৭ কলেজশিক্ষা নিউজ

সাত কলেজে নতুন আরও দুই টা সাবজেক্ট যুক্ত হচ্ছে

সাত কলেজে নতুন আরও দুই টা সাবজেক্ট যুক্ত হচ্ছে।যুগের বাস্তবতাকে সামনে রেখে কাজ করতে হবে। সে জায়গা থেকে এটা ভালো উদ্যোগ। শুধু বিষয় খুললেই হবে না, এটার জন্য প্রয়োজনীয় শিক্ষক, শিক্ষার যেসব সরঞ্জাম প্রয়োজন সেগুলোরও ব্যবস্থা করতে হবে। তা ছাড়া শিক্ষার্থীরা এ উদ্যোগের সুফল পাবে না। অধিভুক্ত এ সরকারি সাত কলেজের ঢাকা কলেজে বর্তমানে ১৯টি, সরকারি তিতুমীর কলেজে ২৩টি, ইডেন মহিলা কলেজে ২৩টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ১৮টি, কবি নজরুল সরকারি কলেজে ২২টি, সরকারি বাঙলা কলেজে ১৮টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ২০টি বিভাগে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজে নতুন আরও দুই বিষয় যুক্ত হচ্ছে। যুগের চাহিদা ও দেশী-বিদেশী চাহিদা মেটাতে নতুন এ দুই বিষয় সংযুক্তির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সাত কলেজের এক সভায় এ সিদ্ধান্ত হয়। নতুন সাবজেক্ট খোলার বিষয়ে যুগের চাহিদা ও দেশী-বিদেশী চাহিদা মেটাতে অধিভুক্ত সরকারি সাত কলেজে ‘কম্পিউটার সায়েন্স’ এবং ‘ইনফরমেশন এন্ড কমিউনিকেশন সায়েন্স’ খোলার বিষয়ে সভায় নীতিগত সিদ্ধান্ত হয়।

Two more new subjects are being added to seven colleges. We have to work keeping in view the reality of the age. It’s a good initiative from that place. Not only sound education but his alertness and dedication too are most required. Without it, students will not get the benefits of this initiative. At present, there are 19 departments in Dhaka College, 23 in Government Titumir College, 23 in Eden Women’s College, 16 in Begum Badrunnesa Government Women’s College, 22 in Kabi Nazrul Government College, 18 in Government Bangla College, and 20 in Government Shaheed Suhrawardy College.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group