জাতীয় বিশ্ববিদ্যালয়

যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পয়েন্ট এর উপর নির্ভর করে ভর্তি আবেদন করবেন তাদের জন্য কিছু কথাঃ

অনার্স এ যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পয়েন্ট এর উপর নির্ভর করে ভর্তি আবেদন করবেন তাদের জন্য কিছু কথাঃ

১)আপনি কোন কলেজ এ আবেদন করবেন তা আগে ঠিক করুন, তবে সরকারী কলেজ চয়েস করা বুদ্ধিমানের কাজ হবে কেননা বেসরকারী কলেজে প্রচুর খরচ এর চেয়ে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেয়াই বেটার বলে মনে হয় আমার কাছে।

২)আবেদন কৃত কলেজ আপনার বাসা থেকে কত দুর তা মাথায় রাখবেন।
৩)আবেদন করার সময় আপনার পয়েন্ট কত তা দেখে আবেদন করবেন।

৪)২.০০ পয়েন্ট হলে আবেদন করতে পারবেন কিন্তু তার মানে এই নয় যে আপনি চান্জ পেয়ে যাবেন।
৫)যদি জিপিএ ৭ঃ০০ পয়েন্ট( এসএসসি ও এইসএসসি সহ) কম হয় তো কোন সরকারি কলেজে আবেদন করবেন না।

৬)পয়েন্ট কম যাদের তারা কোন ডিমান্ডফুল সাবযেক্ট এ আবেদন করবেন না।
৭)জাতীয় বিশ্ববিদ্যালয়­ে কিন্তু অনেকেই ৯.৫০ বা ১০,০০+পয়েন্ট নিয়ে আবেদন করে সুতরাং তা মাথায় রাখবেন।

৮)অনিহা বা অবহেলা করে আবেদন করবেন না এর মানে হল শুধু অনলাইনে আবেদন করে কিন্ত কলেজে নির্ধারিত ফিস জমা দেয়না এরফলে অন্য যায়গায় যখন চান্স পায়না তখন রিলিজ স্লিপে আবেদন করতে না পেয়ে আফসোস করা ।

কোন পয়েন্ট নিয়ে কোন কলেজে আবেদন করবেন?
১)যাদের ৯.৫০ থেকে ১০ পয়েন্ট রয়েছে তারা যেকোন সরকারি কলেজ বা নামকরা কলেজে আবেদন করতে পারেন।
২)৯.৫০ যদি এমন হয়-ssc3.40+hsc 4.10 তাহলে হবে না এটা সবার জন্য।

৩) ভাল কলেজে দিলে আগে যেটা পছন্দ করেন সেটা দিবেন না। কারন আপনি নাও পেতে পারেন
৪) আগে সাধারন মানের কলেজ এরপরে তার থেকে একটু ভাল যেমন মার্কেটিং+অর্থনীতি+ফ­িন্যান্স +হিসাব বিজ্ঞান +ব্যবস্থাপনা ।

৫) আবেদনের সময় কৌশলী হতে হবে।
৬)যে সাবযেক্ট নিবেন না বা পড়বেন না তা চয়েস দিবেন না।
৭)আপনি যখন কলেজ চয়েজ দিবেন তখন কলেজ এর পাসে ঐ কলেজের সাবযেক্ট অনুযায়ো কয়টা সিট আছে সেটি দেখতে পারবেন।
৮)সিট যেটার বেশি ঐ টা আগে চয়েস দিবেন।
৯) কাজ শেষ হলে নিজে আগে দেখবেন সব ঠিক আছে কিনা তারপর সাবমিট করবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন বিজ্ঞপ্তি

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group