প্রিমিয়াম সাজেশন Premium Suggestionশিক্ষা নিউজ

ডিগ্রী ৩য় বর্ষের সাজেশন ২০২২ বিষয়: রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্র


ডিগ্রী ৩য় বর্ষের সাজেশন ২০২২ বিষয়: রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্র। ডিগ্রী ৩য় বর্ষ পরীক্ষা সাজেশন নিম্নে দেয়া হলো। আর যারা শুধুমাত্র পরীক্ষায় পাস নাম্বার চাচ্ছেন তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো সলভ করবেন।এতো আপনি পাশ নাম্বার কমন পাবেন আশাবাদি এবং যারা মোটামুটি একটা ভালো নাম্বার কম পেতে চাচ্ছেন তারা ২০১৬ সালের বোর্ড প্রশ্ন সলভ করবেন।বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো আপনি বিভিন্ন সাজেশন গাইডে পাবেন এছাড়া আপনার সিনিয়র ভাইবোনদের কাছ থেকে ও সংগ্রহ করতে পারবেন।তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য শুভকামনা। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বিগত সাল থেকে পড়লে ৮০% কমন পড়ার সম্ভবনা থাকে,তাই সাল থেকে পড়লে বই ও সাজেশন উভয় থেকেই পড়ত হবে।

ডিগ্রী ৩য় বর্ষের সাজেশন ২০২২ বিষয়: রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্র

ক.বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয়?।
উঃ ৮ মার্চ তারিখে।
২। ব্রিটিশ ভারতে নারীরা কখন ভোটাধিকার লাভ করে?
উঃ ১৯৩৫ সালে।
৩। বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট কে?
উঃ ইসাবেলা প্রেরণ (আর্জেন্টিনা)
৪। বিশ্বের প্রথম নারী অধিকার বিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত?
উঃ মেক্সিকো তে।
৫। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কয়টি?
উঃ ৫০ টি।
৬। নারীবাদ কি?
উঃ নারীবাদ হলো নিপীড়ন মূলক জেন্ডার সম্পর্কের বিরুদ্ধে নারী আন্দোলন।
৭। জেন্ডার কি?
উঃ নারী ও পুরুষ সম্পর্কীয় মনস্তাত্ত্বিক সামাজিক ও সাংস্কৃতিক বোধ হচ্ছে জেন্ডার।
৮। নারীর দ্বৈত ভূমিকা কি?
উঃ নারীর দ্বৈত ভূমিকা হলো তার পারিবারিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক কর্মক্ষেত্রে নারীর দায়িত্ব ও কর্তব্যবোধ।
৯। দুইজন উদারপন্থী নারীবাদীর নাম লিখ।
উঃ ১. জন স্টুয়ার্ট মিল এবং ২. বেটি ফ্রাইডেন।
১০। বিধবা বিবাহ প্রথা কে প্রচলন করেন?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১১। পূর্ণরূপ লিখ: GAD,
উঃGAD- Gender and Development.
১২। “The Subjection of Women” বইটির লেখক কে?
উঃ জন স্টুয়ার্ট জন মিল।
১৩। A Vindication of Rights of Women বইটি কার?
উঃ ব্রিটিশ লেখিকা Mary Wallston.
১৪। Betty Freidebn এর বিখ্যাত বইয়ের নাম কি?
উঃ The Feminine Mystique.
১৫। Eco-Femininsm এর অর্থ কি?
উঃ পরিবেশ নারীবাদ।
১৬। কৃষ্ণাঙ্গ নারীবাদ কি?
উঃ জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদি শ্রেণিগত বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্ত করার জন্য যে নারীবাদ আন্দোলন পরিচালিত তাই কৃষ্ণাঙ্গ নারীবাদ
১৭। The Second Sex গ্রন্থটির লেখক কে?
উঃ সিমন দ্য বুভেয়ার।
১৮। চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ চীনের বেইজিং এ ১৯৯৫ সালে।
১৯। বেইজিং প্লাস টেন। সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উঃ ২০০৫ সালের ২৮ ফ্রেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত।
২০। পূর্ণরূপ লিখ : CEDAW, MDG, PFA,
উঃ
২১। কেউ নারী হিসাবে জন্ম গ্রহণ করেন না, নারী হিসেবে তৈরি হয় ” কথাটি কে বলেছেন?
উঃ সিমন দ্য ব্যুভেয়ার।
২২। Subversive Women – গ্রন্থটি লেখক কে?
উঃ সাসকিয়া উইরিংগা।
২৩। কে প্রথম সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?
উঃ উইলিয়াম বেন্টিঙ্ক।
২৪। নারীর প্রতি সহিংসতা বলতে কি বুঝ?
উঃ কোনো নারীর উপর হুমকি বা বল প্রয়োগের মাধ্যেমে অনইচ্ছাকত কাজ করানো।
২৫। মালালা ইউসুফজাই কোন দেশের?
উঃ পাকিস্তানের।
২৬। মেরি ওলস্টোনক্র্যাফ্‌ট কে ছিলেন?
উঃ আধুনিক নারীবাদ চিন্তাজগতের এক অন্যতম পথিকৃৎ।
২৭। “Feminism শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উঃ Femmc থেকে এসেছে।
২৮। ইভটিজিং কি?
উঃ নিজে পড়।
২৯। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি?
উঃ বেগম খালেদা জিয়া।
৩০। বাংলাদেশ মহিলাদের জন্য পৃথক মন্ত্রণালয় কোনটি?
উঃ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

খ. বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন

১। নারী উন্নয়ন কি? নারী উন্নয়ন ব্যাখ্যা কর।১০০%
২। নারী নির্যাতন প্রতিরোধে তোমার সুপারিশ কি?১০০%
৩। উদারপন্থী, মার্কসীয়, ও কৃষ্ণাঙ্গ নারীবাদ কি?১০০%
৪। নারীর অদৃশ্য অবদান ও নারীর অধস্তনতা বলতে কি বুঝ?১০০%
৫। নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝ?১০০%
৬। পুরুষতান্ত্রিক মতাদর্শ কি?১০০%
৭। জেন্ডার শ্রম বিভাজন কি? জেন্ডার উন্নয়ন কি?১০০%
৮। সিডো কি? সালিশ কি? বিশ্বায়ন কি?১০০%
৯। রাজনীতিতে নারী অংশগ্রহণ বলতে কি বুঝ?১০০%
১০। পুজিবাদে নারীর অবস্থান নির্ণয় কর।৯৯%
১১। নারী উন্নয়নের এপ্রোচগুলো কি?৯৮%
১২। সেক্স ও জেন্ডার কি? সেক্স ও জেন্ডারের মধ্যে পার্থক্য কি?
১৩। সিডো কি? সালিশের ভূমিকা কি? নিরাপদ মাতৃত্ব কি?
১৪। জাতীয় সংসদে নারীদের সংরক্ষিত আসনের প্রয়োজনীতা ব্যাখ্যা কর। ৯০%

গ. বিভাগ : রচনামূলক প্রশ্ন

১। নারী ও রাজনীতি কি? নারী ও রাজনীতি অধ্যায়নের গুরুত্ব আলোচনা কর।১০০%
২। নারীর ক্ষমতায়ন কি? বাংলাদেশে নারী ক্ষমতায়নের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।১০০%
৩। নারীর অধস্তনতা বলতে কি বুঝ? নারীর অধস্তনতার কারণসমূহ (সামাজিক) আলোচনা কর।১০০%
৪। গণমাধ্যম কি? নারী উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা আলোচনা কর।অথবা, নারী উন্নয়নে গণমাধ্যমের প্রভাব বিস্তারিত আলোচনা কর।১০০%
৫। নারীর অদৃশ্য অবদান কি? বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে নারীর অবদান আলোচনা কর।
৬। নারী উন্নয়নে জাতিসংঘের ভূমিকা এবং নারী ক্ষমতায়নে NGO- এর ভূমিকা আলোচনা কর।১০০%
৭। নারী উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ ব্যাখ্যা কর।১০০%
অথবা, নারীর প্রতি সহিংসতা বা নির্যাতন প্রতিরোধে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত উদ্যোগগুলো কি?১০০%
৮। রাজনীতিতে নারী অংশগ্রহণ বলতে কি বুঝ? বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।১০০%
৯। নারী নেতৃত্ব কাকে বলে? বাংলাদেশের রাজনীতিতে নারীর নেতৃত্বমূলক ভূমিকা আলো

Degree 3rd Year Recommendation 2022 Subject: Political Science Paper 6th. The degree 3rd-year exam suggestion is given below. And those who are only asking for pass marks in the examination will solve the previous board questions of the national university. So you are hopeful of getting the pass marks in common and those who want to get a fairly low number will solve the board question of 2016. You will find the previous year’s board questions in various suggestion guides as well as collect them from your senior siblings. Good luck to third-year students. There is an 80% chance of reading the very short questions from the last year, so from the year onwards, you will have to read both from the book and the suggestion.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group