উপবৃত্তি নিউজশিক্ষা নিউজ

ইবনে সিনা স্নাতক অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি দেবে

ইবনে সিনা স্নাতক অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি দেবে।স্নাতক ১ম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার ঘোষণা দিয়েছে ইবনে সিনা ট্রাস্ট। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, কৃষি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মেডিকেল কলেজ ও মেডিকেল টেকনােলজি কোর্সে ২০২০-২১ সালে অধ্যায়নরত প্রথম বর্ষের নিয়মিত ছাত্র-ছাত্রী এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।অনলাইনে আবেদনের শেষ সময় আগামী ৭ এপ্রিল। তবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সরাসরি অথবা ডাকযােগে আবেদন পত্রের হার্ডকপি জমা দেয়া যাবে।

আবেদনের শর্তাবলী:

ফরম সাবমিট করার আগে ভালাে করে সকল প্রকার তথ্য যাচাই করে সাবমিট করতে হবে। সাবমিট করার পর কোন প্রকার এডিট করার সুযােগ নেই।
একজন আবেদনকারী একাধিক আবেদন করতে পারবেন না।
বৃত্তি নবায়নের ক্ষেত্রে বর্তমানে অধ্যযেনরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধান কর্তৃক অধ্যয়ন সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর কপি ডাকযােগে ইবনে সিনা ট্রাস্ট এর ঠিকানায় পাঠাতে হবে।
নতুন আবেদনকারী ও নবায়নকারী উভয়কে অনলাইন এর মাধ্যমে সাবমিট করা ফরম প্রিন্ট করে স্বাক্ষরসহ প্রযােজনীয় কাগজপত্রাদি ইবনে সিনা ট্রাস্টের ঠিকানায় ডাকযােগে অথবা সরাসরি প্রেরণ করতে হবে।

আবেদনকারীকে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, কৃষি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মেডিকেল কলেজ ও মেডিকেল টেকনােলজি কোর্সে ২০২০-২১ সালে অধ্যায়নরত প্রথম বর্ষের নিয়মিত ছাত্র-ছাত্রী হতে হবে।
এসএসসি/দাখিল অথবা এইচএসসি/আলিম/সমমান পরীক্ষায় কমপক্ষে একটিতে জিপিএ-৫ থাকতে হবে।
বৃত্তির আবেদন পত্র অপূর্ণাঙ্গ বা যথাযথ না হলে বাতিল বলে গণ্য হবে।
আবেদনপত্রের ‘লাল’ তারকা চিহ্নিত স্থান গুলাে অবশ্যই পুরন করতে হবে।
বৃত্তি নবায়নের ক্ষেত্রে ইসলামী ব্যাংকের ১৭ ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

আবেদনকারীর অভিভাবক চাকরিজীবী হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব প্যাডে প্রত্যয়নপত্র।
পিতা বা অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
আবেদনকারী ইয়াতিম হলে চেয়ারম্যান/স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়ন পত্র।
আবেদন কারী প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রত্যয়ন পত্র।
মুক্তিযােদ্ধার সন্তান-সন্ততির ক্ষেত্রে, মুক্তিযােদ্ধা সনদের ফটোকপি।
নতুন আবেদনকারীকে খামের উপর ‘ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি’ এবং নবায়নের ক্ষেত্রে ‘শিক্ষাবৃত্তি নবায়ন’ লেখা বাধ্যতামূলক।

এইচএসসি/আলিম/সমমান পরীক্ষা থেকে বিগত সকল পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি।
প্রথম আবেদনকারীর ও নবায়ন উভয় ক্ষেত্রে সর্বশেষ পরীক্ষার নম্বরপত্র/সেমিসটারের ফলাফলের সত্যায়িত কপি।
শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধানের সুপারিশ পত্র (শিক্ষা প্রতিষ্ঠানের মূল প্যাডে হতে হবে)।
যারা সম্প্রতি কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন তাদের ভর্তির মূল মানি রিসিটের ফটোকপি।
পিতা বা অভিভাবকের আযের বিবরণ (স্থানীয় চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের নিজস্ব প্যাডে হতে হবে)।

The Ibn Sina Trust has announced that it will provide scholarships to undergraduate students. Regular first-year students studying in various public universities, engineering, agricultural universities, madrasas, medical colleges, and medical technology courses in the country in 2020-21 can apply for this scholarship. The last date to apply online is April 8. However, a hard copy of the application form can be submitted directly or by post till April 14.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group