প্রশ্ন সমাধান

ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার প্রশ্ন ও উত্তর 2022 সমাজসেবা অধিদপ্তর

Union Somaj Kormi Jobs Exam Question and Answer 2022, ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার প্রশ্ন ও উত্তর 2022 সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী পদে লিখিত পরীক্ষা (এমসিকিউ) সারা দেশে একসঙ্গে অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর। সমাজকর্মী পদে আবেদন করেছেন ৬ লাখ ৬২ হাজার ২৭০ জন। সে হিসাবে ১টি পদের জন্য লড়বেন ১ হাজার ৪৩০ জন।

DSS পরীক্ষার্থীর জন্য নির্দেশনা প্রকাশ করেছে সমাজসেবা অধিদপ্তর।

নির্দেশনায় বলা হয়েছে, লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে প্রার্থীকে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করতে পারবেন না।

পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে ওএমআর ফরম দেওয়া হবে। ওএমআর ফরমের নির্দিষ্ট বক্সে বাংলায় দুটি বাক্য ও ইংরেজিতে দুটি বাক্য লিখতে হবে।

পরীক্ষার্থীকে পরীক্ষাকক্ষে অবস্থানকালে অবশ্যই উভয় কান উন্মুক্ত রাখতে হবে। আবেদনপত্রে পরীক্ষার্থীর দেওয়া ছবি হাজিরা শিটে থাকবে এবং ইনভিজিলেটর এ ছবি দিয়ে পরীক্ষার্থীকে যাচাই করবেন। ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার তারিখ ২১ অক্টোবর ২০২২ইং

ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার প্রশ্ন ও উত্তর 2022 সমাজসেবা অধিদপ্তর

21 October 2022 ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান pdf ২০২২ Download Link

ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার প্রশ্ন ও উত্তর 2022 সমাজসেবা অধিদপ্তর

ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার প্রশ্ন ও উত্তর 2022 সমাজসেবা অধিদপ্তর

আবেদনপত্রে প্রার্থীর দেওয়া স্বাক্ষরের সঙ্গে পরীক্ষার হাজিরা শিট এবং ওএমআর শিটে স্বাক্ষরসহ সব তথ্যে মিল থাকতে হবে। পরীক্ষার্থীকে উত্তরপত্রে অবশ্যই কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। Somaj Seba Odhidoptor Porikkhar Prosno 2022

সাধারণ জ্ঞান:
৫৬. বিমসটেক এর সদস্য- ৭

৫৭. “ বয়স্ক ভাতা” সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম এর আওতাধীন- সামাজিক নিরাপত্তা বেষ্টনী

৫৮. সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়- ২০ জানুয়ারি ১৯৭২

৫৯. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ-১৭ মার্চ ১৯২০

৬০. ইদলিব কোন দেশের শহর- সিরিয়ার

৬১. মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত- ১০ নম্বর

৬২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রীর নাম কি- জনাব নুরুজ্জামান আহমেদ

৬৩. MENA কোন দেশের সংবাদ সংস্থা- মিশর

৬৪. সাঁতার কাটা সহজ কোথায়- সাগরে

৬৫. বিশ্ব সমাজকর্ম দিবস কবে পালিত হয়- মার্চ মাসের ৩য় মঙ্গলবার

৬৬. বাংলাদেশে সমাজসেবা দিবস কবে পালিত হয়- ২ জানুয়ারি

৬৭. বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৮ বিমানটির কি নামকরণ করা হয়- আকাশবীণা

৬৮. ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটে মোট কতটি দেশ অংশ নেবে- ১৪ টি

৬৯. বঙ্গবন্ধু স্যাটেলাইট-০১ এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়-০৪ সেপ্টেম্বর

৭০. চীনের ই কমার্স প্রতিষ্ঠাতা আলিবাবা ডট কম এর প্রতিষ্ঠাতা- জ্যাক মা

বাংলা সমাধানঃ
১. বাংলা ভাষার অভিধান প্রথম কে রচনা করেন?- ফাদার ম্যানায়েল (পুরো নাম মানুএল দা আসসুম্পসাঁউ)

২. রচনা ও লিঙ্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?- রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব

৩. Lexicography এর বাংলা পারিভাষিক শব্দ- অভিধানতত্ত্ব

৪. ‘ষড়ঋতু’ শব্দের সন্ধি বিচ্ছেদ- ষট্+ঋতু

৫. চক্ষুদান করা বাগধারার অর্থ কি- চুরি করা

৬. ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে- এক কথায় হবে- অবিমৃষ্যকারী

৭. কোন বানানটি শুদ্ধ- আবিষ্কার ( অত্যাধিক নয় হবে অত্যধিক, অদ্যপি নয় হবে অদ্যাপি, আদ্যাক্ষর নয় হবে আদ্যক্ষর)

৮. পদ্মের সমার্থক শব্দ- অরবিন্দ।

পদ্ম এর আরো সমার্থক শব্দাবলি: অব্জ, অম্বুজ, অম্ভোজ, অরবিন্দ, অসিতোৎপল, ইন্দিবর, ইন্দুকমল, উৎপল, কমল, কমলিনী, কহ্লার, কালকঞ্জ, কুবলয়, কুবলয়া,কুবেল, কুমুদ, কুমুদিনী,কুমুদী, কুশেশয়, কৈরব, কোকনদ, তামরস, নলিন, নলিনী, নীরজ, নীলকমল, নীলকুমুদ, নীলপদ্ম, নীলোৎপল, পঙ্কজ, পদ্ম, পুণ্ডরীক, পুষ্কর, বিসকুসুম, বিসজ, মৃণালী, রক্তকমল ইত্যাদি।

৯. তৎসম শব্দের উদাহরণ- মানব

১০. কোনটির লিঙ্গান্তর হয় না-কবিরাজ

১১. দর্শন মাত্র কোন সমাসের উদাহরণ- নিত্য সমাস

১২. Idiolect এর বাংলা উপভাষা

১৩.বিশ্বকাবি তার কোন কবিতাটি উৎসর্গ করেছিলেন বিদ্রোহী কবি কে- বসন্ত

১৪. জিজ্ঞাসিব জনে জনে- “জনে জনে” কোন কারকে কোন বিভক্তি? – কর্মে ৭মী

১৫. অবিরাম যাত্রার চিত্র সংঘর্ষে/ একদিন সে পাহাড়ে উঠবেই। কবিতাংশটির কার রচনা

১৬. কোথায় থাকা হয়- বাক্যটি কোন বাচ্যের উদাহরণ-ভাববাচ্যের উদাহরণ

১৭. “ অভি” কোন ভাষার উপসর্গ-তৎসম

১৮. “কমলাকান্তের দপ্তর” বঙ্কিমচন্দ্রের কোন ধরনের রচনা- প্রবন্ধ রচনা

১৯. “ কুসুম” শব্দের সঙ্গে বহুবচনের কোন রূপটি মানান সই- নিচয়

২০. “ যত্ন করলে রত্ন মিলিবে” এখানে “ করিলে” কোন ক্রিয়ার উদাহরণ- দ্বিকর্মক

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group