শিক্ষা খবরশিক্ষা নিউজ

এইচএসসিতে প্রতিবন্ধী কোটায় শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন শুরু

এইচএসসিতে প্রতিবন্ধী কোটায় শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন শুরু।আজ থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২০২০-২১ সালে বিটিসি/সমতুল্য, প্রতিবন্ধী কোটায় ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। এরই ধারাবাহিকতায় ২৪ মে থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে আগামী ৩১ মে পর্যন্ত।এ ছাড়াও সমতুল্য ও প্রতিবন্ধী কোটায় ভর্তিকৃত শিক্ষার্থীদের ২৩ মে পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ বিটিসি’র মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলেও আদেশে উল্লেখ রয়েছে।

২০২০-২১ সালে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিটিসি’র মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ২৪ মে থেকে শুরু হয়ে ৩১ মে, ২০২২ তারিখ পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে e-SIF ফরম পূরণ করে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

Online registration of students under the disability quota in HSC begins. From today, the online registration process of students admitted under BTC/equivalent, disabled quota in 2020-21 at the higher secondary level will begin. In continuation this, the program will start on May 24 and will continue till May 31. Apart from this, the registration of students admitted under the equivalent and handicapped quota will be completed by the board on the basis of information received till May 23. The board authorities will not be responsible for complications arising out of the subsequent complications if the concerned college fails to complete the registration of the students admitted through BTC within the stipulated time, the order said.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group