শিক্ষা নিউজ

সকল চুক্তিই সম্মতি, কিন্তু সকল সম্মতিই চুক্তি নয়-আলোচনা কর

প্রশ্ন-৫।
(ক) চুক্তি ও সম্মতির সংজ্ঞা দাও।
(খ)সকল চুক্তিই সম্মতি, কিন্তু সকল সম্মতিই চুক্তি নয়-আলোচনা কর।
(গ) “চুক্তি আইন সমগ্র অঙ্গীকারের আইন নয় এবং সমগ্র বাধ্যবাধকতার আইন নয়”-এই উক্তিটি বিশ্লেষণ কর।
(ঘ)একটি বাতিলযোগ্য চুক্তি ও বাতিল সম্মতির ফলাফল কি?

উত্তরঃ
বাতিলযোগ্য চুক্তির আইনগত ফলাফলঃ
বাতিলযোগ্য সম্মতি একটি বৈধ চুক্তি বটে তবে তা সম্পূর্ণ বৈধ না।কোন একটা ত্রুটির কারণে চুক্তি ভঙ্গ হয়। যেমনঃ বল প্রয়োগ দ্বারা
বাতিলযোগ্য সম্মতির আইনগত ফলাফলঃ
বাতিল চুক্তি কোনো চুক্তির মর্যাদা পায় না এবং বলবৎ করা যায় না। যেমনঃ নাবালক সাথে চুক্তি

(ঙ)বিবাদী একজন সরকারি কর্মকর্তা বিবাদী তার স্ত্রীকে চিকিৎসার জন্য ইংল্যান্ডে নিয়ে যান।অনিবার্য কারনবশত বিবাদী দেশে ফিরে আসতে বাধ্য হন।বিবাদী তার স্ত্রীর সাথে সম্মত হন যে, যতদিন তারা আলাদা বসবাস করবেন ততদিন বিবাদী তার স্ত্রীকে চিকিৎসা বাবদ প্রতি মাসে ১০,০০০ টাকা প্রদান করবেন।বিবাদী নির্ধারিত টাকা প্রদানে ব্যর্থ হয়।বিবাদীর স্ত্রী বিবাদীর বিরুদ্ধে চুক্তি ভঙ্গের মামলা দায়ের করেন।চুক্তি আইন ১৮৭২ এর আলোকে বিবাদী ও তার স্ত্রীর আইনগত অবস্হান ব্যাখ্যা কর।
উত্তরঃ
-বিবাহ বিচ্ছেদ ঘটে নি।
-স্ত্রীকে ভরণপোষন করা স্বামীর আইনগত কর্তব্য।
-অর্থাৎ চুক্তি ভঙ্গের কারণে স্ত্রী স্বামীর বিরুদ্ধে আইনগত মামলা দায়ের করতে পারবেন।

প্রশ্ন-৬।”আইনে বলবৎযোগ্য ঐকমত্যই চুক্তি”-দৃষ্টান্ত সহকারে উপরোক্ত বক্তব্যটি পূর্ণভাবে ব্যাখ্যা কর।
উত্তরঃ
-সংজ্ঞা
চুক্তির উপাদান

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group