পরীক্ষারেজাল্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিট রেজাল্ট ২০২২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) ফল প্রকাশিত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে( www.juniv-admission.org) এ ফল প্রকাশ করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রোববার ‘সি’ ইউনিটের মধ্যদিয়ে এবারের ভর্তিযুদ্ধ শুরু হলো। আজ সোমবার ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাঁচ শিফটে এ পরীক্ষা হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিট রেজাল্ট ২০২২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে( www.juniv-admission.org) এ ফলাফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা আখতার বলেন, ‘বি’ ইউনিটের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২৩ হাজার ৭৯১ জন ভর্তিচ্ছু। যা এই ইউনিটের মোট ভর্তিচ্ছুর ৬২.০৭ শতাংশ। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ছয় হাজার ২২৬ জন। সে হিসেবে পাসের হার ২৬ শতাংশ।

Jahangirnagar University (JU) has published the results of the ‘B’ unit (Faculty of Sociology) of the admission test for the first year of graduation (honors) in the academic year 2020-21. The results were published on the university’s admissions website (juniv-admission.org) on ​​Monday (November 15). Professor Rasheda Akhter, Dean, Faculty of Sociology, University, said that 23,791 students had participated in the examination under the ‘B’ unit. Which is 72.06 percent of the total admission of this unit. Six thousand 228 people have passed the examination. As such, the pass rate is 26 percent.

The merit list of 10 times admission has been published against 326 seats in the ‘B’ unit. A separate merit list of students has been published. The number of students who got the first admission in the merit list is 8.36 and the number of students who got the first admission in the merit list is 85.02. Earlier, the university admission test started on November 9. The admission test for ‘F’ and ‘I’ units is going on on Monday. Meanwhile, the results of ‘D’, ‘G’ and ‘H’ units have been released.

‘বি’ ইউনিটে ৩২৬টি আসনের বিপরীতে ১০ গুণ ভর্তিচ্ছুর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ছাত্র ও ছাত্রীদের আলাদা মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

ছাত্রদের মেধাতালিকায় প্রথম হওয়া ভর্তিচ্ছুর প্রাপ্ত নম্বর ৭৭.৩৬ এবং ছাত্রীদের মেধাতালিকায় প্রথম হওয়া ভর্তিচ্ছুর নম্বর ৭৫.০২।

এর আগে, গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার ‘এফ’ এবং ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। এরইমধ্যে ‘ডি’, ‘জি’ এবং ‘এইচ’ ইউনিটের পরীক্ষা শেষে ফল প্রকাশ করা হয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group