শিক্ষা নিউজ

পরীক্ষা না হলেও জেএসসি-জেডিসির সনদ পাবেন শিক্ষার্থীরা

করোনভাইরাসের মহামারি থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে গত মার্চ থেকেই সব স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ আছে। মহামারিতে চলতি বছর জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। পরীক্ষা না হলেও জেএসসি-জেডিসির সনদ পাবেন শিক্ষার্থীরা। রোববার (২১ অক্টোবর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

তিনি বলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষা হচ্ছে না। তবে শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিয়ে একটি সনদ পেতেন। চলতি বছরও পরীক্ষা না হলেও শিক্ষার্থীরা সনদ পাবে। শিক্ষার্থীদের যে উপায়ে মূল্যায়ন করা হবে তা সনদে উল্লেখ থাকবে। জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের কিভাবে মূল্যায়ন করা হবে সে বিষয়েও কাজ করছে পরামর্শক কমিটি।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার পরিকল্পনা সরকারের আছে।

অনুষ্ঠানে ডা. দীপু মনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা আয়োজনে সমন্বিত পদ্ধতিই এই মুহূর্তে সবচেয়ে যুগোপযোগী বলে মনে করছি। সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া হলে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া সম্ভব। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরাই সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আয়োজন করতে পারবেন।

মন্ত্রী আরও জানান, সমন্বিত ভর্তি পরীক্ষায় আয়োজনে কিছু পাবলিক বিশ্ববিদ্যালয় অনাগ্রহ প্রকাশ করেছে। তাদের সাথে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। আর মেডিকেল ও কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া হচ্ছে।

বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিউশন ফিয়ে বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, টিউশন ফিয়ের বিষয়ে প্রতিষ্ঠান ও শিক্ষার্থী উভয়কেই সহনশীল হতে হবে।

আর স্কুলগুলোর টিউশন ফিয়ের বিষয়ে ডা. দীপু মনি বলেন, আমরা জানতে পেরেছি কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জোর করে টিউশন ফি আদায় করছে। টিউশন ফ্রি না দিলে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না বলেও বলা হচ্ছে। তবে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করার সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নেই। আশা করি, প্রতিষ্ঠানগুলো মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে।

করোনার কারণে বন্ধ থাকা সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা নিয়ে তিনি আরও জানান, স্কুলের বার্ষিক পরীক্ষা হবে না। সবাইকে পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেয়া হবে।

মন্ত্রী জানান, ৩০ দিনের মধ্যে শেষ করা যায় এমন সিলেবাস তৈরি করেছে পাঠ্যপুস্তক বোর্ড। এই সিলেবাসটি সব প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হবে। প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের সেই সিলেবাসের ওপর প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট দেয়া হবে। শিক্ষার্থীরা সেই অ্যাসাইনমেন্ট করে স্কুলে জমা দেবেন। শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট জমা দেবেন। কোন মার্কিং বা গ্রেডিং দেয়া হবে না।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group