জাতীয় বিশ্ববিদ্যালয়পরীক্ষা

অনার্স ২য় বর্ষ ব্যবহারিক পরীক্ষার তারিখ, রুটিন, কেন্দ্র তালিকা ও নিয়মাবলী ২০২৪ NU Honours 2nd Year Practical Exam Schedule and Center List

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ ব্যবহারিক পরীক্ষার তারিখ, রুটিন, কেন্দ্রতালিকা ও নিয়মাবলী ২০২৪। সংশ্রিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ২০২৩ সালের Honors 2nd year ব্যবহারিক পরীক্ষা আগামী ২২/০২/২০২৪ হতে ২১/০৩/২০২৪ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। উক্ত Examination নম্বরপত্র গ্রহপূর্বক নম্বরপত্র ও পরীক্ষকগণের বিল Online এবং ম্যানুয়াল নম্বর ফর্দ সংশ্লিষ্ট শাখায় প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

Practical Exam অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের কলেজ ভিত্তিক নম্বরপত্র এবং হাজিরাপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকে ডাউন লোড করে (print) নিতে হবে । পরীক্ষার্থীদের Examination গ্রহণ করে বহিঃপরীক্ষক ও আন্তঃপরীক্ষক নম্বরফর্দে পরীক্ষার্থীদের নাম, রোল এবং রেজিঃ নম্বর যাচাই করে তার বিপরীত প্রাপ্ত নম্বর প্রদান করবেন। একই সাথে হাজিরাপত্রে পরীক্ষার্থীদের স্বাক্ষর গ্রহণ করবেন। উল্লেখ্য যে, ব্যবহারিক Examination নম্বরফর্দ অবশ্যই কালো বলপেন দিয়ে লিখতে হবে।

সকল পরীক্ষার্থীর Practical Exam গ্রহণ শেষে বহিঃপরীক্ষকের উপস্থিতিতে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর কলেজের পাসওয়ার্ড ব্যবহার করে ডাটা এন্ট্রি করতে হবে । নম্বর অন-লাইনে Send করার পূর্বে সকল পরীক্ষার্থীর নম্বর সঠিকভাবে এন্ট্র হয়েছে কিনা তা ভালভাবে যাচাই করে নিতে হবে।

অনার্স ২য় বর্ষের(২০২০-২০২১) ব্যবহারিক পরীক্ষা আগামী ২২/০২/২০২৪ তারিখ হতে ২১/০৩/২০২৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।(বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য)
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনার জন্য স্ব স্ব কলেজ নোটিশ অনুসরণ করবেন।

২০২২ সালের অনার্স ২য় বর্ষ ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র তালিকা তালিকা।

২০২২ সালের অনার্স ২য় বর্ষ ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র তালিকা তালিকা NU Honours 2nd Year Practical Exam Schedule and Center List

২০২২ সালের অনার্স ২য় বর্ষ প্রাণীবিদ্যা ও উদ্ভিদবিদ্যা ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা।

২০২২ সালের অনার্স ২য় বর্ষ ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র তালিকা তালিকা NU Honours 2nd Year Practical Exam Schedule and Center List

 

অনার্স ২য় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রতালিকা 2024 প্রকাশ Honours 2nd Year Practical Exam Schedule and Center List

অনার্স ২য় বর্ষের ব্যবহারিক পরীক্ষা

অনার্স ২য় বর্ষ ব্যবহারিক পরীক্ষার তারিখ, রুটিন, কেন্দ্রতালিকা ও নিয়মাবলী ২০২২

ডাটা এন্ট্রি ও অন-লাইনে প্রেরণের পর প্রেরিত নম্বরপত্রের (Print out) নিতে হবে। মূল কপি এবং (Print) কপিতে বহিঃপরীক্ষক এবং আন্তুঃপরীক্ষক নির্ধারিত ছথানে স্বাক্ষর করবেন। একই সাথে হাজিরা পত্রে প্রতি পৃষ্ঠার নির্ধারিত স্থানে বহিঃ ও আন্তঃপরীক্ষক স্বাক্ষর করবেন। অনুপদ্থিত পরীক্ষার্থীদের
নম্বরপত্র এবং হাজিরা পত্রে অবশ্যই Absent লিখতে হবে । কোন ঘর কোন অবস্থাতেই খালি রাখা যাবে না।

বিভাগীয় প্রধান/অধ্যক্ষ সংরক্ষণ করবেন। টপসীট, নম্বরপত্রের মূল কপি এবং মূল হাজিরা পত্র নির্ধারিত খামে ভরে সীলগালা করে Sub-examination নিয়ন্ত্রক, অনার্স ২য় বর্ধ শাখা এবং এক কপি (Print out) পরীক্ষা নিয়ন্ত্রক, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ এ ঠিকানায় পাঠাতে হবে । খামের উপরে ব্যবহারিক নম্বর, বিষয়, বিষয়কোড লিখতে হবে। হাজিরা পত্রের ০১টি ফটোকপি বিভাগীয় প্রধান/অধ্যক্ষের অফিসে সংরক্ষণ করতে হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group