৭ কলেজভর্তি রেজাল্ট

সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩

সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩ প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (২২ নভেম্বর)। এ দিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। Dhaka University Affiliated 7 College Science Unit Admission Result 2022 Has Been Published My Daily Result BD Website.

বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ। কলেজ ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করা যাবে। এবছর বিজ্ঞান ইউনিটে ৬৫০০ আসনের বিপরীতে আবেদন সংখ্যা ৩৪০৯৪ জন। রাজধানীর মোট ১১টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র বহন করা যাবে না।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম অনুসারে সাত কলেজের ওয়েবসাইটের মাধ্যমে কলেজ ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবে। মেধাক্রম অনুযায়ী আসন খালি থাকা সাপেক্ষে ভর্তিচ্ছুরা তাদের পছন্দের কলেজ ও বিভাগে (বিষয়) ভর্তির সুযোগ পাবে। সাত কলেজের মধ্যে ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা মহিলা কলেজের আসনগুলো শুধু মেয়েদের জন্য এবং ঢাকা কলেজের আসনগুলো ছেলেদের জন্য সংরক্ষিত। বাকি চারটিতে ছেলেমেয়ে উভয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে।

সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখার লিংক http://7college.du.ac.bd/admission.php এবং http://7collegedu.com/index.php?act=apply/login

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২২ নভেম্বর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২২ নভেম্বর ২০১৯ শুক্রবার অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান ইউনিটে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩৪,০৯৪ জন। ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মোট ১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র ও আসন বন্টন নিম্মরূপ-

কেন্দ্র রোল নং
ঢাকা কলেজ ৫০০০০০১ – ৫০০৪০০০
ইডেন মহিলা কলেজ ৫০০৪০০১ – ৫০১০৫০০
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ৫০১০৫০১ – ৫০১৩৮০০
কবি নজরুল সরকারি কলেজ ৫০১৩৮০১ – ৫০১৫৮০০
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ৫০১৫৮০১ – ৫০১৭৮০০
সরকারি বাঙলা কলেজ ৫০১৭৮০১ – ৫০২২০০০
সরকারি তিতুমীর কলেজ ৫০২২০০১ – ৫০২৫৫৫০
গার্হস্থ্য অর্থনীতি কলেজ (আজিমপুর) ৫০২৫৫৫১ – ৫০২৭৫৫০
আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এড কলেজ ৫০২৭৫৫১ – ৫০২৯৫৫০
ওয়েস্ট ইন্ড হাই স্কুল ৫০২৯৫৫১ – ৫০৩০৫০০
উইলস্ লিট্ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ ৫০৩০৫০১ – ৫০৩৪০৯৪

কলেজ ভিত্তিক বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যা

ঢাকা কলেজ – ১০৯০ জন
ইডেন মহিলা কলেজ – ১২২৫ জন
তিতুমীর কলেজ – ১৫১০ জন
সরকারি বাঙলা কলেজ – ৭১৫ জন
কবি নজরুল সরকারি কলেজ – ৬৩০ জন
বদরুন্নেসা মহিলা কলেজ- ৫৯০ জন
শহীদ সোহরাওয়ার্দী কলেজ – ৭৪০ জন
মোট – ৬৫০০ জন

ভর্তি পরীক্ষা

মোট মার্কস -২০০
এমসিকিউ – ১২০
জিপিএ – ৮০
পাস নাম্বার- ৪৮
নেগেটিভ মার্কিং — নেই

বিজ্ঞান ইউনিটের মানবন্টন

বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নসহ মোট ৪টি বিষয়ের পরীক্ষা দিতে হবে। প্রতি উত্তরে মোট নাম্বার ৩০।

যাদের এইচএসসিতে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান ছিলো তাদের এই ৪টি উত্তর দিতে হবে তবে। ইচ্ছে করলে উচ্চ মাধ্যমিকের ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা/ ইংরেজি দিতে পারবে

ইউনিট পরিবর্তন

পরীক্ষায় কৃতকার্য হলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগের পাশাপাশি মানবিক/ বাণিজ্যের সাবজেক্ট চয়েজ দিতে পারবে।

পরীক্ষার কেন্দ্র ও আসন বন্টন নিম্নরূপ –

১। ঢাকা কলেজ,
রোলনং : ৫০০০০০১-৫০০৪০০০
২। ইডেন মহিলা কলেজ,
রোল
নং : ৫০০৪০০১ – ৫০১০৫০০
৩। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ,
রোলনং : ৫০১০৫০১ – ৫০১৩৮০০
৪। কবি নজরুল সরকারি কলেজ,
রোল
নং :৫০১৩৮০১ – ৫০১৫৮০০
৫। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ,
রোলনং :৫০১৫৮০১ – ৫০১৭৮০০
৬। সরকারি বাঙলা কলেজ,
রোল
নং :৫০১৭৮০১ – ৫০২২০০০
৭। সরকারি তিতুমীর কলেজ,
রোলনং :৫০২২০০১ – ৫০২৫৫৫০
৮। গার্হস্থ্য অর্থনীতি কলেজ (আজিমপুর),
রোল
নং :৫০২৫৫৫১ – ৫০২৭৫৫০
৯। আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এড কলেজ,
রোলনং :৫০২৭৫৫১ – ৫০২৯৫৫০
১০। ওয়েস্ট ইন্ড হাই স্কু্‌ল,
রোল
নং :৫০২৯৫৫১ – ৫০৩০৫০০
১১। উইলস্ লিট্ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ,
রোল_নং :৫০৩০৫০১ – ৫০৩৪০৯৪

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group