প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

Botany suggestion উদ্ভিদ বিজ্ঞান অনার্স ২য় বর্ষ সাজেশন বিষয় : Zoology – ||

উদ্ভিদ বিজ্ঞান অনার্স ২য় বর্ষ সাজেশন Botany suggestion
(২০১৯-২০ সেশন)
বিষয় : Zoology – ||

ক বিভাগ
১. অ্যাগনাথা কী?
২. প্রতীপ রুপান্তর কাকে বলে?
৩. ‘ সিলিয়ারী ফিডিং ‘ এর সংজ্ঞা দাও।
৪. এন্ডোস্টাইল কি?
৫. মায়োটোম বা মায়োমেয়ার কি?
৬. বহির্বাহী ফুলকা ধমনি কি?
৭. কন্ড্রোক্রেনিয়াম কী?
৮. স্ক্রল্ ভালভ্ কোন প্রাণীতে পাওয়া যায়?
৯. সর্পিল কপাটিকা কী?
১০. কার্প জাতীয় মাছ কাকে বলে?
১১. “শীতনিদ্রা” বলতে কী বোঝায়?
১২. পোর্টাল শিরাতন্ত্র বলতে কী বুঝ?
১৩. পিডোজেনেসিস কী?
১৪. কবুতরের বৈজ্ঞানিক নাম লিখ।
১৫. কবুতরের দুধ কি?
১৬. প্যাটাজিয়াম কি?
১৭. ডায়াস্টেমা কি?
১৮. ভূ-তাত্বিক সময়পঞ্জি বা কালপঞ্জি বলতে কী বুঝ?
১৯. জীবাশ্ম বলতে কী বুঝ?
২০. জীবন্ত জীবাশ্ম বলতে কী বুঝ?
২১. Era কী?
২২. পক্ষীকুলের মহাদেশ কোনটি?
২৩. ওয়ালেসিয়া কী?
২৪. নিওট্রপিক্যাল অঞ্চলের বিস্তৃতি লিখ।
২৫. লিটেরাল জোন কি?
২৬. জীববৈচিত্র্য বলতে কী বুঝ?
২৭. খাদ্য শৃঙ্খল বলতে কি বুঝ?
২৮. লিথ্যাল জিন কি?
২৯. জিনোম কী?
৩০. এপিস্টাসিস কাকে বলে?
৩১. মাল্টিপল অ্যালিল বলতে কী বুঝ?
৩২. সিউডো-অ্যালিল বলতে কী বুঝ?
৩৩. পূর্ণরূপ লিখঃ WWF ও EAS.
৩৪. কৃষিজ পেস্ট কী?
৩৫. প্রণোদিত প্রজননের সংজ্ঞা দাও।
৩৬. ‘ Livestocks’ কি?
৩৭. Ascidia এর লার্ভার নাম কী?
৩৮. হাইওয়েড যন্ত্র কি?
৩৯. টেরিলোসিস কি?
৪০. প্রত্নজীববিদ্যার সংজ্ঞা দাও।
৪১. Ecology বা বাস্তুতন্ত্র কী?
৪২. ফলিত প্রাণীবিজ্ঞান কাকে বলে?
৪৩. পরজীবী কী?
৪৪. IPM – এর পূর্ণনাম কী?
৪৫. ধানের দুটি ক্ষতিকর পতঙ্গের বৈজ্ঞানিক নাম লিখ।
৪৬. পাটের ক্ষতিকর দুটি পতঙ্গের বৈজ্ঞানিক নাম লিখ।
৪৭. সমন্বিত মৎস্য চাষ কাকে বলে?
৪৮. গ্রাস কার্প এর প্রধান খাদ্য কি?

খ বিভাগ
১. Ascidia -র ট্যাডপোল লার্ভা সম্পর্কে লিখ।
২. Urochordata ও Cephalochordata -র মধ্যে পার্থক্য লিখ।
৩. Agantha কি? Petromyzon-কে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন?
৪. Petromyzon এর “Branchial basket” বা ফুলকাঝুড়ির বর্ণনা দাও।
৫. পার্শীয় রেখা কী? এর গঠন ও কাজ লিখ।
৬. রুই মাছের অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনিতন্ত্রের বর্ণনা দাও।
৭. কুনোব্যাঙ্গের শ্রোণীচক্রের গঠন বর্ণনা কর।
৮. টেম্পোরাল ফসা কী? সরীসৃপের শ্রেণিবিন্যাসে টেম্পোরাল ফসার গুরুত্ব লিখ।
৯. কবুতরের বায়ুথলির গঠন ও কাজ উল্লেখ কর।
১০.গিনিপিগের হৃদপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র আঁক।
১১. গিনিপিগের পিটুইটারী গ্রন্থি নিঃসৃত হরমোনসমূহের নাম ও কাজ লিখ।
১২. মেসোজোয়িক যুগকে সরীসৃপের যুগ বলা হয় কেন?
১৩. সিনোজোয়িক এরাকে স্তন্যপায়ীর যুগ বলা হয় কেন?
১৪. ইথিওপিয়ান অঞ্চলের উপঅঞ্চলসমূহের বর্ণনা দাও।
১৫. জীববৈচিত্র্য কী? এর গুরুত্ব উল্লেখ কর।
১৬. লিথাল জিন, লিঙ্গ সংযুক্ত, লিঙ্গ সীমিত ও লিঙ্গ প্রভাবিত বৈশিষ্ট্যের সংজ্ঞা দাও।
১৭.লিংকেজ ও ক্রসিংওভারের মধ্যে পার্থক্যগুলো উল্লেখ কর।
১৮. বাংলাদেশে রেশম চাষের আর্থসামাজিক গুরুত্ব লিখ।
১৯. লাক্ষা কী? লাক্ষার বহুবিধ ব্যাবহার সম্পর্কে লিখ।
২০. কার্প জাতীয় মাছ চাষের সুবিধা ও অসুবিধা লিখ।
২১. পোলট্রি চাষের ডিপ-লিটার পদ্ধতি সংক্ষেপে বর্ণনা কর।
২২. বার্ডফ্লু কী? সংক্ষেপে আলোচনা কর।
২৩. কবুতরের দ্বি-শ্বসন কৌশল সম্পর্কে লিখ।
২৪. ড্রসোফিলার লিঙ্গ নির্ধারণ কৌশল বর্ণনা কর।
২৫. কীটতত্ত্ব, মাৎস্যবিদ্যা, বন্যপ্রাণী, জীববিদ্যা ও পরজীবীবিদ্যা বলতে কী বুঝ?

গ বিভাগ
১. তিনটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য ও একটি করে উদাহরণসহ Amphibia শ্রেণিকে বর্গ পর্যন্ত শ্রেণিবিন্যাস কর।
২. প্রতীপ রুপান্তর বলতে কী বুঝ? Ascidia-র প্রতীপ রুপান্তর বর্ণনা কর।
৩. Ascidia-র রক্ত সংবহনতন্ত্র চিত্রসহ বর্ণনা কর।
৪. ফিল্টার ফিডিং কি? Ascidia এর খাদ্যগ্রহণ কৌশল বর্ণনা কর।
৫. Petromyzon-এর প্রজননকালীন আচরণ বর্ণনা কর।
৬. চিহ্নিত চিত্রসহ ওয়েবেরিয়ান অসিকল এর গঠন ও কাজ বর্ণনা কর।
৭. উভচর কি? ব্যাঙের বিভিন্ন ধরণের শ্বসন কৌশল সম্পর্কে লিখ।
৮. টিকটিকির রেচনজননতন্ত্রের বর্ণনা দাও।
৯. পাখির বিভিন্ন প্রকার পালকের বর্ণনা দাও।
১০. “পাখি মহিমান্বিত সরীসৃপ ” ব্যাখ্যা কর।
১১. সংক্ষেপে মানুষের প্রত্নতাত্ত্বিক ইতিহাস বর্ণনা কর।
১২. নিওট্রপিক্যাল অঞ্চলের ভৌগোলিক সীমানা, ভৌত বৈশিষ্ট্য ও প্রাণীকুলের বিবরণ দাও।
১৩. ৯:৭ অনুপাতটির জিনতাত্বিক কারণ ব্যাখ্যা কর।
১৪. বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে পশুসম্পদ পালনের অর্থনৈতিক গুরুত্ব ও প্রভাব আলোচনা কর।
১৫. বিভিন্ন প্রকার শিক্ষণ আচরণের বিবরণ দাও।
১৬. পেস্ট কি? ধান, পাট, ইক্ষু ও গুদামজাত খাদ্যশস্যের দুটি করে পেস্ট এর বৈজ্ঞানিক নাম ও এদের দ্বারা সলঘটিত ক্ষতির প্রকৃতি সম্পর্কে লিখ।
১৭. ধানের একটি ক্ষতিকর পোকার জীবনচক্র বর্ণনা কর।
১৮. ধানক্ষেতে মাছ চাষ পদ্ধতি / প্রক্রিয়া সংক্ষেপে বর্ণনা কর।
১৯. বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে পোল্ট্রি ফার্মিং -এর প্রভাব আলোচনা কর।
২০. ধানের সাথে চিংড়ি চাষ পদ্ধতি বর্ণনা কর।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group