শিক্ষা খবরশিক্ষা নিউজ

একাদশ শ্রেণিতে চতুর্থ পর্যায়ে ভর্তির আবেদন শুরু

একাদশ শ্রেণিতে চতুর্থ পর্যায়ে ভর্তির আবেদন শুরু।২০২১-২২ সালে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় (সর্বশেষ) চতুর্থ ধাপে আবেদন গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলকে নিম্নোক্ত সময়সূচি অনুসরণ করতে বলা হলো।আবেদন গ্রহণ শুরু হবে ২৬ ফেব্রুয়ারি থেকে। ২৭ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন যাচাউ বাছাই কফা হবে ২৮ ফেব্রুয়ারি। ফল প্রকাশ করা হবে ১ মার্চ রায় ৮টায়। শিক্ষার্থীর সিলেকশন ও নিশ্চায়ন এবং ভর্তি ২ মার্চ থেকে ৩ মার্চ বিকাল ৫টা পর্যন্ত।

২০২১-২২ সালে একাদশ শ্রেণিতে চতুর্থ পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হচ্ছে আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি)। শিক্ষার্থী, অভিভাবক এবং কলেজ অধ্যক্ষদের অনুরোধের প্রেক্ষিতে এই এই সুযোগ দেয়া হচ্ছে।সম্প্রতি আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি (ভারপ্রাপ্ত) এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক দপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একাদশ শ্রেণিতে চতুর্থ পর্যায়ে ভর্তির আবেদন শুরু

যারা আবেদন করতে পারবেন

যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করে কলেজ সিলেকশন পায়নি।
যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোন কারণে কলেজে ২৪ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা নিশ্চায়ন করতে পারেনি।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

The application for admission in the fourth stage of class XI has started. It has been decided to accept the application for the fourth stage again (last) for the purpose of online admission in class XI in 2021-22. In this regard, all concerned students and parents are asked to follow the following schedule. Acceptance of applications will start from 26 February. Applications can be submitted till 8 pm on 28th February. Application verification and selection will be done on 26th February. The results will be released on March 1 at 8 p.m. Student selection and confirmation and admission from 2nd March to 3rd March at 5 pm.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group