জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় লিখার ধরন, পদ্ধতি,সময় বন্টন

জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় লিখার ধরন, পদ্ধতি,সময় বন্টন।
জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার সময় ৪ ঘন্টা
ক- বিভাগঃ (৩×১০)=৩০ মিনিট
খ-বিভাগঃ (১০×৫)=৫০ মিনিট
গ-বিভাগঃ (৩০×৫)= ২ঘন্টা ৩০ মিনিট
রিভিশন/ঘাটতি প্রশ্ন=১০ মিনিট।

লিখার পদ্ধতি ঃ
১।পেন্সিল দিয়ে অবশ্যই মার্জিন,ছক, চিত্র দিবেন। ম্যাথ বিষয়ে মার্জিন দিবেন না, খাতা ভাজ দিবেন।
২।ক-বিভাগে ১০ এ ১০ পাওয়ার চেষ্টা করবেন। ১০ পেতে পারলে স্যারের নিকট ভালো স্টুডেন্ট এর তকমা পেতে পারেন এবং খ,গ বিভাগে ভালো মার্কস পাবেন।
৩।খ-বিভাগে সংজ্ঞা চাইলে ভূমিকা লিখে ২টি মনীষীর সংজ্ঞা দিবেন,তারপর শেষে আর একটি সংজ্ঞা/ব্যাখ্যা দিবেন।
প্রশ্নে ব্যাখ্যা , বর্ননা চাইলে ভূমিকা,৬-৮ পয়েন্টে ব্যাখ্যা দিয়ে ২-২.৫/৩ পৃষ্ঠায় লিখবেন। পার্থক্য অবশ্যই ছক আকারে দিবেন।
৪।গ- বিভাগে প্রশ্ন ক+খ আকারে আসে। ৫ মার্কের উত্তরে খ- বিভাগের মতো করে লিখবেন।
১০ মার্কের উত্তরে ১২/১২+ পয়েন্ট দিয়ে ৪/৫/৬ পৃষ্ঠা লিখবেন।

৫। ছকের অংকে উত্তর না মিললেও ছকের জন্য ও যতটুকু হয়েছে তার জন্য মার্কস পাবেন।
৬। অংক ভালোভাবে পড়ে অবশ্যই Requirement দেখে নিবেন।
৭।আন্ডার লাইনের জন্য কালো/নীল কলম ব্যবহার করতে পারেন। আমি নীল ব্যবহার করি।
৮।পরীক্ষার হলে নিজেকে কন্ট্রোল করাই আসল পরীক্ষা। প্রশ্ন যেমনই হোক না কেনো ঠান্ডা মাথায় ফুল উত্তর করে আসতে হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group