উপবৃত্তি নিউজশিক্ষা নিউজ

১ মার্চের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ মাদরাসা শিক্ষা বোর্ড

১ মার্চের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ মাদরাসা শিক্ষা বোর্ড।দাখিল পরীক্ষার ফলে ভিত্তিতে মেধাবৃত্তিপ্রাপ্তদের মাসিক ৬০০ টাকা দেয়া হবে। বার্ষিক এককালীন দেয়া হবে এক হাজার ৫০ টাকা। আর সাধারণ বৃত্তিপ্রাপ্ত দাখিল উত্তীর্ণদের জন্য প্রতি মাসে ৩০০ টাকা এবং বার্ষিক এককালীন ৬০০ টাকা দেয়া হবে। আগামী দুইবছর বৃত্তি সুবিধাভোগ করবেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা। দাখিলের বৃত্তির ব্যয় চলতি অর্থবছরের রাজস্বখাতের বাজেট থেকে নির্বাহ করা হবে।

২০২১ সালের দাখিল পরীক্ষার ফলের ভিত্তিতে ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। এদের মধ্যে ৬০০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৭৫০ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। এভাবেই বৃত্তির কোটা পুনঃনির্ধারণ করা হয়েছে। আগামী ১ মার্চের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ করতে মাদরাসা শিক্ষা বোর্ডকে নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।আগামী ১ মার্চের মধ্যে দাখিল পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের গেজেট প্রকাশ করতে বলা হয়েছে মাদরাসা শিক্ষা বোর্ডকে। শিক্ষার্থীদের বৃত্তির টাকা জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে সরসরি শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।বৃহস্পতিবার এসব তথ্য জানিয়ে দাখিল পরীক্ষা ফলে ভিত্তিতে বৃত্তির কোটা বণ্টন করে আদেশ জারি করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। আদেশটি মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।

Madrasa Education Board published the gazette of the scholarship by March 1. A monthly amount of Rs 600 will be paid to those who get the merit scholarship on the basis of the result of the admission test. An annual one-time payment of $1,050 will be given. And for those who have completed the general scholarship, Rs 300 per month and rs 600 per annum will be given at a time. In the next two years, the students will receive the benefit of a scholarship. The cost of the scholarship will be met from the revenue budget for the current financial year.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group