শিক্ষা নিউজ

জুনিয়র দাখিলের বিষয় কাঠামো প্রকাশ

২০২২ সালের জুনিয়র দাখিল স্তরের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিষয় কাঠামো প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। নতুন বছরে জুনিয়র দাখিল স্তরের শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নে নম্বর থাকছে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের সব বিষয়ে ধারাবাহিক মূল্যায়নের নম্বর থাকলেও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের দুইটি বিষয়ে ধারাবাহিক মূল্যায়ন থাকছে। এসব তথ্য জানিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ বিষয় কাঠামো ও নম্বর বণ্টন প্রকাশ করা হয়।

জানা গেছে, দাখিল ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে কুরআন মাজিদ ও তাজভিদ, আকাইদ ও ফিকহ, আরবি ১ম ও ২য় পত্র, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেরশ ও বিশ্বপরিচয় ও কৃষি শিক্ষা বিষয়ে ধারাবহিক মূল্যায়নে ৩০ নম্বর থাকছে। আর আইসিটিতে মোট ৫০ নম্বরের ১৫ নম্বর ও কর্ম ও জীবনমূখী শিক্ষা বা শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের মোট ৫০ নম্বরের পুরোটাই ধারাবাহিক মূল্যায়নের মধ্যমে দেয়া হবে।

এদিকে দাখিল অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ও জেডিসি পরীক্ষায় কৃষিশিক্ষা বিষয়ের ১০০ নম্বর ও কর্ম ও জীবনমূখী শিক্ষা বা শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের মোট ৫০ নম্বর ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে দেয়া হবে। নম্বর বণ্টন বিষয় কাঠামোর সাথে দাখিল স্তরের ধারাবাহিক মূল্যায়নের ব্যবস্থা কার্যকরের নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

The Madrasa Board of Education has published the subject structure of the sixth, seventh and eighth class students of 2022 junior entry-level. In the new year, students of junior entry-level are getting marks in continuous assessment. Sixth and seventh-grade students have continuous assessment numbers in all subjects but eighth-grade students have a continuous assessment in two subjects. With this information, the structure and number distribution of the subject were published on the website of the Madrasa Education Board.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group