প্রশ্ন সমাধান

রপ্তানি উন্নয়ন ব্যুরো পদের নাম: নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর/ টেলিফোন অপারেটর প্রশ্ন সমাধান

রপ্তানি উন্নয়ন ব্যুরো পদের নাম: নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর/ টেলিফোন অপারেটর প্রশ্ন সমাধান
পূর্ণমান: 80 সময়: 90 মিনিট তারিখ: 18 মার্চ 2023
প্রশ্নের মান বণ্টন: বাংলা 20, ইংরেজি 20, গণিত-20, সাধারণ জ্ঞান -20

1. রচনা লিখুন। “একুশে বইমেলা” । 8
2. শুদ্ধ করে লিখুন। 2
ক) ষ্টেশন
উত্তর: স্টেশন
খ) উর্মী
উত্তর: ঊর্মি
3. বাক্য গঠন করুন। 2
ক) আক্কেল সেলামী
উত্তর: (বোকামীর দণ্ড): ট্রেনে টিকিট না কেটে উঠে তাকে আক্কেল সেলামী দিতে হল।
খ) হাতের পাঁচ
উত্তর: (শেষ সম্বল): ব্যাংকে দুই লক্ষ টাকায় এখন তার হাতের পাঁচ।
4. ক) যতি চিহ্নের অপর নাম কী? 2
উত্তর: বিরাম চিহ্ন
খ) সমাসের মাধ্যমে কী গঠিত হয়?
উত্তর: নতুন শব্দ
5. সন্ধি বিচ্ছেদ করুন। 2
ক) পিত্রালয়
উত্তর: পিতৃ + আলয়
খ) কুলটা
উত্তর: কুল+অটা
6. সমার্থক শব্দ লিখুন। 2
ক) তিলোত্তমা
সমার্থক শব্দ: শ্রেষ্ঠ
খ) অখিল
সমার্থক শব্দ: পৃথিবী

7. এক কথায় প্রকাশ করুন। 2
ক) একই সময়ে বর্তমান
উত্তর: সমসাময়িক
খ) আহারে সংযম যার।
উত্তর: মিতাহারী
8. Write a paragraph on Digital Bangladesh. 7
9. Fill in the gaps. 3
a. Iron is——useful than any metal.
Answer: a
b. He insisted——going to home at once.
Answer: on
c. If I——-rich! আমি যদি ধনী হতাম।
Answer: were
10. Translate into English 3
ক) ধনীরা সবসময় সুখী নয়।
Answer: The rich are not always happy.
খ) সে তিন দিন যাবৎ জ্বরে ভুগছে।
Answer: He has been suffering from fever for three days.
গ) এই কাজটি করা শক্ত।
Answer: This work is difficult to do.

11. Make sentence with following phrases. 2
a. A bed of roses (Comfortable situation – সহজ পরিস্থিতি বা আরামদায়ক ব্যাপার): Life is not a bed of roses. জীবন কখনই খুব আরামদায়ক না।
b. A rainy day (bad time- দুঃসময়): We should save money for a rainy day. আমাদের দুঃসময়ের জন্য কিছু অর্থ সঞ্চয় করা উচিৎ।
11. Correct the following sentence. 3
a. There is two high schools in our village.
Answer: There are two high schools in our village. (এখানে High school যেহেতু Plural তাই Verb হবে are ।)
b. Children enjoys listening ghost stories.
Answer: Children enjoy listening ghost stories.
(এখানে Children যেহেতু Plural তাই Verb হবে enjoy)
c. We met yesterday, haven’t we?
Answer: We met yesterday, didn’t we?
মূল বাক্য যেহেতু Past Indefinite Tense তাই Tag হবে didn’t we.
13. Correct the following words. 2
a. Committe
Answer: Committee
b. Omition
Answer: Omission
14. 4 টাকায় 5 টা মার্বেল ক্রয় করে 5 টাকায় 4 টি মার্বেল বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 5
সমাধান: 5 টির ক্রয়মূল্য = 4 টাকা
1 টির ক্রয়মূল্য = 4/5 টাকা
4 টির ক্রয়মূল্য = (4×4)/5 = 3.2 টাকা
বিক্রয়মূল্য = 5 টাকা
লাভ = 5-3.2 = 1.8 টাকা
শতকরা লাভ = 1.8/3.2×100
= 56.25 টাকা
উত্তর: 56.25% লাভ
15. সুদের হার শতকরা 7% থেকে কমে 5% হওয়ায় এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে গেল। তার মূলধন কত?5
সমাধান: মনে করি আসল = x টাকা
5 বছরে 70 টাকা কমলে প্রতি বছর কমে = 70/5 = 14 টাকা
প্রশ্নমতে, x×7%-x×5%=14
বা, x×2%=14
বা, 2x/100=14
বা, x=1400/2
x=700
আসল = 700 টাকা
উত্তর: 700 টাকা
16. একটি ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বীগুন এবং ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা কত? 5
সমাধান: মনে করি আয়তকার ঘরের বিস্তার = x মিটার
দৈর্ঘ্য = 2x মিটার
প্রশ্নমতে, x×2x = 512
বা, x^2=256
বা, x^2=16^2
বা, x=16
বিস্তার =16 মিটার
দৈর্ঘ্য = 32 মিটার
পরিসীমা = 2(16+32) মিটার
= 96 মিটার
উত্তর: 96 মিটার
17. -x+3y=7 এবং -2x+2y=6 হলে x ও y এর মান কত? 5
সমাধান: -x+3y=7——–(i)
-2x+2y=6——-(ii)
সমীকরণ i×2-ii
-2x+6y+2x-2y=14-6
বা, 4y=8
বা, y=2
y এর মান i নং সমীকরণে বসালে পাই
-x+3y=7
বা, -x+3×2=7
বা, -x=7-6
বা, x=-1
উত্তর: x=-1,y=2

18. সংক্ষিপ্ত উত্তর দিন। 20
ক) ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
খ) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কত তারিখে?
উত্তর: 10 জানুয়ারি 1972
গ) কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে?
উত্তর: হামিদুর রহমান
ঘ) রাণীক্ষেত রোগ কোন প্রাণীর সাথে সর্ম্পকিত?
উত্তর: মুরগী
ঙ) ইউরিয়া সারের প্রধান উপাদান কী?
উত্তর: মিথেন গ্যাস
চ) মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত নারীর নাম লিখুন।
উত্তর: তারামন বিবি বীরপ্রতীক,
ক্যাপ্টেন সেতারা বেগম বীরপ্রতীক
ছ) চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা কে চালু করেন?
উত্তর: লর্ড কর্নওয়ালিশ
জ) কী বোর্ডের ফাংশনাল কী কতটি?
উত্তর: 12 টি
ঝ) OCR এর পূর্ণরূপ লিখুন।
উত্তর: Optical Character Recognition/ Reader
ঞ) বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্ণরের নাম কী?
উ: আব্দুর রউফ তালুকদার

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group