জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ১ম পর্ব পরীক্ষার রুটিন ২০২৩ প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য গত ২১ মার্চ ও ২৮ মার্চ এল এল বি প্রথম বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল। এ পরীক্ষাগুলোর সংশোধিত তারিখ ও সময় সূচি আজ নতুন করে প্রকাশিত হয়েছে। এলএলবি ১ম বর্ষ পরীক্ষার রুটিন ও কেন্দ্রতালিকা LLB 1st Part Exam Routine 2023 দেখে নিন এখানে। আগামী ০৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে ১৮ মার্চ ২০২৩ তারিখ
The LLB 1st Part examination routine of the National University has been published for the inevitable reason. It is to be noted that the LLB first-year exam was to be held on 11 February and March 28. The revised date and time for these tests are 11th February and 25th March 2022, test start time is 8:30 AM every day.
পরিক্ষা প্রতিদিন সকাল ০৮.৩০ থেকে শুরু হবে।
পরিক্ষা শুরুর তারিখঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের এলএলবি ১ম বর্ষের পরিক্ষা ১৯.০১.২০২৪ তারিখে শুরু হবে।
পরিক্ষা শেষ হবেঃ ০১.০৩.২০২৪ তারিখে পরিক্ষা শেষ হবে।
পরীক্ষার সময়ঃ প্রশ্ন পত্রে যে সময় দেয়া থাকবে সেটি।
এলএলবি ১ম পর্ব পরীক্ষার রুটিন 2023 LLB 1st Part Exam Routine
২০২০ সালের এল.এলবি ১ম পর্ব পরীক্ষার কেন্দ্র তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি। ২০২০ সালের এল.এলবি ১ম পর্ব পরীক্ষার সময়সূচী সংক্রান্ত বিজ্ঞপ্তি।
বুধবার (৩০ ডিসেম্বর ২০২০) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরে ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় এলএলবি স্থগিত পরীক্ষা আগামী ২২ জানুয়ারি এবং ২৯ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষাগুলোর সংশোধিত তারিখ ও সময় আজ বুধবার (৩০ ডিসেম্বর ২০২০) প্রকাশিত করা হয়।