোনদের কাছ থেকে ও সংগ্রহ করতে পারবেন। এইচএসসি শিক্ষার্থীদের জন্য শুভকামনা। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বিগত সাল থেকে পড়লে ৮০% কমন পড়ার সম্ভবনা থাকে,তাই সাল থেকে পড়লে বই ও সাজেশন উভয় থেকেই পড়ত হবে।

এইচএসসি পরীক্ষা সাজেশন ২০২৪ বিষয়: আইসিটি

প্রথম অধ্যায় :-
১.তথ্য কী?
২.প্রত্যাহিক জীবনে ভাচুয়াল রিয়ালিটির প্রভাব কী?
৩.কৃত্রিম বৃদ্ধিমত্তা
৪.বোবোটিক্স্র
৫.ক্রায়োসার্জারি
৬.বায়োমেট্রিক্স
৭.জেনেটিক ইজ্ঞিনিয়ারিং
৮.ন্যানোটেকনোলজি
৯.তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যাবহারের নৈতিকতা

দ্বিতীয় অধ্যায় :-
১.কমিউনিকেশন সিস্টেমের ধারণা
২.ডেটা কমিউনিকেশনের ধারণা
৩.ডেটা ট্রান্সমিশন মেথড
৪.ওয়্যারলেস কমিউনিকেশন মাধ্যম
৫.মোবাইল ফোনের প্রজন্ম
৬.কম্পিউটার নেটওয়ার্কিং
৭.নেটওয়ার্ক টপোলোজি
৮.বাস টপোলোজি
৯.রিং টপোলোজি
১০.হাইব্রিড টপোলোজি

তৃতীয় অধ্যায় :-
১.সংখ্যা পদ্ধতির প্রকারভেদ
২.বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির পরিচিতি
৩.সংখ্যা পদ্ধতির রুপান্তর
৪.বাইনারী যোগ বিয়োগ
৫.২-এর পরিপূরক
৬.বুলিয়ান উপপাদ্য
৭.সত্যক সারণী
৮.ডি মরগানের সুত্র ও প্রমাণ
৯.লজিক ফাংশন সরলীকরণ
১০.লজিক গেইট
১১.বিভিন্ন গেটের বিবরণ
১২.ন্যান্ড গেইট দ্বারা বিভিন্ন গেইট ও সমীকরণ বাস্তবায়ণ
১৩.ন্যান্ড ও নর গেইটের সাবজনীনতা
১৪.লজিক্যাল ফাংশান হতে লজিক্যাল সার্কিট রুপান্তর
১৫.এনকোডার ও ডিকোডার
১৬.অ্যাডার বা যোগের বর্তণী

চতুর্থ অধ্যায় :-
১.ওয়েব ডিজাইনের ধারণা
২.ওয়েবসাইট
৩.এইচটিএমএল এর মৌলিক বিষয়
৪.এইচটিএমএল এর ধারণা
৫.এইচটিএমএল ট্যাগ
৬.এইচটিএমএল টেক্স ফরমেটিং
৭.এইচটিএমএল এ টেবিলের ব্যাবহার
৮.এইচটিএমএল ট্যাগ রেফারেন্স
৯.ওয়েবপেইজ ডিজাইন করা
১০.ডোমেইন এবং হোস্টিং

পঞ্চম অধ্যায় :-
১.প্রোগ্রমের ধারণা
২.বিভিন্ন প্রজন্মেও প্রোগ্রামের ধারণা
৩.নিম্নস্তরের ভাষা,মেশিন ভাষা,উচ্চতর ভাষা
৪.অনুবাদক প্রোগ্রাম
৫.অ্যালগরিদম
৬.ফ্লোচার্ট
৭.সুডোকোড
৮.সি প্রোগ্রামিং ভাষা
৯.প্রোগ্রাম কম্পাইলিং
১০.অপারেটর
১১.কীওয়ার্ড
১২.স্টেটমেন্ট

এইচএসসি পরীক্ষা সাজেশন ২০২৪ বিষয়: আইসিটি

এইচএসসি পরীক্ষা সাজেশন ২০২৩ বিষয়: আইসিটি
এইচএসসি পরীক্ষা সাজেশন ২০২৩ বিষয়: আইসিটি

এইচএসসি পরীক্ষা সাজেশন ২০২৩ বিষয়: আইসিটিএইচএসসি পরীক্ষা সাজেশন ২০২৩ বিষয়: আইসিটিএইচএসসি পরীক্ষা সাজেশন ২০২৩ বিষয়: আইসিটিএইচএসসি পরীক্ষা সাজেশন ২০২৩ বিষয়: আইসিটি

১. সোহানা তার বাসায় কম্পিউটার ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজিং এবং বন্ধুদের সাথে চ্যাটিং করছিল। সে তার কম্পিউটারে ইন্টারনেট অ্যাকসেস করার জন্য যে পদ্ধতি ব্যবহার করে সেই পদ্ধতিটি একই সাথে বাড়ির সবাই শেয়ার করে ব্যবহার করতে পারে। সোহানার ভাই সজীবকে তার ব্যবসার প্রয়োজনে প্রায়ই দেশের বিভিন্ন স্থানে যেতে হয় বলে ইন্টারনেট অ্যাকসেস করার জন্য সে বিকল্প অপর একটি পদ্ধতি ব্যবহার করে।

ক. Handoff কী?
খ. পাহাড়ি এলাকায় ডেটা ট্রান্সমিশনে কোন মাধ্যমটি বেশি কার্যকর?
গ. উদ্দীপকে সোহানার কাজগুলোতে ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বোন এবং ভাই ইন্টারনেট ব্যবহারে যে পদ্ধতি ব্যবহার করে তার মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য তা বিশ্লেষণ কর।

২. রাকিব স্যার ক্লাসে সংখ্যা পদ্ধতি পড়ানোর পর বোর্ডে দুটি সংখ্যা লিখলেন (৭উ)১৬ এবং (৭৪)৮। তিনি আরো বললেন কম্পিউটারের ভিতরে সব ধরনের গাণিতিক কাজ এক ধরনের অপারেশনের মাধ্যমেই সম্পন্ন করা যায়।

ক. ইউনিকোড কী?
খ. ৯ + ৭ = ২০ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে প্রম সংখ্যাটির বিসিডি এবং বাইনারি এক হওয়া সম্ভব কিনা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত অপারেশন ব্যবহার করে ১ম সংখ্যা থেকে
২য় সংখ্যা বিয়োগ কর এবং পদ্ধতিটির গুরুত্ব বিশ্লেষণ কর।

৩. সুষ্মিতাকে তার শিক্ষক তার জন্ম দিন জিজ্ঞাসা করায় সে উত্তর দিল ২৯/০২/২০০০। শিক্ষক তখন তাকে বলল তুমি তোমার জন্ম দিন প্রতি বছর উদ্যাপন করতে পারবে না এবং একটি সূত্র দিয়ে তাকে বুঝিয়ে দিলেন কোন সালগুলোতে সে জন্ম দিন উদ্যাপন করতে পারবে। এরপর শিক্ষক কতকগুলো প্রতীক ব্যবহার করে সমস্যাটি সমাধানের একটি চিত্র অঙ্কন করলেন যেটি তাকে হাইলেভেল ভাষায় প্রোগ্রাম রচনায় সহায়তা করে।

ক. সুডোকোড কী?
খ. সি ভাষা কোন ধরনের প্রোগ্রামিং মডেল স্ট্রাকচার?
গ. উদ্দীপকে শিক্ষকের চিত্রটি অঙ্কন কর।
ঘ. উদ্দীপকে চিত্রটি সুষ্মিতাকে সমস্যা সমাধানে সুবিধা দেয়- উক্তিটির পক্ষে তোমার মতামত দাও।

৪. আইসিটি শিক্ষক মি. জামান সি ভাষার লজিক্যাল স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করছিলেন। তিনি বলেন, “সি প্রোগ্রামিং ভাষায় লজিক্যাল স্টেটমেন্ট ব্যবহার করে তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করা খুবই সহজ”

ক. বিশ্বগ্রাম কী?
খ. scanf(Ò%d%f%cÓ, &x, &y, &z); বক্তব্য ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে মি. জামানের বক্তব্য অনুসারে একটি প্রবাহচিত্র অঙ্কন কর।
ঘ. উদ্দীপক অনুসারে ‘সি’ ভাষায় প্রোগ্রাম লিখে শিক্ষকের বক্তব্যের সঠিকতা মূল্যায়ন কর।

৫. ফজলু বন্ধু রায়হানের পরামর্শে তার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ নিয়ে ঘরে বসেই বিভিনড়ব কোম্পানির কাজ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। রায়হান স্থানীয় কৃষি অফিসারের পরামর্শে নতুন জাতের উচ্চ ফলনশীল সবজি চাষ করে বাম্পার ফলন পেয়েছে এবং বিপুল অর্থ উপার্জন করেছে।

ক. বিশ্বগ্রাম কী
খ. “ঝুঁকিপূর্ণ কাজে যন্ত্র শ্রমিক ব্যবহার সুবিধাজনক”- ব্যাখ্যা কর।
গ. ফজলু বর্তমান জীবন-যাপন পদ্ধতিতে বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট কোন উপাদান প্রতিফলিত হয়েছে? যুক্তিসহ তোমার মতামত দাও।
ঘ. যে প্রযুক্তি ব্যবহারে রায়হান অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে, সে প্রযুক্তির ব্যাপক ব্যবহারে দেশের অর্থনৈতিক উনড়বয়ন সম্ভব, বিশ্লেষণ কর।

৬. ফাইজা তার অফিসে উচ্চগতিসম্পন্ন তারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ নিয়েছে। তার অফিসের কম্পিউটারগুলো একমুখী ডেটা প্রবাহ ব্যবস্থার মাধ্যমে একটি অপরটির সাথে যুক্ত। একদিন একটি কম্পিউটারের তার অকেজো হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। পরে সে প্রতিটি কম্পিউটারের সাথে প্রতিটি কম্পিউটার যুক্ত করে নতুন নেটওয়ার্ক গড়ে তোলে।

ক. মডেম কী?
খ. “সমান বিরতিতে ডেটা ট্রামমিশন করা যায়” -ব্যাখ্যা কর।
গ. ফাইজা ইন্টারনেট সংযোগের জন্য যে মাধ্যমটি ব্যবহার করেছে তা সুবিধাজনক কি-না ব্যাখ্যা কর।
ঘ. ফাইজার অফিসে ব্যবহৃত কম্পিউটার নেটওয়ার্ক সংগঠন দুটির মধ্যে কোনটি সুবিধাজনক বিশ্লেষণ কর।

৭. জিনি তার কম্পিউটার ল্যাবের ৭টি কম্পিউটারের মধ্যে এমনভাবে নেটওয়ার্ক তৈরি করতে চাইছে যেন প্রতিটি কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটারগুলোর সরাসরি সংযোগ বিদ্যমান থাকে এবং সমসাময়িক উভমুখী ডেটা ট্রান্সমিশন সংঘটিত হতে পারবে।

ক. রিপিটার কী?
খ. “আলোর গতিতে ডাটা ট্রান্সমিশন করা সম্ভব”- ব্যাখ্যা কর।
গ. জিনির তৈরি নেটওয়ার্কে কোন ধরনের ডাটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হবে? সচিত্র ব্যাখ্যা দাও।
ঘ. কোনো নির্দিষ্ট টপোলজি প্রয়োগ করে জিনির নেটওয়ার্কটি বাস্তবায়ন করা সম্ভব কী? সচিত্র মতামত বিশ্লেষণ কর।

৮. বিথী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে। সে তার প্রয়োজনে কম্পিউটার ব্যবহার করে। এছাড়া ইন্টারনেট ব্যবহার করে সে তার বিষয় সংশ্লিষ্ট নানা তথ্য ডাউনলোড করে । বিথী টার্মপেপার তৈরির কাজে ইন্টারনেটের সহায়তা নিয়ে থাকে তবে সে নিয়ম মেনে প্রতিটি তথ্যের উৎস উল্লেখ করে। অপরদিকে সবৃজ কোনোরূপ অনুমতি ছাড়াই লাইব্রেরির কম্পিউটার থেকে সংরক্ষিত বিভিন্ন ফাইল ও সফটওয়্যার কপি করে নিয়ে যায়। এমনকি ইন্টারনেটে প্রাপ্ত তথ্য কোনোর্প কৃতজ্ঞতা প্রকাশ ছাড়াই সে নিজের নামে প্রকাশ করে ।

ক. বায়োমেট্রিক্স কী?
খ. শিক্ষাক্ষেত্রে অনলাইন লাইব্রেরির ভূমিকা বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে বিথী কোন ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করছে? ব্যাখ্যা কর।
ঘ. তথ্য প্রযুক্তির নৈতিকতার বিচারে বিথী ও সবুজের আচরণ সম্পূর্ণ বিপরীত- যুক্তিসহ বিশ্লেষণ কর।

৯. ডঃ মিজান তার শারীরিক সমস্যার জন্য ইন্টারনেটে একজন বিদেশী ডাক্তারের পরামর্শ নেন। তিনি ইন্টারনেট থেকে জানতে পারলেন এক ধরনের প্রযুক্তির কল্যাণে এখন ক্যালেন্ডারের পাতার মতো পাতলা টেলিভিশন তৈরি সম্ভব হচ্ছে।

ক. ভাচুয়াল রিয়েলিটি কী?
খ. প্রযুক্তি ব্যবহার করে ব্যন্তি সনান্তকরণ সম্ভব- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের চিকিৎসা পদ্ধতি সুবিধাজনক- ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকের টেলিভিশন তৈরির প্রকট বর্তমানে অনেক কতই ব্যবহার হচ্ছে_ বিশ্লেষণ করো।

১০. শিক্ষক আইসিটি ক্লাসে C প্রোগ্রামিং নিয়ে আলোচনা করার পর অহনাকে একটি সংখ্যা জোড় না বিজোড় সেটা নির্ণয় করার প্রোগ্রাম লিখতে বললেন। কিন্তু অহনা একটি সংখ্যা পজেটিভ, নেগেটিভ না শূন্য সেটা নির্ণয়ের প্রোগ্রাম লিখল।

ক. প্রোগ্রামের ভাষা বলতে কি বুঝ?
খ. “সি” স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ভাষা- ব্যাখ্যা কর।
গ. অহনা ডে প্রোগামটি লিখতে পারেনি সেটা লিখ।
ঘ. অহনা যে প্রোগ্রামটি লিখল সেটা লেখ এবং তার ফ্লোচার্ট অঙ্কন কর।

১১. সেজান শিক্ষা সফরে ঢাকা এসে বঙ্গবন্ধু নভোথিয়েটার পরিদর্শনে যায়। সেখানে সে কৃত্রিম পরিবেশে সৌরজগতের দৃশ্যাবলি দেখে । সেজান মহাকাশ ভ্রমণরত একজন নভোচারীর মতো রোমাঞ্চকর অনুভূতি অনুভব করল পরবর্তীতে সেজান তার বন্ধুদের সাথে তার অভিজ্ঞতা বিনিময় করে এবং তারা “মহাকাশ জ্ঞানচর্চা’ নামে ক্লাব গড়ে তোলে।

ক. ন্যানো টেকনোলজি কী?
খ. বায়োমেন্রিক্স একটি আচরণীক বৈশিষ্ট্য নির্ভর প্রযুক্তি- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. সেজানের ক্ষেত্রে তথ্য প্রযুন্তির প্রভাব যুস্তিসহ বিশ্লেষণ কর।

১২. কাজল কম্পিউটারে প্রশিক্ষণ নেয়। বিদেশে যাওয়ার লক্ষ্যে সে ইউনিয়ন তথ্য কেন্দ্রে গিয়ে নিবন্ধন করে। তথ্য কেন্দ্রে থেকেই সে তার যাবতীয় তথ্য, ছবি ইত্যাদি প্রেরণ করে। এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের চাকুরীর খবর এসব তথ্যকোন্দ্রের মাধ্যমে সহজেই পেয়ে যায় এবং এভাবে সে একদিন মালয়েশিয়ার একটি কলসেন্টার চাকুরী পেয়ে যায়। তার পাঠানো অর্থেই কাজলের বাড়িতে এ বছর পাকা ঘর উঠেছে। বন্ধকি জমি ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা হয়েছে। পড়াশুনা বন্ধ হয়ে যাওয়া কাজলের ছোট ভাই এবার বি.এ পরীক্ষার ফরম ফিলাপ করছে।

ক. যোগাযোগ প্রযুক্তি কী?
খ. তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম – ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বিশ্বগ্রামের কোন অবদানটি প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ কর।
ঘ. কাজলের বর্তমান অবস্থার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়ক ভূমিকা পালন করেছে – তুমি কি একমত? যুক্তিসহ বিশ্লেষণ কর।

১৩. শিক্ষক ক্লাসে ‘ওয়েব ডিজাইন পরিচিত এবং HTML অধ্যায় পড়ানোর শেষে এজাজকে একটি ওয়েক পেইজ তৈরি করতে বললেন, যেখানে পেইজের ডানপাশে উপরের দিকে কলেজের মনোগ্রাম থাকবে।

ক. HTML ট্যাগ কী? ১
খ. HTML ব্যবহার করে ওয়েব পেইজ তৈরির সুবিধাগুলো কী কী?
গ. এজাজ ফাইলটি কিভাবে তৈরি করতে পারে ব্যাখ্যা কর।
ঘ. এজাজের ওয়েব পেইজের মনোগ্রামে ক্লিক করলে কলেজের ইতিহাস প্রদর্শিত হতে হলে আর কি কি ব্যবস্থা নিতে হবে তা বিশ্লেষণ কর।

১৪. হ্যারি এবং রোনান্ড দুই বন্ধু বিমান বাহিনীতে যোগ দিয়েছে। একদিন ক্লাস চলার সময় রোনান্ড অসুস্থ হয়ে পড়ায় তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো। ডাক্তার তাকে এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিলেন। রোনান্ড এই সপ্তাহ ক্লাসে যেতে না পারলেও ঘরে বসে ইন্টারনেটে উক্ত ক্লাসগুলি সরাসরি দেখতে পারতো। এদিকে হ্যারি ল্যাবে বসেই বিমান চালানোর অভিজ্ঞতা অর্জন করে ফেলল।

ক. প্লেজারিজম কি?
খ. “রোবট মানুষের মত চিন্তা করতে পারে”- ব্যাখ্যা করো ।
গ. ল্যাবে ব্যবহৃত প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো কি কি?
ঘ. রোনান্ডের বিশেষ শিক্ষালাভের আলোকে শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব বিশ্লেষণ করো ।

The hsc exam is given below. And those who are only asking for pass marks in the exam will solve the previous year’s board questions. So you are hopeful that you will get the pass number common and those who want to get a fairly good number less will solve the board questions. You will find the previous year’s board questions in various suggestion guides as well as collect them from your senior siblings. Good luck to the HSC students. There is an 80% chance of reading the very short questions from the last year, so from the year onwards, you will have to read both from the book and the suggestion.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group