২০২১ সালের ডিগ্রী ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি পুনরায় আজকে প্রকাশিত হয়েছে।জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ (২০১৮-২০১৯) পরীক্ষার ফরম পূরণের আরেকবার সুযোগ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষা -২০২১ ফরম পুরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় নিম্নবর্ণিত তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হল। নির্ধারিত তারিখের পর ডাটা এন্ট্রি, নিশ্চয়ন, স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফরম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে।
পরীক্ষার্থীর ফরম ডাউনলোড, নিশ্চয়ন ও সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ
অনলাইনে ফরম পূরণের আবেদন করার শেষ তারিখ
(শিক্ষার্থী কর্তৃক) ৩০ মে থেকে ৬/০৬/২০১৩ পর্যন্ত শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ
(কলেজ কর্তৃক)
(রাত ১১:৫৯ পর্যন্ত)সোনালী সেবার মাধ্যমে টাকা জমার
১৭ মে তারিখ (কলেজ কর্তৃক) থেকে ০৮/০৬/২০২৩ পর্যন্ত
২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি।

সময়সীমাঃ ০৫/০৩/২০২৩ইং হতে ১২/০৪/২০২৩ইং (শিক্ষার্থী কর্তৃক)
যারা এখনো ফরম পূরণ করতে পারেননি সুযোগটি কাজে লাগাতে পারেন।
বিঃদ্রঃ ইতোপূর্বে স্মারক নং-০৫ (৫২৯) জাতীঃ বিঃ/পরীঃ/ডিগ্রী পাস / ২০২১ /৪722, তারিখ: ২৪/০১/2020 মোতাবেক প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
উল্লেখ্য, পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল কলেজ ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কাজ (যেমন সোনালী সেবা, পে-স্লিপ
ডাউনলোড ও ডাটা নিশ্চয়ন ইত্যাদি) করতে পারেননি সে সকল কলেজ তাদের ফরম পূরণ সংক্রান্ত কাজও সম্পন্ন করতে
পারবেন।
(বদরুজ্জামান)
পরীক্ষা নিয়ন্ত্রক এ জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর ফোন : ০২-৯৯৬৬৯১৫১৭ (অফিস) nudegreepassexam@gmail.com
স্মারক নং ১৫(৫২৯) জাতীঃ বিঃ/পরীঃ/ডিগ্রী পাস / ২০২১ /
অবগতি ও প্রয়োতানীয় কার্যার্থে অনুলিপি দেয়া হলো ডীন, স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয়
পরিচালক, তথ্য, পরামর্শ ও নির্দেশনা ইউনিট, জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালক, তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়
পরিচালক (অর্থ ও হিসাব), জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। অধ্যক্ষ/ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পাঠদানকারী সংশ্লিষ্ট কলেজসমূহ অফিস কপি। 01 81
তারিখ:
(মোঃ আমীর খইয়াম)
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মোবাঃ ০১৭১৬৫৮৬৬৬৪ (শুধু অধ্যক্ষ) ফোন : ০২-৯৬৬৯১৫৩৮ ( অফিস ) nudegreepassexam@gmail.com