প্রিমিয়াম সাজেশন Premium Suggestionশিক্ষা নিউজ

এইচএসসি পরীক্ষা সাজেশন ২০২৪ বিষয়: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র

এইচএসসি পরীক্ষা সাজেশন ২০২৪ বিষয়: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র। এইচএসসি পরীক্ষার সাজেশন নিম্নে দেয়া হলো। আর যারা শুধুমাত্র পরীক্ষায় পাস নাম্বার চাচ্ছেন তারা বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো সলভ করবেন। এতো আপনি পাশ নাম্বার কমন পাবেন আশাবাদি এবং যারা মোটামুটি একটা ভালো নাম্বার কম পেতে চাচ্ছেন তারা বোর্ড প্রশ্ন সলভ করবেন। বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো আপনি বিভিন্ন সাজেশন গাইডে পাবেন এছাড়া আপনার সিনিয়র ভাইবোনদের কাছ থেকে ও সংগ্রহ করতে পারবেন। এইচএসসি শিক্ষার্থীদের জন্য শুভকামনা। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বিগত সাল থেকে পড়লে ৮০% কমন পড়ার সম্ভবনা থাকে,তাই সাল থেকে পড়লে বই ও সাজেশন উভয় থেকেই পড়ত হবে।

পৌরনীতি ও সুশাসন ১ম পত্র সাজেশন ২০২৪

যে অধ্যায়গুলো পরীক্ষায় আছে।

অধ্যায়: ১ পৌরনীতি ও সুশাসন পরিচিত
অধ্যায়: ৩ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
অধ্যায়: ৫ নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার অধ্যায়: ৬ রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
অধ্যায়: ৭ সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
অধ্যায়: ১০ দেশপ্রেম ও জাতীয়তা

১. তানভীর ও রাশেদ দুই বন্ধু। তারা দু’জনে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে পড়ছে। রাষ্ট্র, সরকার সংবিধান, নাগরিক, আন্তর্জাতিক সংস্থা এই সব বিষয়ের প্রতি তানভীরের আগ্রহ বেশি। অন্যদিকে, রাশেদ সব সময় মুদ্রাব্যবস্থা, আয়-ব্যয়, বাজেট তৈরি, সম্পদের সুষম বণ্টন ইত্যাদি বিষয়ের প্রতি বেশি আকৃষ্ট। তাই কলেজে তারা পছন্দমত বিষয় নির্বাচন করে। তানভীর ও রাশেদ পাঠ্যবিষয় নিয়ে আলোচনা করে লক্ষ করল বিষয় দু’টি ভিন্ন হলেও উদ্দেশ্য এক।

ক. রাষ্ট্র কী?
খ. শব্দগত অর্থে পৌরনীতি বলতে কী বোঝায়?
গ. তানভীর ও রাশেদ কোন দু’টি বিষয়ের প্রতি আগ্রহী? তোমার পাঠ্যবইয়ের আলোকে নির্ণয় কর।

২. ‘ক’ রাষ্ট্রের জনগণ জীবনধারণের জন্য প্রয়োজনীয় কর্মসংস্থান, ন্যায্য মজুরি প্রদান ও বেকারত্ব দূরীকরণ ইত্যাদি সুযোগ সুবিধা লাভের অধিকার সংরক্ষণ করেন। ফলে মানুষের ব্যক্তিত্ব বিকাশ ও জীবনে পূর্ণতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে।

ক. আইন কী?
খ. মূল্যবোধ বলতে কী বোঝায়?
গ. ‘ক’ রাষ্ট্রের জনগণ কোন ধরনের স্বাধীনতা ভোগ করছেন? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতাকে অর্থবহ করে বিশ্লেষণ কর।

৩. জনাব মঈনুদ্দীন ‘ক’ রাষ্ট্রের একজন সচেতন নাগরিক। তিনি দেশের স্থানীয় ও জাতীয় নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি তাঁর ওপর আরোপিত করও নিয়মিত প্রদান করে থাকেন। তিনি তাঁর এলাকার অন্যদেরও তার মতো দায়িত্ব পালনের জন্য উদ্বুদ্ধ করেন।

ক. জনমতের সংজ্ঞা দাও।
খ. চাপসৃষ্টিকারী গোষ্ঠী কীভাবে সরকারি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে?
গ. উদ্দীপকে উল্লিখিত মঈনুদ্দীনের যোগ্য প্রার্থী বাছাই কার্যক্রম কোন ধরনের কর্তব্যকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. রাষ্ট্রের অন্য নাগরিকরাও যদি উদ্দীপকের জনাব মঈনুদ্দীনের মত দায়িত্ব ও কর্তব্য পালন করে তাহলে সুশাসন প্রতিষ্ঠায় কীরূপ প্রভাব পড়বে বলে তুমি মনে কর? মতামত দাও।

৪. শিক্ষক ছাত্রদের পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে ধারণা দিতে গিয়ে শ্রেণিকক্ষে একটি কৃত্রিম নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করেন। ছাত্ররা এই নির্বাচনে জালালকে শ্রেণির নেতা হিসেবে নির্বাচিত করে। শিক্ষক মহোদয় ছাত্রদের কাছে জানতে চাইলেন, কেন তারা জালালকে নির্বাচিত করেছে। ছাত্ররা জানালো, জালালের আকর্ষণীয় গুণাবলি ও দক্ষতা তাদেরকে আকৃষ্ট করেছে।

ক. রাজনৈতিক দল কী?
খ. চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে জালাল-এর নির্বাচিত হওয়ার কারণ ব্যাখ্যা কর।
ঘ. ‘উদ্দীপকে উল্লিখিত জালালের ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।

৫. বিলাশ একটি বই পড়ে জানতে পারল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে একই ধরনের সরকারব্যবস্থা প্রচলিত রয়েছে। ক্ষমতা বণ্টনের নীতি অনুসারে এই দুই দেশের সরকার পরিচালনা পদ্ধতি ভিন্ন। বাংলাদেশে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান ভিন্ন ব্যক্তি এবং আইন বিভাগ শক্তিশালী। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে একই ব্যক্তি রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান এবং রাষ্ট্রপতি ক্ষমতাশালী।

ক. একনায়কতন্ত্র কী?
খ. যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত সরকারগুলো একই পদ্ধতির সরকারের ভিন্নরূপ- ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত দুটি সরকারের পার্থক্য বিশ্লেষণ কর।

৬. ভারতবর্ষে এমন এক জনগোষ্ঠী ছিল, যারা বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করত। তাদের মধ্যে আচার-আচরণ ও রাজনৈতিক চেতনায় সাদৃশ্য ছিল। তাই তারা নিজেদেরকে অন্য জনগোষ্ঠী থেকে আলাদা মনে করে। পরবর্তীতে এক রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে তারা স্বাধীনতা লাভ করে।

ক. আধুনিক রাজনীতির প্রধান শক্তি কী?
খ. দেশপ্রেম বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে জাতীয়তার কোন উপাদানটি মুখ্য ভূমিকা পালন করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ‘একটি জনগোষ্ঠী নিজেদেরকে অন্য একটি জনগোষ্ঠী থেকে আলাদা ভাবে’। -উক্তিটি কীসের পরিচয় বহন করে? বিশ্লেষণ করো।

৭. রাফি একাদশ শ্রেণিতে মানবিক বিভাগে ভর্তি হয়েছে। কিন্ত বিষয় বেছে নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ে সে তার বাবার কাছে পরামর্শ চাইল। তিনি তার সন্তানকে সুনাগরিকের গুণাবলি অর্জন এবং নাগরিক অধিকার ভোগ ও কর্তব্য যথাযথভাবে পালনের জন্য নাগরিকতা সংশ্লিষ্ট একটি বিষয়কে পাঠ্য হিসেবে নেওয়ার পরামর্শ দিলেন । তখন রাফি তার বাবাকে বলল, এ বিষয়ে অনার্স পড়ার তো কোনো সুযোগ নেই। রাফির বাবা বললেন, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ের সাথে ঘনিষ্ঠতর একটি বিষয়ে অনার্স পড়ার সুয়োগ আছে।

ক. সুশাসন কী?
খ. আইনের শাসন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে রাফির বাবা যে বিষয়টি বেছে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন তার বিষয়বস্তু ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর -মন্তব্যটি বিশ্লেষণ কর।

৮. জনাব রহমান একজন প্রবীণ সংবাদকর্মী। তিনি একদিন একটি বিশ্লেষণধর্মী প্রবন্ধ পাঠ করছিলেন। প্রবন্ধটিতে দেখা যায় ‘ক’ নামক রাষ্ট্রের রাজধানীতে কিছু অবকাঠামোগত উন্নয়ন হলেও দেশটিতে আইনের শাসনের অনুপস্থিতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, যথাযথ শিক্ষার অভাব ও স্বজনগ্রীতি ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। অন্যদিকে, ‘খ’ নামক রাষ্ট্রে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আইনের শাসন বিদ্যমান।

ক. সুশাসন কী
খ. সুশাসন গণতন্ত্রের পূর্বশর্ত যুক্তি দাও।
গ. উদ্দীপকে বর্ণিত ‘ক’ রাষ্ট্রে কোন ধরনের শাসনের অভাব রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত রাষ্ট্র দুটির -শাসনব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ করো।

১। পৌরনীতি মূলত কী বিষয়ক বিজ্ঞান?
উত্তর: নাগরিকতা বিষয়ক বিজ্ঞান ।
২। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর: Civics.
৩। Civics শব্দের অর্থ কী?
উত্তর: Civics এর অর্থ নাগরিক।
৪। Civics শব্দের উৎপত্তি কোথায়?
উত্তর: Civics শব্দটি ল্যাটিন Civis ও Civitas থেকে এসেছে।
৫। পৌরনীতির সংজ্ঞা দাও ।
উত্তর: পৌরনীতি হচ্ছে এমন একটি শাস্ত্র, যা নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জীবন এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে ।
৬। সুশাসন কী?
উত্তর: যে শাসনব্যবস্থায় প্রশাসনের জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা, সবার অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকে এবং বাকস্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের অনুশাসন ইত্যাদি বৈশিষ্ট্য বিদ্যমান সে শাসনকে সুশাসন বলে ।
৭। রাষ্ট্র কী?
উত্তর: রাষ্ট্র হলো বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক সমাজ যারা নির্দিষ্ট ভূখন্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল এবং বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত ।
৮। নাগরিকতা কাকে বলে?
উত্তর: রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পায় তাকে নাগরিকতা বলে ।
৯। নগর রাষ্ট্র কী?
উত্তর: প্রাচীন গ্রিসে নগরকেন্দ্রিক যেসব ছোট ছোট রাষ্ট্র ছিল মূলত সেগুলোই নগর-রাষ্ট্র।
১০। জবাবদিহিতা কাকে বলে?
উত্তর: জবাবদিহিতা হলো সম্পাদিত কর্ম সম্পর্কে একজন ব্যক্তির ব্যাখ্যাদানের বাধ্যবাধকতা।

১। পৌরনীতি বলতে কী বোঝায়?
২। জবাবদিহিতা বলতে কী বোঝায় ?
৩। পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন ?
৪। সুশাসন বলতে কী বোঝায়?
৫। শব্দগত অর্থে পৌরনীতি বলতে কী বোঝায়?
৬। তুমি কীভাবে একজন স্থানীয় নাগরিক?
৭। স্বচ্ছতা বলতে কী বোঝায়?
৮। একজন নাগরিকের কী কী গুণ থাকা প্রয়োজন?
৯। সুশাসনের সাথে জবাবদিহিতার সম্পর্ক নিরূপণ করো।

Hsc Civics 1st Paper Mcq suggestion Download Link 2022

এইচএসসি পরীক্ষা সাজেশন ২০২৩ বিষয়: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র

এইচএসসি পরীক্ষা সাজেশন ২০২২ বিষয়: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পরীক্ষা সাজেশন ২০২২ বিষয়: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পরীক্ষা সাজেশন ২০২২ বিষয়: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পরীক্ষা সাজেশন ২০২২ বিষয়: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পরীক্ষা সাজেশন ২০২২ বিষয়: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পরীক্ষা সাজেশন ২০২২ বিষয়: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র

১ম পত্রের সাজেশন থেকে কিছু প্রশ্ন
প্রথম অধ্যায়: পৌরনীতি ও সুশাসন পরিচিতি (আংশিক)
তৃতীয় অধ্যায়: মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
পঞ্চম অধ্যায়: নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার
ষষ্ঠ অধ্যায়: রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
সপ্তম অধ্যায়: সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
দশম অধ্যায়: দেশপ্রেম ও জাতীয়তা

পৌরনীতির ধারণা : পৌরনীতির পরিধি ও বিষয় বস্তু, পৌরনীতি পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা।
প্রামাণ্য সংজ্ঞা: এফ.আই. গ্লাউড, ই. এম. হোয়াইট।

*সুশাসন : সুশাসন এর উপাদান ও বৈশিষ্ট্য।
প্রামাণ্য সংজ্ঞা: বিশ্বব্যাংক, ম্যাককরনী।

*পৌরনীতির সাথে অন্যান্য শাখার সম্পর্ক : এই টপিক্স থেকে সৃজনশীল এর জন্য তেমন গুরুত্বপূর্ণ না। কিন্ত কিছু গুরুত্বপূর্ণ উক্তি আছে যা অনেক গুরুত্বপূর্ণ। এজন্য পড়তে হবে ভাল করে।

গুরুত্বপূর্ণ উক্তিগুলো:
অধ্যাপক সিলি: “ইতিহাস ব্যতীত পৌরনীতি ভিত্তিহীন এবং পৌরনীতি ব্যতীত ইতিহাস মূল্যহীন।
ফকস: “What is morally wrong can never be politically right.”

১. চাপরাশির হাট কলেজের ছাত্র তৌহিদ উচ্চ মাধ্যমিক পর্যায়ে এমন একটি বিষয়ে এ+ নম্বর পেয়েছে যে বিষয়ের আলোচনার মূল বিষয় হলো নগর। নগরের মানুষের আচরণ অর্থাৎ সকল ক্ষেত্রে নাগরিকতা বিষয়ে আলোচনা। সে স্নাতক পর্যায়ে রাষ্ট্রীয় সংগঠনগুলোর ওপর গুরুত্ব দেয় এমন একটি বিষয়ে স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক।

ক. ‘Population” শব্দের অর্থ কী?
খ. পৌরনীতি ও সুশাসন কীভাবে সুনাগরিকতার শিক্ষাদান করে?
গ. উদ্দীপকে যে দুটি বিষয়ের কথা উলেখ করা হয়েছে সেগুলোর মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা দাও।
ঘ. উলিখিত বিষয় দুটির মধ্যে অনেক ক্ষেত্রে বৈসাদৃশ্য বিদ্যমান – বিশ্লেষণ কর।

২. এশিয়ার কয়েকটি দেশে ইদানীংকালে লক্ষ করা যায় বিরোধী রাজনৈতিক দলগুলো সরকারি দলের পোষা পুলিশ ও অন্যান্য বাহিনী কর্তৃক নানাভাবে হয়রানির শিকার হয়। বিরোধী দলীয় নেতাকর্মীরা আদালতে সঠিক বিচার পায় না। সরকার রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে বিচার বিভাগকে প্রভাবিত করে। ফলে জনগণ ন্যায়বিচার হতে বঞ্চিত হয়।

ক. সুশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত কী?
খ. ‘সন্ত্রাস সুশাসনকে বাধাগ্রস্ত করে’ বুঝিয়ে বল।
গ. এশিয়ায় সুশাসন প্রতিষ্ঠায় কোন সমস্যাটি বিদ্যমান? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের সমস্যাটি ছাড়াও রাজনৈতিক অস্থিরতা সুশাসনের অন্যতম সমস্যা- বিশ্লেষণ কর।

৩. মজনু মিয়া দশ বছর যাবত স্ত্রীপুত্র নিয়ে আমেরিকায় থাকেন । আমেরিকা থেকে তিনি বছরে এক দুইবার তার বিদেশী বন্ধুকে নিয়ে বাংলাদেশে বেড়াতে আসেন। এদেশে এসে তিনি বন্ধুদেরকে রাষ্ট্রীয়ভাবে কোন কোন কাজ করলে শাস্তি পেতে হবে তার বর্ণনা দেন। বাংলাদেশের সরকার কর্তৃক প্রণীত এমন সব নিয়ম নীতির কথা শুনান যেগুলো ভঙ্গ করলে অবশ্যই শাস্তি পেতে হবে। তার বন্ধুরা এসব জানতে পেরে অনেক সচেতনতার সাথে চলাফেরা করতে থাকে।

ক. অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি?
খ. আইনের অন্যতম সাধারণ বৈশিষ্ট্য হলো অনুমোদন ও স্বীকৃতি – ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের মজনু মিয়ার দেওয়া পরামর্শে যে ধারণার প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে তার ব্যাখ্যা দাও।
ঘ. মজনু মিয়ার দেওয়া তথ্যের ধারণার অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে- আলোচনা কর।

৪. কিছুদিন আগে রফিক মিয়া একটি বিদেশি জাহাজে করে ইউরোপের একটি সদেশে গমন করেছিলেন। তিনি সেখানে গিয়ে দেখতে পেলেন প্রত্যেকটি অফিস-আদালতে ইলেকট্রনিক যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে, বিশেষ করে কম্পিউটার, ইন্টারনেট, কম্পিউটারাইজড সেবাকেন্দ্র ইত্যাদি। তিনি সেখানকার এক লোককে জিজ্ঞেস করে জানতে পারেন এগুলো স্থাপনের উদ্দেশ্য হলো প্রশাসনিক কাজে গতিশীলতা আনা এবং প্রশাসনের সকল স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

ক. তথ্য অবকাঠামোর মেরুদণ্ড কোনটি?
খ. ই-গভর্নেন্সের ফলে প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি পায় – ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ই-গভর্ন্যান্সের যে বিষয়টি স্থান পেয়েছে তার ব্যাখ্যা দাও।
ঘ. ব্যবসায় বাণিজ্য ও শিক্ষাদীক্ষাসহ সকল স্তরের উনড়বতি সাধন এ ধরনের কার্যক্রমের উদ্দেশ্যের অন্তর্ভুক্ত- বিশ্লেষণ কর।

৫. পৌরনীতি ক্লাসে শিক্ষক রফিকুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বললেন, তোমাদেরকে আজকে যে বিষয়টি পড়াব তা হলো মৌলিক অধিকার এবং মানবাধিকার। তোমরা হয়তো অনেকে ভাবতে পার- এ দুটি বিষয় একই, কিন্তু তা নয়। এ দুটি বিষয়ের মধ্যে অনেক ব্যবধান রয়েছে। তবে একথাও সত্য যে, মৌলিক অধিকার ও মানবাধিকার পরস্পর সম্পর্কযুক্ত। হলেও মানবাধিকার হলো সর্বজনীন।

ক. মৌলিক অধিকার কী?
খ. মৌলিক অধিকার মানবাধিকার থেকে ভিন্ন হয় কেন?
গ. শিক্ষক কর্তৃক সর্বজনীন হিসেবে স্বীকৃত অধিকারটির জাতিসংঘ ঘোষিত কয়েকটি নীতি উলেখ কর।
ঘ. শিক্ষকের আলোচিত দুই ধরনের অধিকারের মধ্যে পারস্পরিক সম্পর্ক পর্যালোচনা কর।

৬. সোমানা অনার্স প্রথম বর্ষের ছাত্রী। সে এমন একটি বিষয় নিয়ে পড়ালেখা করছে যার মাধ্যমে দেশ ও জাতীয় নেতৃত্ব প্রদানের ক্ষমতা অতি সহজে আয়ত্ত করা যায়। বড় হয়ে সোমানার ইচ্ছা এমন একটি প্রতিষ্ঠানের সদস্য হবে যে প্রতিষ্ঠান দেশের প্রচলিত নির্বাচনের মাধ্যমে দেশ শাসনের অধিকার লাভ করবে।

ক. ‘Leadership” শব্দের অর্থ কী?
খ. “রাজনৈতিক দলের অন্যতম একটি কাজ হলো জনমত গঠন” – ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সোমানা কোন ধরনের প্রতিষ্ঠানের সদস্য হতে চায়? ব্যাখ্যা কর।
ঘ তুমি কি মনে কর এ ধরনের প্রতিষ্ঠানের রয়েছে নানা বৈশিষ্ট্য? উত্তরের সপক্ষে মতামত দাও।

৭. ঘরে বসে বাবার সঙ্গে টেলিভিশন দেখছিল কিশোর আলতাফ। টেলিভিশনে তখন একটি দেশের মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, ভাষণের এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলছেন আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণই আমাদেরকে রায় দিয়ে ক্ষমতায় এনেছে। আর যদি আগামীতে জনগণ না চায় ক্ষমতায় আসব না, জনগণ রায় দিলে আসব। এতে আমাদের কোনো আপত্তি নেই।

ক. রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে কী গণনা করা হয়?
খ. শিক্ষাপ্রতিষ্ঠান জনমত গঠনের অন্যতম বাহন – ব্যাখ্যা কর।
গ. মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণে কিসের প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে বলা যায়, সুশাসনের সাথেও জনগণের মতামতের সম্পর্ক রয়েছে- বিশ্লেষণ কর।

৮. জনাব ‘শ্রী রবিশংকর’ মন্ত্রণালয়ের এক বড় কর্মকর্তার নাম। মন্ত্রণালয় ও সংশিষ্ট অধিদপ্তরের সবার কাছে এখন তিনি কঠোর বাবু নামে পরিচিত। তার এ নামটি হওয়ার পিছনে কারণটি হলো তার টেবিলে কোনো কাজ সময় মতো হয় না। তাছাড়া সকল ফাইলই তার কাছে বিবেচনার অপেক্ষায় থাকে বছর জুড়ে। অথচ তার মতো অন্য সকল কর্মকর্তা নিয়মিতই ফাইল দেখেন, সিদ্ধান্ত নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

ক. PATC- এর পূর্ণরূপ কী?
খ. পদোন্নতি আমলাতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য- ব্যাখ্যা কর।
গ. শ্রী রবিশংকর বাবুর কার্যক্রমে আমলাতন্ত্রের কোন বিষয়টি প্রকাশিত হয়েছে ব্যাখ্যা কর।
ঘ. “শ্রী রবিশংকরের কার্যক্রমের আলোকে বলা যায়- “অতি আনুষ্ঠানিকতা জনদুর্ভোগ বাড়ায়” – বিশ্লেষণ কর।

৯. বায়ান্ন ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি বুকের রক্ত ঢেলে ভাষার দাবিকে প্রতিষ্ঠা করেছিল। ভাষা আন্দোলনের চেতনাই বাঙালিকে মুক্তিযুদ্ধে প্রেরণা যুগিয়েছিল। দেশপ্রেমই ছিল বাঙালির মূলমন্ত্র। তাই বলা যায়, দেশপ্রেম ও জাতীয়তা একসূত্রে গাঁথা।

ক. জাতি রাষ্ট্র কী?
খ. জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য দেখাও।
গ. বাংলাদেশ সৃষ্টিতে জাতি গঠনের কোন উপাদানটি ভূমিকা রেখেছে বলে মনে হয়? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. ‘দেশপ্রেম ও জাতীয়তা একই সূত্রে গাঁথা’ উদ্দীপকের আলোকে কথাটির যথার্থতা নির্ণয় কর।

১০. শরীফ সাহেব ‘ক’ নামক ইউনিয়নের বাসিন্দা। তিনি সেখানে মোটেই নিরাপদ নয়। তার অনেক শত্রু রয়েছে। এলাকায় তার সন্তানের স্কুল কলেজে পড়ালেখার সুযোগ পায় না। এলাকাটি এতই অনুন্নত যে সেখানে কোনো হাসপাতাল নেই। আধুনিককালে মতামত প্রকাশের অধিকার বঞ্চিত মানুষগুলো এ এলাকায় বসবাস করে।

ক. মানবাধিকারের কত অনুচ্ছেদে চিন্তা, বিবেক ও ধর্মের কথা বলা হয়েছে?
খ. তথ্য অধিকার বলতে কী বোঝায়?
গ. শরীফ সাহেব ও তার পরিবার এবং এলাকার মানুষ যে ধরনের অধিকার হতে বঞ্চিত হয় তার ব্যাখ্যা দাও।
ঘ. নাগরিক জীবনে উদ্দীপকের আলোচিত অধিকারের মতো অর্থনৈতিক অধিকার গুরুত্বপূর্ণ – বিশেষণ কর।

১১. স্বল্প শিক্ষিত হলেও মোফাজ্জল হোসেন প্রচুর টাকাপয়সার মালিক। এলাকার গরিব-দুঃখীদের তিনি প্রচুর দান-খয়রাত করেন। এ সুবাদে এলাকায় তিনি ব্যাপক জনপ্রিয় এবং এ বছর স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কিন্তু নাগরিক অধিকার ও কর্তব্য বিষয়ে তার তেমন কোনো জ্ঞান না থাকায় দায়িত্ব পালনের ক্ষেত্রে তাকে নানারকমের জটিলতার সম্মুখীন হতে হয়। এ প্রেক্ষিতে তার কলেজ পড়িয়া মেয়ে মারুফা একদিন বলল, বাবা তোমার যদি একটি বিষয় সম্পর্কে জ্ঞান থাকত তাহলে এ ধরনের সমস্যায় পড়তে হতো না।

ক. পৌর শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
খ. উত্তম নাগরিকতা অর্জনের ক্ষেত্রে পৌরনীতির গুরুত্ব ব্যাখ্যা কর।
গ. প্রয়োজনীয় জ্ঞানার্জনের জন্য মোফাজ্জল হোসেনের কোন বিষয় পাঠ জরুরি- ব্যাখ্যা কর।
ঘ. উক্ত বিষয়টি পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিশেষণ কর।

১২. মাহতাব সাহেব এর পূর্বে কোনো বইপুস্তক লেখেননি। তিনি তার প্রথম বই লেখা শুরু করেছেন গত সপ্তাহে। বইতে তিনি উল্লেখ করেছেন একটি শাসনব্যবস্থায় কীভাবে জনসাধারণের সর্বাধিক অংশগ্রহণ, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা যায় তার বিভিন্ন উপায় ও মাধ্যম। মাহতাব সাহেব আধুনিক চিন্তাধারার মানুষ। তাই তার চিন্তা হলো জনগণকে শাসনব্যবস্থায় সম্পৃক্ত করার জন্য কাজ করা।

ক. কার্ল মার্কস কত সালে জন্মগ্রহণ করেন?
খ. “জবাবদিহিতার মাধ্যমে সুশাসন নিশ্চিত করা যায়” – ব্যাখ্যা কর।
গ. মাহতাব সাহেবের লিখিত বইয়ের বিষয়বস্তুর সাথে পৌরনীতির সম্পর্ক ব্যাখ্যা কর।
ঘ. “এ ধরনের বিষয়ের সাথে পৌরনীতির যথেষ্ট বৈসাদৃশ্য বিদ্যমান” – মতামত দাও।

১৩. জনাব রাকিব সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য এমএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি দেশের বিভিন্ন স্থানে ঘুরতে গিয়ে দেখতে পান কমবেশিসবখানেই মানুষ শোষণ আর বঞ্চনার শিকার। অনেকক্ষেত্রে সাধারণ মানুষ নিজেদের মতামতও প্রকাশ করতে পারছে না। এ থেকে উত্তরণে তিনি বিভিন্ন করণীয় বিষয় নিয়ে একটি প্রবন্ধ লেখারও ইচ্ছা পোষণ করেছেন।

ক. দেশের শাসনব্যবস্থার মূল নিয়ন্ত্রণকারী কে?
খ. নিরক্ষরতাকে সুশাসনের পথে অন্যতম বাধা হিসেবে বিবেচনা করা হয় কেন?
গ. জনাব রাকিব যে সমস্যাগুলোর কথা বলেছেন সেগুলো পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. অনেকগুলো উপায় অবলম্বন করে সমাজের এসব অপশাসন থেকে মুক্তিলাভ করা যায়- বিশ্লেষণ কর।

১৪. বাটইয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহানা আক্তার জনগণের দুঃখ-দুর্দশা দেখার জন্য ছদ্মবেশে এলাকায় ঘুরে বেড়ান। তিনি জনগণের সাথে সরাসরি কথা বলেন। কার কী সমস্যা শুনেন। সমাজে যেকোনো বিষয়ে দ্বন্দ্ব দেখা দিলে তিনি নিজ উদ্যোগে সততার সাথে তা মীমাংসা করেন। তিনি সকলের মতামতকে শ্রদ্ধার সাথে গ্রহণ করেন।

ক. ‘আইন হলো কোনো ঊর্ধ্বতন কর্তকৃ অধস্তনকে প্রদত্ত আদেশ’ সংজ্ঞাটি কে দিয়েছেন?
খ. সুশাসনে শ্রমের মর্যাদা প্রদান করা হয় কেন?
গ. শাহানা আক্তার সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধের যে বিষয়গুলোকে গুরুত্ব প্রদান করেছেন তার ব্যাখ্যা দাও।
ঘ. সুশাসন প্রতিষ্ঠায় বিষয়গুলো ছাড়াও মূল্যবোধের অনেক বিষয় জড়িত- বিশ্লেষণ কর।

১৫. সম্প্রতি বাংলাদেশে বেড়াতে আসে আমেরিকার আই.টি. বিশেষজ্ঞ রবার্ট জনসন। তিনি বাংলাদেশের আই.টি. বিশেষজ্ঞদের সাথে কথা বলে জানতে পারেন যে দেশে ভালো কোনো সফ্টওয়্যার নির্মাণ কোম্পানি নেই। খুব কম সংখ্যক লোক বিদ্যুৎ সুবিধা ভোগ করে এবং দেশে তথ্যপ্রযুক্তি ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণেরও অভাব রয়েছে।

ক. 1SP-এর পূর্ণরূপ কী?
খ. বিদ্যুৎ-এর কারণে ই-গভর্ন্যান্সের যাত্রা ব্যাহত হচ্ছে কেন?
গ. উদ্দীপকে বাংলাদেশের ই-গভর্ন্যান্সের যে প্রতিবন্ধকতার কথা উলেখ করা হয়েছে তার ব্যাখ্যা দাও।
ঘ. শুধু এ সমস্যাগুলো নয় আরও কিছু কারণে বাংলাদেশে ই-গভর্ন্যান্সের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় – মূল্যায়ন কর।

১৬. চাপরাশির হাট কলেজের শিক্ষক তার ক্লাসে একদিন পৌরনীতি ও সুশাসন বইটি পড়াচ্ছিলেন। তিনি এমন একটি ধারণার ওপর পড়াচ্ছেন যা দ্বারা সমাজের সকলের জন্য কল্যাণকর কতকগুলো সুযোগ-সুবিধাকে বোঝায় এবং যা ব্যতীত ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে না। এ প্রসঙ্গে তার ক্লাসের ছাত্র সিজান বলে, “স্যার এটি এমন সব বাহ্যিক অবস্থা যা মানসিক পরিপুষ্টি সাধন করে থাকে।”

ক. সাংস্কৃতিক অধিকার কী?
খ. “অধিকার মানুষের প্রয়োজন ও উদ্দেশ্যের ওপর নির্ভরশীল”- ব্যাখ্যা কর।
গ. চাপরাশির হাট কলেজের শিক্ষক পাঠ্যবইয়ের যে ধারণার ওপর পড়াচ্ছিলেন তার ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকের ধারণার অন্যতম বৈশিষ্ট্য হলো গতিশীলতা- মূল্যায়ন কর।

১৭. আতাউর সাহেব একটি দলের পৌরসভা কমিটির সভাপতি। তিনি এবার তার দলের হয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান, এ লক্ষ্যে তিনি এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন। এরই অংশ হিসেবে তিনি একটি বই ক্রয় করেছেন যেটি লেখা হয়েছে বাংলাদেশে চলে আসা রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনসাধারণের মনোভাব, বিশ্বাস, মূল্যবোধ, অনুভূতি ও দৃষ্টিভঙ্গির সমষ্টি ইত্যাদি সম্পর্কে। তিনি বইটি পড়ে তার রাজনৈতিক জ্ঞান বৃদ্ধি করতে চাইছেন।

ক. পরিবারের কাদের চিন্তা-চেতনা এবং আদর্শ দ্বারা শিশুরা গভীরভাবে প্রভাবিত হয়?
খ. সংবাদপত্র জনমত গঠনের অন্যতম বাহন- ব্যাখ্যা কর।
গ. আতাউর সাহেবের বইতে কিসের প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকের উলিখিত বিষয়টির রয়েছে অনেকগুলো বৈশিষ্ট্য”- বিশ্লেষণ কর।

১৮. বিলকিস আজাদ একজন স্থায়ী ও দক্ষ প্রশাসনিক কর্মকর্তা। তিনি নিরপেক্ষভাবে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করেন। তিনি যথাসময়ে তাঁর সকল দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। তার সততা ও আচরণে জনগণ মুগ্ধ।

ক. গণতন্ত্র কী?
খ. পদসোপান বলতে কী বোঝায়?
গ. বিলকিস আজাদের আচরণে আমলাতন্ত্রের কী কী বৈশিষ্ট্য ভেসে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. বিলকিস আজাদের ভূমিকা জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করবে- বিশেষণ কর।

১৯. মুশফিক ও মারুফ দুই বন্ধু, ভারত-পাকিস্তান বিভক্ত হয়ে দুটি দেশ হওয়ার বিষয়ে তারা কথা বলছিল স্কুল শিক্ষক আরমান আলীর সাথে। আরমান আলী তাদের জানায় এদেশ দুটি জন্মের পেছনে অন্যতম উপাদান হিসেবে কাজ করেছে হিন্দু ও মুসলমানদের আলাদা আধ্যাত্মিক বিশ্বাস। যদি তাদের মধ্যে এ বিশ্বাস সামান্য মাত্রায় বা না থাকত হয়তো দেশ দুটির জন্ম হতো না।

ক. ‘Element” শব্দের বাংলা অর্থ কী?
খ. “জাতীয়তার” অন্যতম উপাদান বংশগত ঐক্য- ব্যাখ্যা কর।
গ. শিক্ষক আরমান আলীর দেওয়া তথ্যে জাতীয়তার যে উপাদানটির প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে তার ব্যাখ্যা দাও।
ঘ. উক্ত উপাদান ছাড়াও জাতীয়তার আরেকটি উপাদান হলো সাহিত্য ও সংস্কৃতি ঐক্য- মতামত দাও

The hsc exam is given below. And those who are only asking for pass marks in the exam will solve the previous year’s board questions. So you are hopeful that you will get the pass number common and those who want to get a fairly good number less will solve the board questions. You will find the previous year’s board questions in various suggestion guides as well as collect them from your senior siblings. Good luck to the HSC students. There is an 80% chance of reading the very short questions from the last year, so from the year onwards, you will have to read both from the book and the suggestion.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group