ভর্তি তথ্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জটিলতা

কারিগরি ত্রুটির কারণে (ওয়েবসাইট জটিলতা) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২০-২১ সেশনে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা ভর্তি হতে পারছেন না। এতে ভোগান্তিতে পড়েছেন তারা। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ১০ টা থেকে ভর্তি শুরু হওয়ার কথা ছিল। কারিগরি ত্রুটির কারণে এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর সোয়া ২টা) কোনো শিক্ষার্থী ভর্তি হতে পারেননি বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক মৌলভীবাজার থেকে ভর্তি হতে আসা এক শিক্ষার্থী বলেন, অধীর আগ্রহ নিয়ে সকাল থেকে ভর্তির জন্য বসে আছি। তবে এখন পর্যন্ত আমরা ভর্তি হতে পারিনি। এ সংক্রান্ত কোনো দিক নির্দেশনাও আমাদের দেওয়া হয়নি।

জানা যায়, সকাল সাড়ে ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ‘এ’ বিল্ডিংয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়। তবে সকাল থেকে কারিগরি ত্রুটির কারণে শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি করা যায়নি। এ বিষয়ে ভর্তি কমিটির সদস্য সচিব চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনি বলেন, কিছু কারিগরি ত্রুটির কারণে ভর্তি করাতে পারছি না। আশা করি অল্প সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে। প্রসঙ্গত, প্রথমদিন (মঙ্গলবার) বিজ্ঞান বিভাগের এ- ১ ইউনিটে মেধা তালিকায় ১ থেকে ৩৫০ পর্যন্ত ভর্তির জন্য ডাকা হয়েছে।

Due to technical error (website complexity), students seeking admission in the 2020-21 session of Shahjalal University of Science and Technology (SHUST) are not able to get admission. They have suffered in this. Admission was supposed to start at 10 am on Tuesday (January 4). It is learned that no student could be admitted till the writing of this report (2:15 pm) due to technical error. A student from Moulvibazar, who did not want to be named, said, “I have been waiting for admission since morning.” But so far we have not been admitted. We have not been given any direction in this regard.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group