শিক্ষা নিউজ

চুক্তি কি? চুক্তি ও সম্মতির মধ্যে পার্থক্য দেখাও

প্রশ্ন-২। চুক্তি কি? চুক্তি ও সম্মতির মধ্যে পার্থক্য দেখাও।
উত্তরঃ চুক্তির সংজ্ঞাঃ (প্রতিষ্ঠিত অঙ্গীকার-আইনের দ্বারা বলবৎ-প্রতিশ্রুতি/সম্মতি)
– চুক্তি হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে প্রতিষ্ঠিত এমন এক (অঙ্গীকার) যা আইনের দ্বারা (বলবৎ) করা যায় এবং যার ফলে ব্যক্তির মধ্যে (প্রতিশ্রুতি রক্ষা) হয়।
– ১৮৭২-২(জ) ধারায়ঃ আইনে বলবৎ যোগ্য সম্মতি হচ্ছে চুক্তি।

সম্মতির সংজ্ঞাঃ
-১৮৭২-২(ঙ) ধারায়ঃ পরস্পরের মধ্যে প্রতিদান/সমস্যার সমাধান করতে পারে এমন প্রতিশ্রুতি হচ্ছে সম্মতি।
চুক্তি ও সম্মতির মধ্যে পার্থক্যঃ
১-সংজ্ঞাঃ মতে পার্থক্য
২-কোনটা পূর্বে ও পরে ঘটেঃ
৩-(ব্যক্তির সংখ্যা/ পরিমান) সম্মতি/এক বা একাদিক ব্যক্তি মধ্যে হতে আসতে পারে এবং চুক্তি দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে হয়।
৪-চুক্তি/ সম্মতি ভঙ্গের শাস্তি
৫-শান্তি-শৃঙ্খলা রক্ষা
৬-নির্ভরশীলতা
সম্মতি চুক্তির উপর নির্ভরশীল না কিন্তু চুক্তি সম্মতি উপর নির্ভরশীল কাজেই বলা হয় সকল চুক্তিই সম্মতি কিন্তু সকল সম্মতি চুক্তি নয়।

প্রশ্ন। একটি সম্মতি কখন চুক্তিতে রুপান্তরিত হয়?
উত্তরঃ
চুক্তি আইনের ১০ ধারায় বলা হয়েছে যে, একটি সম্মতি তখনই চুক্তিতে রুপান্তরিত হবে যখন তা
১. যোগ্যতাসম্পন্ন ব্যক্তি দ্বারা
২.তাদের স্বাধীন সম্মতিক্রমে
৩.বৈধ প্রতিদান
৪.উদ্দেশ্যে গঠিত হয় এবং
৫.তা কোনো দেশের প্রচালিত আইনে যেন নিষিদ্ধ না হয়ে থাকে।

প্রশ্ন।চুক্তি আইনের উপাদানগুলি কি কি?
উত্তরঃ
১.যোগ্যতা সম্পন্ন ব্যক্তি(১১ ধারা)
-নাবালক না হলে
-সাবালক হতে হবে
-সুস্হ মস্তিষ্ক হতে হবে
-প্রচলিত আইনের বিধান অনুযায়ী অযোগ্য না হয়ে থাকলে।

২.স্বাধীন সম্মতি(১৩/১৪ ধারা)
-বল প্রয়োগ দ্বারা
-ভয়/অনুচিত প্রভাব বিস্তার করে
-মিথ্যা বর্ণনা দ্বারা
-ভ্রান্ত/ভুলের মাধ্যমে

৩.বৈধ প্রতিদান ও উদ্দেশ্য
-চুক্তির প্রতিদান অবৈধ হলে
-চুক্তির প্রতিদান আংশিক অবৈধ না হলে
-সরকারি নীতির পরিপন্থী হলেঃ
*বিদেশি শত্রুর সাথে চুক্তি
*মামলায় প্রতিবন্ধকতার চুক্তি
*আইনের প্রক্রিয়ার অপব্যবহার
*বিবাহের দালালি
*বিবাহে বাধামূলক চুক্তি
*সরকারি চাকরি ক্রয়-বিক্রয়ের চুক্তি
*নৈতিকতা বিরোধী চুক্তি
*ব্যবসায় বানিজ্যে বাধামূলক চুক্তি
৪.প্রচলিত আইনে নিষিদ্ধ নয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group