উপবৃত্তি নিউজশিক্ষা খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেধাবী ও অসচ্ছলদের বৃত্তি দেবে

প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০ জন মেধাবী ও ৩৮ জন অসচ্ছল শিক্ষার্থীসহ মোট ৫৮ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেধাবী ও অসচ্ছলদের বৃত্তি দেবে।স্নাতক (সম্মান) শ্রেণির ফলাফলের ভিত্তিতে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে প্রতিটি বিভাগ হতে ১ জন করে ১৯ টি বিভাগ হতে মোট ১৯ জন এবং ১ম বর্ষ হতে ৪র্থ বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে প্রতিটি বিভাগ থেকে ২ জন করে মোট ৩৮ জন অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।

বিভাগের চেয়ারম্যান, ছাত্র উপদেষ্টা ও একজন শিক্ষককে নিয়ে প্রতিটি বিভাগের কমিটি গঠন করে আগামী ২০ এপ্রিলের মধ্যে শিক্ষার্থীদের নাম রেজিস্ট্রার দপ্তরে প্রেরণের জন্য বলা হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সাড়ে আট হাজার টাকা করে এককালীন আর্থিক সহায়তা প্রদান করবে বিশ্ববিদ্যালয় প্রসাশন।ডেপুটি রেজিস্ট্রার দলিলুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

Scholarships will be given to meritorious and indigent people at Comilla University. Based on the results of the undergraduate (honors) class, the total number of students studying in the postgraduate class will be 1 from each department for a total of 19 students from 19 departments and 2 students from 1st to 4th year. Scholarships will be given to indigent students. A committee comprising the chairman of the department, a student advisor, and a teacher has been formed in each department and the names of the students have been asked to be sent to the registrar’s office by April 20. The university administration will provide one-time financial assistance of Rs. 8,500 to meritorious and indigent students of Comilla University (CUB).

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group