শিক্ষা নিউজ

ঝরে পড়া শিক্ষার্থীদের তালিকা করা হবে মাউশি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) করোনাকালে ঝরে পড়া শিক্ষার্থীদের তালিকা করার উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে জেলা পর্যায়ে তথ্য সংগ্রহ করতে আগামী রবিবার (৯ জানুয়ারি) সব স্কুল-কলেজে চিঠি পাঠানো হবে। চিঠিতে শিক্ষার্থীদের উপস্থিতি ও অনুপস্থিতির তথ্য পাঠাতে নিদের্শনা দেওয়া হবে ২৯ জানুয়ারির মধ্যে। মঙ্গলবার (৪ জানুয়ারি) মাউশির পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক অধ্যাপক আমির হোসেন এ তথ্য জানান।তিনি বলেন, সারাদেশে কী পরিমাণ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে, ভর্তি হয়েছে, কতজন শিক্ষার্থী স্কুল-কলেজে আসছে না, সেসব তথ্য সংগ্রহের কাজ শিগগিরই শুরু হবে। আশা করছি আগামী রবিবার দেশের সব মাঠ কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হবে। তাতে ছক আকারে ইমেইলে তথ্য পাঠাতে বলা হবে। সেটি চূড়ান্ত করতে গতকাল সোমবার সভা করে প্রশ্নমালা ঠিক করা হয়েছে।

অধ্যাপক আমির হোসেন আরও বলেন, করোনার পর শিক্ষাপ্রতিষ্ঠান সচল হলেও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীর উপস্থিতি ছিল ৫০ থেকে ৬০ শতাংশ। তবে মাধ্যমিকে ৯৩ শতাংশ অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে। তার পরিপেক্ষিতে বোঝা যাচ্ছে মাধ্যমিকে ৯৩ শতাংশ শিক্ষার্থী পড়ালেখার মধ্যে রয়েছে, বাকি সাত শতাংশ ঝরে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।করোনার প্রাদুর্ভাবের আগে ২০১৯ সালে প্রাথমিকে ঝরে পড়ার হার ছিল ১৭ দশমিক ৯ শতাংশ আর মাধ্যমিকে এই হার ছিল ৩৭ দশমিক ৬২ শতাংশ। এই হার ছিল ক্রম হ্রাসমান। তবে করোনার কারণে সেটি আবার বাড়বে বলে আশঙ্কা ছিল আগেই। উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দেড় বছর পর গত বছর ১২ সেপ্টেম্বর খুলে দেয়া হয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। খুলে দেয়া হয় বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানও।

The Department of Secondary and Higher Education (Maushi) has taken the initiative to list the students who dropped out during the Corona period. Letters will be sent to all schools and colleges next Sunday (January 9) to collect information in this regard at the district level. Students will be instructed to send attendance and absentee information by January 29. Professor Amir Hossain, director of the examination and evaluation department at Mausi, said this on Tuesday (January 4). It is hoped that a directive in this regard will be sent to all field officers and educational institutions of the country next Sunday. It will ask you to send information by email in the form of a table. The questionnaire was fixed at a meeting on Monday to finalize it.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group