শিক্ষা খবর

উদ্ভিদবিজ্ঞান অনার্স ২য় বর্ষ সাজেশন বিষয় : General Chemistry – ||

উদ্ভিদবিজ্ঞান অনার্স ২য় বর্ষ সাজেশন
(২০১৯-২০ সেশন)
বিষয় : General Chemistry – ||
ক বিভাগ
১. পরিবাহী কী?
২. রেডক্স বিক্রিয়া কাকে বলে?
৩. অসামঞ্জস্য বিক্রিয়া কাকে বলে?
৪. কার্বনের ক্যাটিনেশন ধর্ম কী?
৫. সন্নিবেশ সংখ্যা কী?
৬. যোজনী কী?
৭. একক কোষ কাকে বলে?
৮. রুদ্ধধারা কী?
৯. প্রোটিন কী?
১০. সক্রিয়ন শক্তি কাকে বলে?
১১. প্যারাচৌম্বকত্ব কী?
১২. ডায়াচৌম্বকত্ব কী?
১৩. বেগ ধ্রুবক কী?
১৪. অ্যানোমার কী?
১৫. মুক্ত সিস্টেম কী?
১৬. বিক্রিয়ার হার কাকে বলে?
১৭. বিক্রিয়ার ক্রম বলতে কি বোঝ?
১৮. বহুরুপতা কী?
১৯. অর্থো হাইড্রোজেন কী?
২০. অবরুদ্ধ বা ক্লাথরেট যৌগ কী?
২১. টিংকচার আয়োডিন কী?
২২.গঠন তাপ কী?
২৩. মিউটাঘূর্ণন কী?
২৪. পেপটাইড বন্ধন কী?
২৫. ল্যাটিস এনথালপি কী?
২৬. প্রভাবক বা অনুঘটক কী?
২৭. স্ব-প্রভাবক বা অটো প্রভাবক কাকে বলে?
২৮. আবিষ্ট প্রভাবক কাকে বলে?
২৯. প্রভাবক সহায়ক কী?
৩০. ছদ্ম এক-আণবিক বিক্রিয়া কী?
৩১. ওসাজোন কী?
৩২. সহ-পলিমার কী?
৩৩. ইলেক্ট্রোফাইল কী?
৩৪. নিউক্লিওফাইল কী?
৩৫. মেসোমারিক প্রভাব কাকে বলে?
৩৬. ধাতব বন্ধন কী?

✪☞খ বিভাগ
১. কার্বন ও সিলিকনের মধ্যে পার্থক্য লিখ।
২. অর্থো ও প্যারা হাইড্রোজেন বলতে কী বুঝ? অর্থো ও প্যারা হাইড্রোজেনের পরষ্পর রুপান্তর ব্যাখ্যা কর।
৩. অর্থো হাইড্রোজেন ও প্যারা হাইড্রোজেনের পার্থক্য লিখ।
৪. হ্যালোজেনের অসামঞ্জস্য বিক্রিয়া ব্যাখ্যা কর।
৫. অবস্থান্তর মৌলগুলো রঙিন ও জটিল যৌগ গঠন করে কেন? ব্যাখ্যা কর।
৬. Sc ও Zn d-ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয় -ব্যাখ্যা কর।
৭. ZnO ও PbO উভধর্মী অক্সাইড -ব্যাখ্যা কর।
৮. এনট্রপি কী? দেখাও যে, এনট্রপি একটি অবস্থা অপেক্ষক।
৯. দেখাও যে, জুল থমসন সম্প্রসারণে এনথালপির কোনো পরিবর্তন হয় না।
১০. বিক্রিয়ার ক্রম এবং আণবিকত্ত্বের মধ্যে পার্থক্য লিখ।
১১. প্রথম ক্রম এবং দ্বিতীয় ক্রম বিক্রিয়ার পার্থক্য লিখ।
১২. লবণ সেতুতে KCl এর সম্পৃক্ত দ্রবণ ব্যাবহার করা হয় কেন?
১৩. ক্যানিজারো বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা কর।
১৪. প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য কর।
১৫. ইথানল অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিলেও মিথানল দেয়না -ব্যাখ্যা কর।
১৬. অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার কৌশল বর্ণনা কর।
১৭. দেখাও যে, D-গ্লুকোজ একটি বিজারক চিনি।
১৮. পার্থক্য লিখঃ
ক) দানাদার ও অদানাদার পদার্থ।
খ) প্রোটিন ও নিউক্লিক এসিড।
গ) স্টার্চ ও সেলুলোজ।
ঘ) উল ও সিল্ক।
ঙ) থার্মোপ্লাস্টিক ও থার্মোসেটিং পলিমার।

✪☞গ বিভাগ
১. “নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় হলেও আসলে উহারা নিষ্ক্রিয় নয়” -ব্যাখ্যা কর।
২. নিষ্ক্রিয় গ্যাসগুলো নিষ্ক্রিয় কেন?হিলিয়াম নিয়নের দুটি করে ব্যাবহার লিখ।
৩. স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতির মূলনীতি লিখ।
৪. ট্রিপল সুপার ফসফেটের প্রস্তুতি ও ব্যাবহার লিখ।
৫. ব্যান্ড তত্ত্বের সাহায্যে ধাতুর পরিবাহিতা বর্ণনা কর।
৬. ধাতব বন্ধনের ইলেকট্রন সাগর মতবাদ আলোচনা কর।
৭. ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে অবস্থান্তর মৌলসমূহের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসমূহ লিখ ও ব্যাখ্যা কর।
৮. এনথালপি কী?এনথালপির তাৎপর্য লিখ।
৯. সমতাপীয় প্রক্রিয়া কী ? আদর্শ গ্যাসের সমতাপীয় ও উভমুখী সম্প্রসারণজনিত কাজের রাশিমালা প্রতিষ্ঠা কর।
১০. তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি বর্ণনা কর।
১১. প্রমাণ কর যে, প্রথম ক্রম বিক্রিয়া কখনো শেষ হয় না।
১২. বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাবজনিত আরহেনিয়াসের সমীকরণ উপপাদন কর এবং লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
১৩. বিক্রিয়ার ক্রম কী ? একটি ১ম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের রাশিমালা প্রতিপাদন কর।
১৪. একটি প্রথম ক্রম বিক্রিয়ার প্রারম্ভিক ঘনমাত্রা 0.6 মোল/লিটার থেকে 0.2 মোল/লিটার ঘনমাত্রায় হ্রাস পেতে 5 মিনিট সময় লাগে । বিক্রিয়ার হার ধ্রুবক নির্ণয় কর।
১৫. একটি গ্যালভানিক সেলের কার্যপ্রণালী ও গঠন বর্ণনা কর।

১৬. Cu(s) + ZnSO4(aq) = CuSO4(aq) + Zn(s) বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কী ? দেওয়া আছে, Cu‌*/Cu এবং Zn*/Zn তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভব যথাক্রমে +0.34V এবং -0.76V ।

[ এখানে *=2+ ]
১৭. প্রভাবন বলতে কী বুঝ ? এনজাইম প্রভাবনের বৈশিষ্ট্যসমূহ লিখ।
১৮. সাত প্রকার কেলাস সিস্টেম এর বর্ণনা কর।
১৯. সমরূপতা বলতে কী বুঝ ? চিত্রসহ সোডিয়াম ক্লোরাইড ( NaCl ) স্ফটিকের গঠন বর্ণনা কর।
২০. সন্নিবেশ যৌগ কী ? সীমাবদ্ধতা সহ ভার্নারের সন্নিবেশ তত্ত্ব ব্যাখ্যা কর।
২১. ইলেকট্রনাকর্ষী ও কেন্দ্রাকর্ষী বিকারক বলতে কী বুঝ ? পিরিডিনে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া 3 অবস্থানে ঘটে কেন ?
২২. বেনজিন অপেক্ষা অ্যানিলিন ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দ্রুত দেখায় -ব্যাখ্যা কর।
২৩. পাইরোলে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া 2-অবস্থানে ঘটে কেন ? ব্যাখ্যা কর।
২৪. বেনজিন অণুতে তিনটি দ্বি-বন্ধন আছে,তা কিভাবে প্রমাণ করা যায়?
২৫. সক্রিয়কারী ও নিষ্ক্রিয়কারী গ্রুপ বলতে কী বুঝ ? এর বৈশিষ্ট্যগুলো কী কী?
২৬. উদাহরণসহ SN1 বিক্রিয়ার কৌশল আলোচনা কর।
২৭. কার্বোহাইড্রেট কী ? এদের শ্রেণিবিভাগ আলোচনা কর।
২৮. গ্লুকোজ ও ফ্রুক্টোজের পারষ্পরিক রুপান্তর বর্ণনা কর।
২৯. প্রোটিনের শ্রেণিবিভাগ আলোচনা কর।
৩০. অ্যামাইনো এসিড কী ? a-(আলফা)অ্যামিনো এসিড সংশ্লেষণের দুটি পদ্ধতি বর্ণনা কর।
৩১. পলিমারের শ্রেণিবিভাগ আলোচনা কর।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group