শিক্ষা খবরশিক্ষা নিউজ

একাদশে ভর্তি নিশ্চয়নের জন্য রেজিস্ট্রেশন ফি জমা দেয়া শুরু হয়েছে

একাদশে ভর্তি নিশ্চয়নের জন্য রেজিস্ট্রেশন ফি জমা দেয়া শুরু হয়েছে। ৬ ফেব্রুয়ারির মধ্যে ভর্তির জন্য রেজিস্ট্রেশন ফি জমা না দিলে এবং নিশ্চয়ন না করলে তাদের আবেদন বাতিল করে দেয়া হবে। তাই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যারা বিভিন্ন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে তাদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই ফি দিতে হবে। একাদশে ভর্তি নিশ্চয়নের জন্য রেজিস্ট্রেশন ফি জমা দেয়া শুরু হয়েছে। গতকাল থেকে ভর্তিচ্ছুরা টাকা জমা দিচ্ছেন।

আগামী ৬ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত এই ফি জমা দিতে পারবেন। বোর্ড থেকে নির্ধারিত ২২৮ টাকার বাইরে বাড়তি কোনো টাকা নিতে পারবে না প্রতিষ্ঠানগুলো। সাথে মোবাইল ব্যাংকিং চার্জ দিতে হবে। সেখান থেকে সিলেক্ট করতে হবে একাদশে ভর্তি অপশন। সেখানে শিক্ষার্থীকে বোর্ড, পাসের বছর এবং রোল নম্বর দিতে হবে। দিয়ে সেখানে ট্যাপ করলে বিলের পরিমাণ দেখাবে। বিল দেখানোর পর ট্যাপ করে পরের অপশনে যাবে এবং ট্যাপ করতে বলবে। এবার সেখানে ট্যাপ করে ধরে থাকলেই বিল পে হয়ে যাবে। পরে সেখান থেকে ডিজিটাল রিসিট পাওয়া যাবে, যা পরবর্তী কাজের জন্য শিক্ষার্থীদের সংরক্ষণ করতে হবে।

ভর্তি বিষয়ক ওয়েবসাইটে কয়েকটি অপারেটরের মাধ্যমে এই ফি দেয়া যাবে বলে বলা হয়েছে। বিকাশ, রকেট, নগদ, সোনালী ওয়েব পেমেন্ট সিস্টেম, সোনালী ইসেবা পেমেন্ট সিস্টেম, টেলিটক পেমেন্ট, ইউপে পেমেন্টের মাধ্যমে এই রেজিস্ট্রেশন ফি দেয়া যাবে। বিকাশে বিল পেমেন্ট করতে হলে প্রথমে অ্যাপ ওপেন করতে হবে। সেখান থেকে বিল পে অপশনে ট্যাপ করতে হবে।

The registration fee has been started for confirmation of admission in class XI. Failure to submit and confirm the registration fee for admission by February 8 will result in the rejection of their application. So the issue is very important. Those who have been selected for admission in different colleges have to pay this fee through mobile banking. The registration fee has been started for confirmation of admission in class XI. The students have been depositing money since yesterday.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group