প্রশিক্ষণ তথ্যশিক্ষা নিউজ

যুব উন্নয়ন অধিদপ্তরে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আছে দৈনিক ভাতা

যুব উন্নয়ন অধিদপ্তরে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আছে দৈনিক ভাতা  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘শিক্ষিত কর্মপ্রত্যাশি যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প’ এর আওতায় দেশের ৮টি বিভাগের ১৬টি জেলায় (ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট ও সুনামগঞ্জ) ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান রয়েছে। আগামী ১ এপ্রিল ২০২৪ হতে ৩০জুন ২০২৪ পর্যন্ত ৩ মাস মেয়াদী (৬০০ ঘন্টা) প্রশিক্ষণে ভর্তির জন্য ১৬টি জেলায় ১৮ হতে ৩৫ বছর বয়সী এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত কর্মপ্রত্যাশি যুবদের নিকট থেকে অনলাইনে নিম্নবর্ণিত লিংকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

অনলাইনে দরখাস্ত আগামী ২০-০৩- ২০২৪খ্রি. তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। প্রশিক্ষণার্থীগণ দৈনিক ২০০/- টাকা হারে ভাতা প্রাপ্য হবেন। প্রশিক্ষণের জন্য কোন প্রকার ভর্তি ফি’র প্রয়োজন হবে না। বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী ২৪-০৩-২০২৪খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৭-০৩-২০২৪খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে।

চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ২৮- ০৩-২০২৪খ্রি. তারিখে প্রকাশ করা হবে।

ফ্রিল্যান্সিং কোর্সের আওতায় যেসকল বিষয় শিখানো হবেঃ
Basic Computer (MS Office Application)
Basic Communicative English
Basic Graphics Design
Digital Marketing
Online Marketplace/Freelancing

প্রশিক্ষণার্থীর আবেদন করার যোগ্যতাঃ
কমপক্ষে HSC (এইচএসসি) পাস।
বয়সসীমা ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর।
প্রতিদিন ৮ (আট) ঘন্টা করে ক্লাস করতে হবে।
নারী-পুরুষ সবাইকে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রশিক্ষণার্থীদের জন্য সুবিধা সমূহঃ
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ ভাতা প্রদান।
প্রশিক্ষণ শেষে ফ্রিল্যান্সিং এর উপর মেন্টরিং ক্লাসের ব্যাবস্থা।
যোগ্য প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ শেষে চাকুরি প্রদানে সহায়তা।

যুব উন্নয়ন অধিদপ্তরে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আছে দৈনিক ভাতা

আবেদন করা যাবে ২০ মার্চ পর্যন্ত। ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই https://e-laeltd.com/student-reg-jubo লিংকের মাধ্যমে আবেদন করা যাবে।

দেশের ৭৮ শতাংশ শিক্ষিত বেকার যুবক মনে করেন, প্রয়োজনীয় দক্ষতার সঙ্গে প্রাতিষ্ঠানিক শিক্ষা সবক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় অর্জিত শিক্ষা দিয়ে কোনো চাকরি পাবেন না। বাংলাদেশের যুব জনগোষ্ঠীর আর্থসামাজিক ঝুঁকি চিহ্নিত করতে অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান ‘সানেম’ ও উন্নয়ন সংস্থা ‘অ্যাকশন এইড, বাংলাদেশ’ পরিচালিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আলোচনা অনুষ্ঠানে জরিপ ও গবেষণার এই প্রতিবেদন প্রকাশ করে বলা হয়, যুব জনগোষ্ঠীর মধ্যে শিক্ষাসেবা পাওয়ার ক্ষেত্রে বৈষম্য আছে।

প্রতিবেদনে বলা হয়, বেকার থাকা শিক্ষিত যুবগোষ্ঠীর মধ্যে যারা এই আশঙ্কা প্রকাশ করেছেন তাদের ৮৯ শতাংশ দরিদ্র পরিবারের। ধনী পরিবারের শিক্ষিত যুবকদের মধ্যে এই হার ১৯ শতাংশ।‘যুব জনগোষ্ঠীর আর্থসামাজিক ঝুঁকির উন্নয়ন নীতি এবং বরাদ্দ পরিকল্পনা’ শিরোনামের ওই আলোচনায় গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক শাকিল আহমেদ।

যুব জনগোষ্ঠীর আর্থসামাজিক ঝুঁকি চিহ্নিত করে তা মোকাবেলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কার্যকারিতা পর্যালোচনার লক্ষ্যে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, ডিজিটাল সেবা ও সামাজিক মূল্যবোধ- এই পাঁচটি বিষয় বিবেচনায় এনে গবেষণায় বলা হয়, এই পাঁচটি ক্ষেত্রেই যুবসমাজ বৈষম্যের মুখোমুখি হচ্ছে।

চাকরির লিখিত পরীক্ষার জন্য পরামর্শ

অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেন, “২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে শিল্পক্ষেত্রে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, যেখানে যুবক সমাজ একটা বড় অংশে ভূমিকা রাখতে পারে।”যুব জনগোষ্ঠীর জন্য বৃহৎ পরিসরে কাজ করতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, “কোনো দেশই সব নীতিমালা বাস্তবায়নে একশ ভাগ সফল হয় না।”সরকার যুবকদের উন্নয়নে যেসব নীতিমালা প্রণয়ন করেছে, সেগুলো আমরা ধীরে ধীরে বাস্তবায়নের চেষ্টা করছি। যুবকদের হতাশ হওয়ার কোন কারণ নেই।”

মন্ত্রী বলেন, “আমাদের মাথাপিছু আয় বেড়েছে। আগেকার সময়ের দারিদ্র্য আর এখনকার সময়ে যথেষ্ট পার্থক্য আছে। আমরা এখন নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমরা স্বয়ংসম্পূর্ণ।”দেশের প্রতিটি অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার ওপর জোর দিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “এখন গ্রামকেও শহরের সুবিধা দেওয়া দরকার। মানুষ গ্রাম থেকে শহরমুখী, বিশেষ করে ঢাকামুখী হচ্ছে।”গ্রামেও যদি শহরের সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া যায়, তাহলে অবস্থার উন্নতি করা সম্ভব।”

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group