বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি তথ্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবম মেধাতালিকা প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবম মেধাতালিকা প্রকাশ।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২০-২১ সালে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির জন্য নবম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। নবম মেধাতালিকায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য ইউনিটে ফাঁকা থাকা মোট ২৯৫টি আসনের বিপরীতে মনোনীত বিষয় পেয়েছে শিক্ষার্থীরা।শুক্রবার ( ২৫ ফেব্রুয়ারি) নবম মেধাতালিকা প্রকাশ করা হয়।নবম মেধাতালিকায় বিজ্ঞান (এ) ইউনিটে ২২৪জন, মানবিক (বি) ইউনিটে ৩৭জন এবং বাণিজ্য (সি) ইউনিটে ৩৪জন শিক্ষার্থী বিষয় মনোনয়ন পেয়েছে।একইসাথে বিজ্ঞান (এ), মানবিক (বি) ও বাণিজ্য (সি) ইউনিটে নবম মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩টি ইউনিটে মোট আসন সংখ্যা ২,৭৬৫টি। আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তীতে দশম মেধাতালিকা প্রকাশ করা হবে।ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীরা নগদ, রকেট কিংবা শিউর ক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভর্তি ফি জমা দিতে পারবেন। ভর্তির যাবতীয় বিষয়াবলি http://admission.jnu.ac.bd/adn2021/ এই ওয়েবসাইটে পাওয়া যাবে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, নবম মেধাতালিকার যেসব শিক্ষার্থী বিষয় পেয়েছেন তাদেরকে ২৬ ফেব্রুয়ারি হতে ২৭ ফেব্রুয়ারি বিকাল ৪ টার মধ্যে ভর্তি ফি ও কাগজপত্রাদি সংশ্লিষ্ট বিভাগে জমা দিয়ে ভর্তি হতে হবে

Ninth Merit List of Jagannath University published. The ninth Merit List of Jagannath University (JU) for admission in the first year of Graduation (Honors) and BBA in 2020-21 has been published. In the ninth merit list, the students got nominated subjects against a total of 295 vacant seats in science, humanities, and commerce units. The ninth merit list was published on Friday (February 25). 34 students have been nominated in the unit. Simultaneously, the ninth migration list has been published in Science (A), Humanities (B), and Commerce (C) units.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group