প্রিমিয়াম সাজেশন Premium Suggestionশিক্ষা নিউজ

এসএসসি ফিনান্স ও ব্যাংকিং পরীক্ষা সাজেশন ২০২৪ SSC Finance and Banking Suggestion

এসএসসি পরীক্ষা সাজেশন ২০২৪ বিষয়: ফিনান্স ও ব্যাংকিং। এসএসসি পরীক্ষার সাজেশন নিম্নে দেয়া হলো। আর যারা শুধুমাত্র পরীক্ষায় পাস নাম্বার চাচ্ছেন তারা বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো সলভ করবেন। এতো আপনি পাশ নাম্বার কমন পাবেন আশাবাদি এবং যারা মোটামুটি একটা ভালো নাম্বার কম পেতে চাচ্ছেন তারা বোর্ড প্রশ্ন সলভ করবেন। বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো আপনি বিভিন্ন সাজেশন গাইডে পাবেন এছাড়া আপনার সিনিয়র ভাইবোনদের কাছ থেকে ও সংগ্রহ করতে পারবেন।

এসএসসি শিক্ষার্থীদের জন্য শুভকামনা। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বিগত সাল থেকে পড়লে ৮০% কমন পড়ার সম্ভবনা থাকে,তাই সাল থেকে পড়লে বই ও সাজেশন উভয় থেকেই পড়ত হবে।

এসএসসি ফিনান্স ও ব্যাংকিং সাজেশন ২০২৪ বিষয়: ফিনান্স ও ব্যাংকিং SSC Finance and Banking Suggestion PDF

টর্ট আইন

SSC Finance & Banking Suggestion PDF

সৃজনশীল প্রশ্ন ১ : ‘ক’ ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি অন্যান্য ব্যাংকের মতোই নিত্যনৈমিত্তিক কাজ সম্পন্ন করে জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সশ্যয় আমানত হিসেবে গ্রহণ করে আমানত ঋণ হিসেবে বিভিন্নখাতে বিনিয়োগ করে। ব্যাংকটি ঋণ দেওয়ার সময় অভিনব কৌশলের মাধ্যমে ঋণকে আমানতে সৃষ্টি করে।

ক. বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কী?
খ. আমানত কী? ব্যাখ্যা করো।
গ. ‘ক’ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক হিসেবে যেসব প্রধান কাজ সম্পন্ন করে তা বর্ণনা করো।
ঘ. ‘ক’ ব্যাংকের ঋণ আমানত সৃষ্টির কৌশলটি বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ২ : তৈরি পোশাক ব্যবসায়ী জনাব জাহিদ বিদেশ থেকে সেলাই মেশিন আমদানি করে থাকে। এ জন্য তার প্রত্যয়ন পত্র খুলতে হয়। সেই সঙ্গে তার বিনিময়ে বিল ভাঙ্গাতে হয়। এসব ক্ষেত্রে তাকে সাহায্য করে নিকটবর্তী সোনালী ব্যাংক।

ক. চেক কী?
খ. কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? ব্যাখ্যা করো।
গ. জনাব জাহিদকে নিকটবর্তী সোনালী ব্যাংক কী কী সাহায্য করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি আলোচনা করো।

সৃজনশীল প্রশ্ন ৩ : মিসেস শীলা একটি প্রতিষ্ঠিত ব্যাংকের উচ্চপদে আসীন। তিনি তার দুই প্রতিবেশি মো. আরাফ ও মৃদুল শেখকে তাদের ব্যবসা ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মৃদুল শেখ একজন আন্তর্জাতিক পাট ব্যবসায়ী। অন্যদিকে মো. আরাফ আবাসন ব্যবসায়ী তাদের | দুজনেরই বেশ বড় অংকের ঋণের প্রয়োজন হয়। এজন্য তারা মিসেস শীলার শরণাপন্ন হয়ে ঋণ সহায়তা পান। তিনি বলেন যে, এভাবেই আমরা চেষ্টা করি দেশের মানুষকে সেবা দিতে জনগণের সেবাই তো আমাদের কাজ।

ক. কোনটি বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য?
খ. বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? ব্যাখ্যা করো।
গ. মিসেস শীলার কাজের ধরন বিবেচনায় তিনি কোন ব্যাংকের কর্মকর্তা? উদ্দীপকের আলোকে বর্ণনা করো।
ঘ. “জনগণকে সেবা দানই আমাদের কাজ” মিসেস শীলার এই উক্তিটির মাধ্যমে ব্যাংকের কোন নীতির প্রতিফলন হয়েছে? উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ৪ : জনাব আতিক ঢাকার একজন ব্যবসায়ী। ‘সানলাইট ব্যাংক’ এ তার একটি হিসাব রয়েছে। তিনি একবার বেড়াতে রাজশাহী যান। সেখানে তিনি বেশ সস্তায় ব্যবসায়িক পণ্য পান। ঐ ব্যাংকের কল্যাণে তিনি তা সময়মতো কিনতে সমর্থ হন। বাংলাদেশের প্রতিটি জেলায় তাদের একই নামে অফিস রয়েছে। অন্যদিকে আশালয় ব্যাংক কতগুলো ছোট ছোট ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে বৃহৎ আকারে ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলেছে। আশালয় ব্যাংক মনে করে এ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অধিক গ্রাহকসেবা দিয়ে বেশি মুনাফা অর্জন করা সম্ভব।

ক. ব্যাংকের সংরক্ষিত তহবিল কী?
খ. ব্যাংক মূলধন গঠনের কারখানা- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত ‘সানলাইট ব্যাংক’-এর ধরন ব্যাখ্যা করো।
ঘ. আশালয় ব্যাংক কী অধিক গ্রাহকসেবা দিয়ে বেশি মুনাফা অর্জন করতে পারবে? উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ৫ : কাশিমগঞ্জ এলাকায় নতুন ব্যাংকের শাখা খোলা হলো। সজিব তার বড় ভাইকে দেশের বর্তমান পরিস্থিতিতে এই গ্রামীণ এলাকায় ব্যাংকের শাখা খোলার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চাইল তার ভাই জালাল, আমাদের গ্রামে যেসব আর্থ-সামাজিক পরিবর্তন হচ্ছে তার পেছনে সরকারের পাশাপাশি ব্যাংকেরও ভূমিকা অনেক আরও কারখানা স্থাপন, লেনদেনের নিরাপত্তা দাম বেশি কর্মসংস্থান এবং আরও ব্যবসায় উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে ক্রমশ উন্নত ব্যাংকিং কর্মকাণ্ডের সাহায্যে।

ক. কোন ব্যাংকের মুখ্য উদ্দেশ্য পারস্পরিক উন্নতি সাধন?
খ. ব্যাংক ব্যবসায়ের তারল্য নীতি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লেখিত শাখা ব্যাংক খোলার ক্ষেত্রে ব্যাংকিং ব্যবসায় ও সরকারের উদ্দেশ্যগুলো ব্যাখ্যা করো।
ঘ. দেশের আর্থ-সামাজিক পরিবর্তনের পেছনে ব্যাংকের ভূমিকা কী? বিশ্লেষণমূলক মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৬ : একটি কোম্পানির ঋণকৃত মূলধন ৪,০০,০০০ টাকা এবং সাধারণ শেয়ার মূলধন ৬,০০,০০০ টাকা ঋণকৃত মূলধনের সুদের হার ১৫% এবং করহার ৩০%। সাধারণ শেয়ারের বাজার দর ১৫০ টাকা। কোম্পানি এ বছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে ১৫ টাকা লভ্যাংশ প্রদান করেছে এবং অতীতে কোম্পানি কর্তৃক পদ লভ্যাংশ ৭% হারে বৃদ্ধি পেয়েছে।

ক. কাম্য ঋণনীতি কী?
খ. সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ধারণ অন্যান্য উৎসের বায় নির্ধারণ থেকে আলাদা কেন? ব্যাখা করো।
গ. কোম্পানিটির সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো।
ঘ. কোম্পানিটির গড় মূলধন ব্যয় নিরূপণ করো।

সৃজনশীল প্রশ্ন ৭ : তানিয়া কটনস মিলস লি.-এর পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা, যার মধ্যে সাধারণ শেয়ার মূলধন ২০০ কোটি, অগ্রাধিকার শেয়ার মূলধন ১০০ কোটি এবং অবশিষ্ট ঋণকৃত মূলধন ঋণের সুদের হার ১০% ও অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার ৮%। সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজারমূল্য যথাক্রমে ২৫৫ ও ১১০ টাকা কোম্পানি এ বছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে ১৩ টাকা লভ্যাংশ প্রদান করে এবং তা প্রতিবছর ৪% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় এবং করহার 80%।

ক. ঋণ মূলধনের প্রধান উৎস কোনটি?
খ. কাম্য ঋণনীতি বলতে কী বোঝ?
গ. উক্ত কোম্পানির সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করো।
ঘ. উক্ত কোম্পানির গড় মূলধন ব্যয় নির্ণয় করো।

সৃজনশীল প্রশ্ন ৮ : আল আমিন কোম্পানির মোট মূলধন ৫০ লক্ষ টাকা যার ৩০ লক্ষ টাকা সাধারণ শেয়ার ১০ লক্ষ টাকা ১৫% অগ্রাধিকার শেয়ার এবং ১০ লক্ষ টাকা ঋণ মূলধন কোম্পানির উভয় প্রকার শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা। কোম্পানির সাধারণ শেয়ারের বাজার মূল্য ১৫০ টাকা। কোম্পানির ঝণের ব্যয় ১৬% এবং কর হার ৪০%। চলতি বহর কোম্পানি ১৪% লভ্যাংশ ঘোষণা করে যা ৭% হারে বৃদ্ধি পাবে।

ক. মূলধন ব্যয় কাকে বলে?
খ. বোনাস শেয়ার বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. আল আমিন কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো।
ঘ. আল আমিন কোম্পানির সামগ্রিক মূলধন ব্যয় নির্ণয় করো।

সৃজনশীল প্রশ্ন ৯ : মি. শাহরিয়ার সেজান জুস কোম্পানি নামে একটি প্রকল্পে বিনিয়োগ করেন। বিনিয়োগ থেকে তার গত ৫ বছরের প্রাপ্ত হার যথাক্রমে ১৫, ১০, ৫, ২৩, ২৭ ভাগ। তিনি প্রকল্পটি বাছাইয়ের জন্য আদর্শ বিচ্যুতি নির্ণয় করবেন।

ক. ট্রেজারি বিল কে ইস্যু করে?
খ. ট্রেজারি বিল ও বন্ড থেকে প্রাপ্ত আয়কে ঝুঁকিমুক্ত আয় বলা হয় কেন?
গ. মি. শাহরিয়ার কীভাবে আদর্শ বিচ্যুতি নির্ণয় করবেন?
ঘ. মি. শাহরিয়ারের প্রকল্পটি গ্রহণ করা যুক্তিযুক্ত হবে কিনা মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ১০ : মিসেস কাজল নিজ মালিকানায় বৌরানী বিউটি পার্লার খোলেন। এ প্রতিষ্ঠানে তিনি মূলধন বিনিয়োগ করেছেন। গত ৫ বছরে তার অর্জিত মুনাফার হার ছিল যথাক্রমে ১২%, ১৪%, ৮%, ৭% ও ৬%। তিনি লক্ষ করছেন বিগত ৫ বছরে তার প্রাপ্ত আয়ের মধ্যে বেশ তারতম্য হচ্ছে।

ক. ট্রেজারি বিল কে ইস্যু করে?
খ. ঝুঁকি ব্যবস্থাপনার জন্য ঝুঁকির উৎস খোঁজা জরুরি কেন?
গ. ‘বৌরানী’ বিউটি পার্লারের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত বিনিয়োগে যদি আদর্শ-বিচ্যুতি গড় আয়ের চেয়ে বেশি হয় তবে মিসেস কাজলের করণীয় কী হতে পরে বলে তুমি মনে করো? যুক্তি দেখাও।

সৃজনশীল প্রশ্ন ১১ : ইমন সিঙ্গাপুরে একটি প্রতিষ্ঠানে কাজ করে। প্রতি মাসে তিনি তার পরিবারের সদস্যদের জন্য টাকা পাঠান। ইমনের মতো অনেক কর্মী নিয়মিত টাকা পাঠানোর মাধ্যমে বাণিজ্য ঘাটতি পূরণ করছে এবং বৈদেশিক মুদ্রার রির্জাভ বৃদ্ধি করে যাচ্ছে।

ক. সরকারি অর্থায়নের প্রধান উদ্দেশ্য কী?
খ. সরকারি অর্থায়ন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।
গ. ইমনের মতো কর্মীরা কীভাবে বাণিজ্য ঘাটতি পূরণে সহায়তা করেন তা বর্ণনা দাও।
ঘ. দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করতে করণীয় কী? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ১২ : জনাব শিমুল একজন বই বিক্রেতা। তিনি স্কুল কলেজের ছাত্রদের জন্য পাঠ্য বই বিক্রি করেন, পাশাপাশি জনপ্রিয় লেখকদের গল্প, উপন্যাসও বিক্রি করেন। এর সাথে তিনি মনিহারি সামগ্রীও বিক্রি করেন। শুধু পাঠ্যবই বিক্রি করা তিনি ঝুঁকিবহুল মনে করেন। তিনি বিভিন্ন ধরনের বই কেনার জন্য স্বল্পমেয়াদি ঋণ নেন।

ক. PPP কী?
খ. অর্থায়ন প্রক্রিয়া এখন ব্যবসায়ের মূল চালিকাশক্তি ব্যাখ্যা করো।
গ. জনাব শিমুল কোন নীতি অনুযায়ী পাঠ্য বইয়ের পাশাপাশি অন্য বই ও মনিহারি সামগ্রী বিক্রি করেন? ব্যাখ্যা করো।
ঘ. বই কেনার জন্য স্বল্পমেয়াদি ঋণ গ্রহণ করা কোন নীতি অনুযায়ী যৌক্তিক? ব্যাখ্যা করো।

SSC exam suggestions are given below. And those who are only asking for pass marks in the exam will solve the previous year’s board questions. So you are hopeful that you will get the pass number common and those who want to get a fairly good numberless will solve the board questions. You will find the previous year’s board questions in various suggestion guides as well as collect them from your senior siblings. Good luck to SSC students. There is an 80% chance of reading the very short questions from the last year, so from the year onwards, you will have to read both from the book and the suggestion.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group